22/07/2025
সিনিয়র ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর বিদায়ে অনেকে হা হুতাশ করছেন। কিন্তু বাস্তবতায় এটাই যে তাদের হৃদয়ে বাংলাদেশ ক্রিকেট দলে আশশাসিত পরিবর্তন হয়েছে। টি-টোয়েন্টিতে টানা তিন জয় এর চাক্ষুষ প্রমাণ। কেননা গত ১০ বছরে একমাত্র টি-টোয়েন্টিতেই বাংলাদেশের অবস্থা ছিল নাজুক। সেখান থেকে শ্রীলংকার মাটিতে টানা দুই মাস যেতে সিরিজ জিতে নেয় তরুণ এই দলটি। যে দলের ১২ জন ক্রিকেটার একেবারেই তরুণ। অথচ পঞ্চপাণ্ডবের নাম করে অনেক তরুণকেই ভালোভাবে সুযোগ দেওয়া হচ্ছিল না। তারা কিন্তু সুযোগ পেয়েই ভালো করতে শুরু করেছে। তাদের বোঝাপড়াটাও কিন্তু দারুন। আর এই সুযোগটা দেয়ার সুযোগ শুরু হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরে। যিনি কিনা ওয়ানডে দল থেকে নাজমুলের মত খেলোয়াড় কে বাদ দিয়েছেন। শ্রীলঙ্কায় তৃতীয় ওয়ানডেতে লিটন দাসকেও একাদশ থেকে বাদ দেওয়া হয়। এতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশ দলে পারফরমার রাই খেলবে। এখানে তরুণ ও সিনিয়ার এসবের ভেদাভেদ হবে না । এজন্য যারা সিনিয়রদের জন্য হাহাকার করছেন তাদের আরেকবার ভেবে দেখা দরকার। সিনিয়ররা গত ১০ বছরে টি-টোয়েন্টি দলটাকে কি দিয়েছেন। তারা শুধু দলটাকে বিভাজিত করেছেন। যার ফলে গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়েছি। তাদের বিদায়ে নতুন পরিবর্তন সূচিত হয়েছে। আশা করি সেটা চলমান থাকবে।