Arafat Hussain

Arafat Hussain Bear Everything
Prepare For The worst.. Dont Care About anybody or anything
you are the only person
(3)

Δ আমি হারতে চাইনা, হয়তো তাই বারে বারে পরাজিত! শূন্যতা ও অপ্রাপ্তির খাতায় সাদা পাতা নেই!ঘুমাতে ভালবাসি । ভোরে ঘুম ভাঙ্গে না! স্মার্টনেস বলে কিছু নাই আমার মাঝে।অকারনে হাসি! অগোছালো ধরনের!এক ভাবে হাসি (স্টাইল)!
একা থাকতে সাচ্ছন্দ বোধ করি! মাথায় তার-ছিড়া আছে হয়তো! গান শুনি! এক কথায় "আমি অদ্ভূত”! অনর্গল কথা বলি না! ছোটরা অজানা এক কারনে পছন্দ করে আমায়! কথা বলি জড়তা নিয়ে (এখন কম)! ঝগড়া করি - শু

দ্ধ ভাষায়!
অভিজ্ঞতার ঝুলি অনেক বড়ো অভিজ্ঞতা দিয়ে বিরক্ত করি অন্যদের! বিরক্ত করি বন্ধুদের!লিখতে গেলে কলম ভাঙ্গার দশা হয়! অলস! অবাস্তব চিন্তা ও কল্পনাপ্রেমী! কিছু না পারলে মাথা চুল্কাই! হাসতে পারি না (সঠিক ভাবে)! ফোন নিয়ে পরে থাকি! তারা বলে(আমার আশেপাশের) - আমি নাকি একজন সহজ সরল বোকা মানুষ। তবে
কথাটার সত্যতা কতটুকু জানা হয়নি। মানুষ সম্পর্কে নেগেটিভ
ভাবতে ভাল লাগে । কারন, নেগেটিভ না ভাবলে পজেটিভ দিকগুলো বের করা যায় না ।তুচ্ছ বিষয় নিয়ে প্রচুর চিন্তা করি আর জরুরী বিষয় গুলো হাওয়ায় উড়িয়ে দেই ।রহস্য ব্যাপারটা নিয়ে একটু আলাদা ইন্টারেষ্ট আছে ।একাকীত্ত্ব চরম ভালবাসি - কারন, একাকীত্বের স্বাদ এখনো নেয়া শেষ হয়নি অল্পতেই বিশ্বাস করতে মন চায়, বড় একা আমি নিজের ছায়ার মত, শুন্যতার মত দীর্ঘশ্বাসের মত, নিঃসঙ্গ বৃক্ষের মত ! আমি খুব কল্পনা প্রবণ, স্বপ্ন দেখতে ভালোবাসি। কিন্তু স্বপ্ন পূরণের চেষ্টা করিনা। কি দরকার চেষ্টা করার যা ভাগ্যে থাকবে তাইতো হবে।ভালোবাসতে ভালবাসি, স্মৃতিগুলোকে হাতের মুঠোয় বন্দি করে ভাবতে ভালবাসি । আমি ভালো একটা ক্ষমতা নিয়ে জন্মেছি পৃথিবীতে, আমি অসম্ভব পরিমাণে ভালোবাসতে পারি। অপরিমেয় অফুরন্ত ভালোবাসা.. প্রকৃতি তার সৃষ্ট জীবের মাঝে সব অপূর্ণতা গুলো মনে হয় আমাকে ঢেলে দিয়েছেন.. তাই নিজের মতন থাকি আর এই অপূর্ণতা গুলো ঢেকে রাখার চেষ্টা করি !!! পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারও আপন হতে পারে না, এদের হয়তো অনেক বন্ধু বান্ধব থাকে,কিন্তু এরা একাই চলে, একাই ঘুরে, বেশি ভিড় এদের কখনই ভালো লাগে না, কাউকে আপন লাগলে তাদের সাথে বাচ্চাদের মতো হয়ে যায়.... তবে তারপরও কেন জানি এদের কেউই আপন ভাবে না,ভাবে যন্ত্রণা ,এইভাবে কষ্ট পেয়ে পেয়ে এই ধরনের মানুষগুলো নীরবে সরে যায়, কিন্তু তারপরও কাউকে কিছু বোঝাতে যায় না...... মাঝে মাঝে মনে হয় আমি বুঝি তাদের একজন? জানি না... !
