Ashraf Uddin

Ashraf Uddin Author, Activist

12/09/2025
22/08/2025
দুনিয়ার সকল প্রান্তে মুসলিম পরিচয় বহন ও চিহ্ন ধারণের সংগ্রামে টিকে থাকা লড়াকু নারীযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম
07/08/2025

দুনিয়ার সকল প্রান্তে মুসলিম পরিচয় বহন ও চিহ্ন ধারণের সংগ্রামে টিকে থাকা লড়াকু নারীযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম

হিজাব শুধুমাত্র পোষাক নয়, এটা একটি পরিচয়

কিছুদিন আগে ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক নারীর জোর করে হিজাব খুলে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে থাকা পুরুষকেও লাঞ্ছিত করা হয়েছে।

ফ্রান্সের প্যারিসে হিজাব নিষিদ্ধ হওয়ার পরও মারিয়াম হিজাব পড়েছে। বারবার আক্রমণের শিকার হয়েও হাল ছাড়েনি। রাজনীতিবিদরা কটাক্ষ করে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিল। কিন্তু সে শত প্রতিকূলতা মাঝে তার মুসলিম পরিচয়ের চিহ্ন হিজাব ধরে রেখেছে।

মুসলিম প্রধান দেশ হয়ে বাংলাদেশেও বিভিন্ন সময় হিজাবের কারণে আমাদের মা-বোনদের অপদস্ত হওয়ার ঘটনা শোনা যায়। বহু সংগ্রাম করে হলেও নিজেদের পর্দা রক্ষা করেন।

হেইট ক্রাইমের এই স্বর্ণযুগে মুসলিম পরিচয় ধারণ করে চলতে চাওয়াটাই যেন অপরাধ। মুসলমানিত্বের চিহ্ন বহন করে চলাটাই যেন অপদস্থ করার বৈধতা। তাই হয়তো সেকুলারিজমের নামে অন্য সকল ধর্মপালনের স্বাধীনতা নিয়ে সরব হলেও মুসলিম নারীর অধিকার খর্ব হলে রহস্যজনক নিরবতা পালন করে সুশীল সমাজ।

নিজ ধর্ম পালনের মাঝে যখন নারী আত্মমর্যাদা খুজে পায়, হিজাব পরার সিদ্ধান্ত নেয় তখন তথাকথিত সুশীলদের কাছে তা হয়ে যায় পরাধীনতা। অথচ সংগ্রামী সেসকল নারীরা শুধুমাত্র পোষাক হিসেবে নয়, পরিচয় হিসেবে ধরে রাখে হিজাবকে। কেবল নিজেদের জন্য নয়, সব মুসলিম পরিচয় ধারণকারী নারীদের জন্য লড়াই জারি রাখে।

আজকের সমাজে নারীর সম্মান আর নিরাপত্তার কথা বলে যারা হিজাবকে প্রশ্নবিদ্ধ করে, তাদের বোঝা উচিত হিজাব চাপিয়ে দেওয়া নয়, হিজাব কেড়ে নেওয়াটাই নিপীড়ন। ধর্মবিশ্বাসের জায়গা থেকে কেউ যখন হিজাব করে, সেটা যেমন তার ইবাদত, তেমনি তার আত্মমর্যাদার প্রতিকও।

দুনিয়ার সকল প্রান্তে মুসলিম পরিচয় বহন ও চিহ্ন ধারণের সংগ্রামে টিকে থাকা লড়াকু নারীযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম।

24/07/2025
09/07/2025

"উত্তাল জুলাই অমলিন স্মৃতি
অভ্যুত্থান ও আমরা "
প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ স্বপ্নদ্রষ্টা আশরাফ মাহাদী যুগ্ম আহ্বায়ক
জাতীয় নাগরিক পার্টি (NCP)।
Private University National Association of Bangladesh - PUNAB

30/06/2025

লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও ২০টিরও অধিক গ্রামের মানুষের প্রয়োজন ছেত্রা সেতু নির্মাণের দাবীতে সরাইলের ছেত্রা নদীর তীরে অরুয়াইল-পাকশিমুল ইউনিয়নের গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ মাহদি।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ মাহদি বলেন, "আমরা ছেত্রা নদীর সেতু নির্মাণের দাবীতে...
30/06/2025

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ মাহদি বলেন,
"আমরা ছেত্রা নদীর সেতু নির্মাণের দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করবো। তারা যেন অতিদ্রুত সময়ের মধ্যে এই সেতু নির্মাণ প্রকল্প নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। এনসিপি জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য রাজনীতিতে এসেছে। আপনারা আজ যে দাবীতে মানববন্ধন করছেন এ দাবী জনমানুষের দাবী। নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বাত্মকভাবে অরুয়াইল পাকশিমুলের সকল গ্রামবাসীর পাশে আছি।

03/05/2025

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা

01/05/2025

মুফতি রেজাউল কারীম আবরার হাফিজাহুল্লাহর আমন্ত্রণে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জাতীয় সেমিনারে।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ জাতীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম

21/04/2025

আওয়ামীলীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে

এনসিপি ও খেলাফত মজলিসের বৈঠক থেকে ঐক্যমত্যে পৌঁছানো দাবিগুলোর মধ্যে উল্লেখ রয়েছে- চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্...
20/04/2025

এনসিপি ও খেলাফত মজলিসের বৈঠক থেকে ঐক্যমত্যে পৌঁছানো দাবিগুলোর মধ্যে উল্লেখ রয়েছে- চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পারিবারকে পুনর্বাসন করতে হবে।

গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকালীন সময়ের মত জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যাসহ বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে এবং আলেম-উলামাসহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

Address

Cairo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashraf Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share