07/08/2025
দুনিয়ার সকল প্রান্তে মুসলিম পরিচয় বহন ও চিহ্ন ধারণের সংগ্রামে টিকে থাকা লড়াকু নারীযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম
হিজাব শুধুমাত্র পোষাক নয়, এটা একটি পরিচয়
কিছুদিন আগে ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক নারীর জোর করে হিজাব খুলে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে থাকা পুরুষকেও লাঞ্ছিত করা হয়েছে।
ফ্রান্সের প্যারিসে হিজাব নিষিদ্ধ হওয়ার পরও মারিয়াম হিজাব পড়েছে। বারবার আক্রমণের শিকার হয়েও হাল ছাড়েনি। রাজনীতিবিদরা কটাক্ষ করে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিল। কিন্তু সে শত প্রতিকূলতা মাঝে তার মুসলিম পরিচয়ের চিহ্ন হিজাব ধরে রেখেছে।
মুসলিম প্রধান দেশ হয়ে বাংলাদেশেও বিভিন্ন সময় হিজাবের কারণে আমাদের মা-বোনদের অপদস্ত হওয়ার ঘটনা শোনা যায়। বহু সংগ্রাম করে হলেও নিজেদের পর্দা রক্ষা করেন।
হেইট ক্রাইমের এই স্বর্ণযুগে মুসলিম পরিচয় ধারণ করে চলতে চাওয়াটাই যেন অপরাধ। মুসলমানিত্বের চিহ্ন বহন করে চলাটাই যেন অপদস্থ করার বৈধতা। তাই হয়তো সেকুলারিজমের নামে অন্য সকল ধর্মপালনের স্বাধীনতা নিয়ে সরব হলেও মুসলিম নারীর অধিকার খর্ব হলে রহস্যজনক নিরবতা পালন করে সুশীল সমাজ।
নিজ ধর্ম পালনের মাঝে যখন নারী আত্মমর্যাদা খুজে পায়, হিজাব পরার সিদ্ধান্ত নেয় তখন তথাকথিত সুশীলদের কাছে তা হয়ে যায় পরাধীনতা। অথচ সংগ্রামী সেসকল নারীরা শুধুমাত্র পোষাক হিসেবে নয়, পরিচয় হিসেবে ধরে রাখে হিজাবকে। কেবল নিজেদের জন্য নয়, সব মুসলিম পরিচয় ধারণকারী নারীদের জন্য লড়াই জারি রাখে।
আজকের সমাজে নারীর সম্মান আর নিরাপত্তার কথা বলে যারা হিজাবকে প্রশ্নবিদ্ধ করে, তাদের বোঝা উচিত হিজাব চাপিয়ে দেওয়া নয়, হিজাব কেড়ে নেওয়াটাই নিপীড়ন। ধর্মবিশ্বাসের জায়গা থেকে কেউ যখন হিজাব করে, সেটা যেমন তার ইবাদত, তেমনি তার আত্মমর্যাদার প্রতিকও।
দুনিয়ার সকল প্রান্তে মুসলিম পরিচয় বহন ও চিহ্ন ধারণের সংগ্রামে টিকে থাকা লড়াকু নারীযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম।