21/07/2025
রাস্তায় নামলে গাড়ি চাপা দেবে। বাসা বাড়িতে চুরি ডাকাতি হবে। একটু বৃষ্টিতেই এলাকায় গলা পানি হবে। দোকানে বসলে চাঁদাবাজ ধরবে। সবকিছু থেকে লুকিয়ে চুরিয়ে বাঁচার জন্য একটু খোলা মাঠে যাবেন, মাথার উপর বিমান ক্র্যাশ করবে, যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ত্যাগ করা ততই মঙ্গল!