CricAdda liv

CricAdda liv Cricket is a game of glorious uncertainty. So it thrills cricket fans throughout the world. That's why people like this game by heart.

young people play it, live it & dream it.

24/07/2025

তানজিম হাসান সাকিব দেখতে হালকা পাতলা গড়নের। কিন্তু কব্জিতে ভালোই জোর আছে। বল করেন ১৪০ কিমি গতিতে। নিখুত লাইনের কারণে ব্যাটসম্যান চাপে থাকেন। নিয়মিত উইকেট পান। প্র‍য়োজনের মুহুর্তে ভয়ংকর হয়ে উঠেন। বল হাতে নিলেই উইকেট পাবেন নিশ্চিত। এমন বোলারই তো চাই ক্যাপ্টেন।

23/07/2025

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ব্যাটিং করছে ভারত।
১০০/১

23/07/2025

বাংলাদেশ যখন ২৮ রানের চার উইকেট হারিয়ে ফেলে তখন মনে হচ্ছিল আজকে মনে হয় আর বাংলাদেশ পার পাবে না। এবার বুঝি হেরেই যাবে। কিন্তু তখনো মাঠে ছিলেন জাকির আলী অনিক। যিনি সব সময় বিপদে দাঁড়িয়ে যান। সময় মত জেগে ওঠেন বাংলাদেশ দলের একমাত্র ফিনিশার জাকের আলী অনিক। সবার সময় উইকেটে আসে ২০ হবার পর্যন্ত খেলা শেষ করে অপরাজিত থাকে। এতেই কিন্তু ফাইটিং স্কোর বাই বাংলাদেশ। নিজে ৪৮ বলে করেছেন ৫৫ রান। স্ট্রাইক রেট টা ১১৪ হলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ইন্সটার গুরুত্ব অনেক বেশি। ১৩৪ অনেক টার্গেটে বেটিংয়ে নেমে পাকিস্তান 47 রানের সাত উইকেট হারিয়ে ফেলে। এ পর্যায়ে দলের হাল ধরেন অলরাউন্ডার আশরাফ। তাকে সঙ্গ দিয়েছেন খুজদিল শাহ। যেটা আসলে যথেষ্ট ছিল না। ফাহিম নিজে তিনি ফিফটি করেন। 19 তম ওভার পর্যন্ত উইকেটে টিকে ছিলেন। এক সময় মনে হচ্ছিল পাকিস্তান জিতে যাবে যখন 19 তম ওভারে রিশাদের বলে 18 টি রান নিয়েছেন। কিন্তু শেষ বলে আউট হয়ে যান। তখনই ম্যাচটি বাংলাদেশের দিকে ঘুরে যায়। শেষ ওভারে প্রয়োজনীয় ১৩ রান করতে পারিনি। বাংলাদেশ আর্ট রানে যেতে চায়। জাকিরের ৫৫ রান নাকি রিশাদ হোসেনের উইকেট কোনটি এই ম্যাচের টানিং পয়েন্ট কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।

23/07/2025

Bangladesh won a nail bitting game against pakistan by only 8 runs. BANGLADESH 133
PAKISTAN 125

22/07/2025

বাংলাদেশের ১৩৩ রানের জবাবে ধুকছে পাকিস্তান

22/07/2025

সিনিয়র ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর বিদায়ে অনেকে হা হুতাশ করছেন। কিন্তু বাস্তবতায় এটাই যে তাদের হৃদয়ে বাংলাদেশ ক্রিকেট দলে আশশাসিত পরিবর্তন হয়েছে। টি-টোয়েন্টিতে টানা তিন জয় এর চাক্ষুষ প্রমাণ। কেননা গত ১০ বছরে একমাত্র টি-টোয়েন্টিতেই বাংলাদেশের অবস্থা ছিল নাজুক। সেখান থেকে শ্রীলংকার মাটিতে টানা দুই মাস যেতে সিরিজ জিতে নেয় তরুণ এই দলটি। যে দলের ১২ জন ক্রিকেটার একেবারেই তরুণ। অথচ পঞ্চপাণ্ডবের নাম করে অনেক তরুণকেই ভালোভাবে সুযোগ দেওয়া হচ্ছিল না। তারা কিন্তু সুযোগ পেয়েই ভালো করতে শুরু করেছে। তাদের বোঝাপড়াটাও কিন্তু দারুন। আর এই সুযোগটা দেয়ার সুযোগ শুরু হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরে। যিনি কিনা ওয়ানডে দল থেকে নাজমুলের মত খেলোয়াড় কে বাদ দিয়েছেন। শ্রীলঙ্কায় তৃতীয় ওয়ানডেতে লিটন দাসকেও একাদশ থেকে বাদ দেওয়া হয়। এতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশ দলে পারফরমার রাই খেলবে। এখানে তরুণ ও সিনিয়ার এসবের ভেদাভেদ হবে না । এজন্য যারা সিনিয়রদের জন্য হাহাকার করছেন তাদের আরেকবার ভেবে দেখা দরকার। সিনিয়ররা গত ১০ বছরে টি-টোয়েন্টি দলটাকে কি দিয়েছেন। তারা শুধু দলটাকে বিভাজিত করেছেন। যার ফলে গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়েছি। তাদের বিদায়ে নতুন পরিবর্তন সূচিত হয়েছে। আশা করি সেটা চলমান থাকবে।

