13/04/2025
প্রিয় সংগ্রামী বিপ্লবী আন্দোলনরত যোদ্ধারা।
আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমাদের ৮ দফা দাবি শুধু আমাদের ভবিষ্যতের প্রশ্ন নয়, এটি ন্যায়বিচার, সমতা ও অধিকারের প্রশ্ন। এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়—এটি আমাদের সকলের, গোটা ডিপ্লোমা কৃষিবীদ জাতীর স্বপ্ন ও সম্ভাবনার প্রতিফলন।
আমরা জানি, পরিবর্তন সহজে আসে না। কিন্তু ঐক্যবদ্ধ হলে, সাহস নিয়ে এগিয়ে গেলে, আমরা ইতিহাসের পথ ঘুরিয়ে দিতে পারি। তাই আমি অনুরোধ করছি—ভয় নয়, ভালবাসা নিয়ে, হতাশা নয়, আশা নিয়ে আমাদের এই ন্যায্য দাবির আন্দোলনে সক্রিয়ভাবে সকলে অংশগ্রহণ করি।
তোমাদের অংশগ্রহণ, তোমাদের কণ্ঠই পারে এই আন্দোলনে প্রাণ ফিরিয়ে আনতে, এই দাবিগুলোকে বাস্তবে রূপ দিতে। আসো, আমরা হাতে হাত রেখে গড়ে তুলি একটি ন্যায্য, মর্যাদাপূর্ণ শিক্ষাব্যবস্থা।
জয় হোক কৃষি ডিপ্লোমা ছাত্রসমাজের, জয় হোক ন্যায়ের।
যোদ্ধা , এটিআই ফরিদপুর ✊🏾✊🏾🙏