
05/07/2025
চট্টগ্রামের ফটিকছড়িতে এক মর্মান্তিক ঘটনা পুরো উপজেলায় শোকের ছায়া নামিয়েছে। সৌদি আরবে নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত প্রবাসী মোহাম্মদ রুবেলের (২৭) মরদেহ দেশে আসার পথে, সেই মরদেহ গ্রহণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রুবেলের বড় ভাই মোঃ বাবুল (৩৭) ও তাঁর ফুপাতো ভাই ওসমান গণি (৩৫)।
শনিবার (৫ জুলাই) বিকাল ৪টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহজাহান চৌধুরী শিপন। তিনি বলেন- এক ভাই নির্যাতনে মারা গেল, সে ভাইয়ের লাশ আনতে গিয়ে অন্য ২ ভাইয়ের প্রাণ যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু মেনে নেয়া যায়না।