
05/09/2025
পিসিওএস (PCOS) বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম|
এটা হলো মহিলাদের একটি হরমোনজনিত রোগ, যেখানে ডিম্বাশয় অতিরিক্ত অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন) তৈরি করে, ফলে মাসিক অনিয়মিত হয়, ব্রণের মতো ত্বকের সমস্যা দেখা দেয় এবং সন্তান ধারণে সমস্যা হতে পারে।
এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে অনিয়মিত মাসিক, অতিরিক্ত লোমকূপ, ব্রণ, ওজন বৃদ্ধি, এবং ডিম্বাশয়ে সিস্ট বা ফুলা।
জীবনযাত্রার পরিবর্তন, যেমন সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ করে পিসিওএস-এর লক্ষণগুলো মোকাবিলা করা সম্ভব।
খাদ্যাভাসে পরিবর্তন আর ঘুম মানুষের জীবনের আশীর্বাদ বয়ে নিয়ে আসে।
সব ধরনের ভালো হরমোনগুলো তৈরি হয় মানুষ যখন গভীর ঘুমে থাকে,
এই ছোট্ট একটা প্যাকেজ ট্রাই করে দেখেন একবার 🥰