আমি পথে পথে ঘুরি নীল পদ্মের সন্ধানে।কিন্তু কোথা ও কোন
নীল পদ্ম নেই।তাহলে কি নীল পদ্মগুলো শুকিয়ে গেছে...?মাথার ভিতর বিশ্রী রকমের যন্ত্রণা হচ্ছে নীল
পদ্মগুলো শুকিয়ে যাওয়ার যন্ত্র... ... ……
…………………..... ... ... ..
আমি কখনই চাই না
আমার জন্যে একটা পারফেক্ট
সঙ্গীকে ,
আমি কখনই আশা করি না কোন
রোমাঞ্চকর ভালোবাসার ...
আমি সব সময় ই চাই এমন
একজনকে যে আমাকে তার
মনথেকে ভালবাসবে ,
এবং ----
আমিও তাকে সব কিছু
উজারকরে ভালবাসবো এবং সে শুধুই
আমার হবে ।
আমি একজন মানুষ।
কিছু মানুষের
কাছে আমি ভালো মানুষ আর কিছু
মানুষের কাছে আমি খারাপ মানুষ। এই
নিয়ে কিছু বলার নাই কারণ সবার
কাছেতো আর ভালো হওয়া যায়না।
কিন্তু আমি রোবট নই।
আমারো একটা মন আছে,
আমারো কিছু পছন্দ, কিছু তৃপ্তি, কিছু
ভালোলাগা,
কিছু মন্দলাগা, কিছু প্রিয় মানুষ,
কিছু
স্বপ্ন, কিছু আনন্দ, কিছু সুখ, কিছু কষ্ট,
কিছু . . . . . . আছে। আমার কাছে কেউ
অনেক বড় কিছু আশা করোনা কারণ
এখন
হয়তো আমি কারো সামান্য আশাও
পূরণ করার ক্ষমতা রাখিনা।
আমি কষ্ট পেতে চাইনা, কেউ
আমাকে কথা দিয়ে কষ্ট দিওনা।
এই
জিনিসটাকে আমার বড় বেশি ভয় হয়
তাই কথা বলতে যাইনা তেমন
মানুষের সাথে। আমার
ব্যক্তিগত জীবনের কি কি তথ্য
আমি কার কার
সাথে শেয়ার করবো তা বোঝার
মতো জ্ঞান আমার আছে,
সেটা নিয়েও কারো কথা শুনার
ইচ্ছে নাই...
আমি বেশিরভাগ মানুষের
মতো নেতিবাচক
মনমানসিকতা নিয়ে থাকা পছন্দ
করিনা বরং কমসংখ্যক মানুষের
মতো ইতিবাচক
মনমানসিকতা নিয়ে থাকতে পছন্দ
করি..
সবার সাথে ভালো ব্যবহার
করি বলে এমন
না যে আমার
সাথে যে যা খুশি তাই
বলতে পারবে...
কেউ আমার সাথে খারাপ ব্যবহার
করলেও আমি তার
সাথে ভালো ব্যবহার
করার চেষ্টা করি যাতে সে তার
ভুলটা বুঝতে পারে.. সে খারাপ
ব্যবহার করার
ফলে তাকে আমি যতটা খারাপ
ভেবেছি আমি চাইনা সে আমাকেও
সেরকম খারাপ মনে করার
সুযোগটা পেয়ে যাক..
আমি ঝগড়া করা এবং ঝগড়াটে মানুষজন
একেবারেই পছন্দ
করিনা তাই তাদের
কোন ঝগড়ামাখানো কথা/কমেন্টের
কোনরকম উত্তর দেওয়া থেকে বিরত
থাকি..
আমি খুব সহজে কারো উপর বিরক্ত
হইনা বা রাগ করিনা..
কিন্তু
একবার যদি বিরক্ত হই
বা রেগে যাই
তাহলে সেটা মুখে প্রকাশ
না করলেও মন
থেকে কখনো মুছে যায়না..,,,,,,
কাউ কে অবহেলা করবেন না
হয়তো এমন একদিন আপনার
জীবনে আসতে পারে ,
যাকে আজ অবহেলা করছেন তাকেই
জীবনে সব চেয়ে বেশী প্রয়োজন
হতে পারে ।
আর আপনার আজকের
অবহেলা হয়তো এই মানুষটিকে অনেক
দূরে নিয়ে যাচ্ছে আপনার কাছ
থেকে ।

