
08/07/2025
পাপী বান্দা: ১৬৮
"From: অচেনা কেউ
To:. ইশতিয়াক আহমেদ
ইশতিয়াক,
জানিনা কীভাবে শুরু করবো, অনেকদিন থেকে অনেক চেষ্টা করার,পরেও ফাইনালি আজ সেই দিন।।। আপনাকে আমি পারসোনালি খুব একটা চিনি না,,ওই টুকটাক যেটুকু চেনা দরকার,,তবে প্রথম যখন আপনাকে দেখি সেদিন থেকেই আপনার মধ্যে ডুবে গেছি,বুঝতে পারতেছি না কবে এতটা গভীরতায় ডুবে গেলাম,,এভাবেও ভালোবাসা হয়?
ইশতিয়াক - নামটা মনে পরতেই মুখে হাসি ফুটে যায়
হৃদয়ের গভীরে সুর হয়ে বাজায়।।।
আপনার চোখের মায়ায় হারিয়ে যাই প্রতিদিন
আপনি আছেন বলেই জীবনটা রঙিন
আপনার হাসিতে লুকানো আমার আত্মার সঙ্গিন❣️❣️❣️
আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক,,,আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে😊
"