16/10/2025
কপাল খারাপ মূলত মেয়েদের, ফেল করে রিকশাওয়ালা বিয়ে করাটাও এখন টাফ। এই লাস্ট এসএসসির রেজাল্টের দিন রিকশায় যাইতেছিলাম কোথাও। মোটামুটি ইয়াং রিকশাওয়ালা। এক ফাঁকে জিজ্ঞেস করলাম, মামা, মেট্টিক ফেল মেয়ে বিয়ে করবেন নাকি?
রিকশাওয়ালা মামা বললেন, আমি বিয়া করছি মামা। আল্লায় দিলে আপনের মামি ইন্টার পাশ!