21/07/2025

দারুণ বোলিং করছিল বোলার। ইতিমধ্যে তিনজনকে আউট করেছেন। আরো একটি আউটের সুযোগ এসেছিল। বলটি ব্যাটসম্যানের বাম পায়ে লেগেছিল। বল আঘাত করেছিল মিডল স্ট্যাম্প বরাবর। আবেদন করেছিলেন জোরালো। অ্যাম্পিয়ার হাত তোলেন নি। আউট দেননি। যার ফলে পরবর্তী বলেই ব্যাটসম্যান ৬ মেরে দেয়। এতে কি বোলারের দোষ আছে। কি মনে হয় আপনার?

সাকিবের দলে ফেরার সুযোগ কমে এলো। দলে আর ফিরবেন কিভাবে। পুরো দল যেন আগুনের মত খেলছে। ওপেনারদের দুজনেই ফর্মে রয়েছেন। ওয়া...
21/07/2025

সাকিবের দলে ফেরার সুযোগ কমে এলো। দলে আর ফিরবেন কিভাবে। পুরো দল যেন আগুনের মত খেলছে। ওপেনারদের দুজনেই ফর্মে রয়েছেন। ওয়ান টাউনে লিটন দাশু ফর্মে ফিরেছেন। তার সাথে তাওহীদ হৃদয় দায়িত্বের পরিচয় দিয়েছেন। প্রতি ম্যাচেই দায়িত্ব নিয়ে খেলছেন যদিও যদিও যদিও তার স্ট্রাইক রেট টা একটু কম। অন্যদিকে টি-টোয়েন্টির ফেরিওয়ালা শামীম হোসেন পাটোয়ারী তার আসল রূপ দেখাতে শুরু করেছেন। মিডল অর্ডারে শাকিবের ঢোকার কোন সম্ভাবনাই নেই। ওদিকে জাকের আলী অনীক তো রয়েছেনই। তিনি তো নিয়মিত পারফর্মার। স্পিন বোলিংয়ে রিশাদ হোসেন অসাধারণ বোলিং করছেন। তার সাথে আবার যোগ দিয়েছেন শেখ মেহেদী হাসান। তরুণদের স্পিডটা অন্যরকম। তাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। এই দলে সাকিবের মত একজন সিনিয়র খেলোয়াড়ের থাকাটা বেমানান বলা যায়। তার উপর দেশে আসার নিষেধাজ্ঞা রয়েছে। সাকিবকে যদি ক্রিকেট বোর্ড দলে নেয় তাহলে দলের ক্ষতি হবে। দল বিপদে পড়বে। দলের মধ্যে এখন যে ছন্দটা আছে সেটি বরং ভালো। তরুণেরা দায়িত্ব নিতে শিখলে কয়েক বছর পর দলটা তুখোর হবে। সাকিব যে দলে আসলেও কিছু করতে পারবে না সেটা গত তিনটি বিশ্বকাপে প্রমাণ হয়ে গেছে। তাই আবেগে গা ভাসিয়ে লাভ নাই। তরুণদের শুধু গেলে তারাই আগামীতে দলকে এগিয়ে নেবে। এটাই হবে শুভ বুদ্ধির পরিচয়।
#সাকিব #সাকিবআলহাসান

21/07/2025

বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্য প্লেয়ার পারভেজ হোসেন ইমন।

250 International Wickets
20/07/2025

250 International Wickets

20/07/2025

লক্ষ্য একটাই পাকিস্থানকে হোয়াইওয়াশ অথবা মনেটাইজেশন।

Fight begins today. Reminder.
20/07/2025

Fight begins today. Reminder.

Address

Dhaka

Telephone

+8801748418420

Website

Alerts

Be the first to know and let us send you an email when CricAdda liv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CricAdda liv:

Share