এই ছবির গুরুত্ব আমার কাছে অসীম। ভাবার্থ আমি কাউকে বুঝিয়ে দিতে পারবো না।তবে অনেক গভীরতা আছে তাই শেয়ার করলাম।ধন্যবাদ
21/07/2025

এই ছবির গুরুত্ব আমার কাছে অসীম। ভাবার্থ আমি কাউকে বুঝিয়ে দিতে পারবো না।তবে অনেক গভীরতা আছে তাই শেয়ার করলাম।ধন্যবাদ

20/07/2025

লাল বাজারের বাকের আলীর আদুরে মেয়ে গুলবাহারের সাথে কথা বললাম😎
দয়া করে সিরিয়াস নিবেন না 🙏😂

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
20/07/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘স্লিপিং প্রিন্স’ইন্নালি্ল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনদীর্ঘ ২০ বছর কোমায় থাকার প...
20/07/2025

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘স্লিপিং প্রিন্স’
ইন্নালি্ল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর মৃত্যুবরণ করেছেন সৌদি আরবের রাজপরিবারের সদস্য ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
খবর গাল্ফ নিউজের।

19/07/2025

আমি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। দোয়া করবেন আমার জন্য 🤲

**"যার ভরসা আল্লাহ, তার জন্য কখনোই কোনো পথ বন্ধ থাকে না।"**
18/07/2025

**"যার ভরসা আল্লাহ, তার জন্য কখনোই কোনো পথ বন্ধ থাকে না।"**

18/07/2025

💚︵❝།།🌺কাউকে ঠকানো বড্ড সহজ,🥀 কিন্তু ঠকানোর পর যা পাবেন, তা হজম করা কঠিন।🥀🙂💔

17/07/2025

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন❤️‍🔥
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ 😍

17/07/2025

Daily Live Programme 😍😍😍

একটি ম্যাংগোবাহী প্রযোজনা 😎👉🥭
17/07/2025

একটি ম্যাংগোবাহী প্রযোজনা 😎👉🥭

১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরাজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আগামী ১৮ জুলাই (শুক্রবা...
16/07/2025

১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আগামী ১৮ জুলাই (শুক্রবার) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এরই মধ্যে সব মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ১৮ জুলাই তারিখে দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে।
যেভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেটের সুবিধা

বিটিআরসি জানিয়েছে এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে। এক্ষেত্রে— গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা 1211807 # ডায়াল করে, রবি গ্রাহকরা 41807 #, বাংলালিংক গ্রাহকরা 1211807 # এবং টেলিটক গ্রাহকরা 1111807 # ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন।
বিটিআরসির নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, দিবসটির গুরুত্ব এবং এই কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ফ্রি ইন্টারনেট ডে সম্পর্কে সর্বসাধারণকে অবগত করার লক্ষ্যে নির্ধারিত বার্তাটি টেলিভিশনের স্ক্রলেও প্রচার করতে হবে। স্ক্রলে প্রচারযোগ্য বার্তাটি হলো—‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি 1211807 #, রবি 41807 #, বাংলালিংক 1211807 #, টেলিটক 1111807 # — ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।’

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Arafat Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arafat Hussain:

Share