Quranic Medicine Center H. Mohammad Mohiuddin Hossain

Quranic Medicine Center H.  Mohammad Mohiuddin Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quranic Medicine Center H. Mohammad Mohiuddin Hossain, Digital creator, new cairo.

الحمد لله على كل حال Quranic Medicine Center H.  Mohammad Mohiuddin Hossain .
30/07/2025

الحمد لله على كل حال
Quranic Medicine Center H. Mohammad Mohiuddin Hossain .

জগৎ বিখ্যাত আলেম মাজহাবের অন্যতম ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ শাফেঈ রহ: এর মাকবারা, কায়রো ইজিপ্ট।
26/07/2025

জগৎ বিখ্যাত আলেম মাজহাবের অন্যতম ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ শাফেঈ রহ: এর মাকবারা, কায়রো ইজিপ্ট।

14/07/2025

👉 কুরআনীক আধ্যাত্মিক পরীক্ষিত প্রমাণিত চিকিৎসা কতটা কার্যকর তা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন দেখুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন।যে কোনো সমস্যার পরীক্ষিত কুরআনীক চিকিৎসা নিতে আমাদের Quranic Medicine Center with Hafez Mohammad Mohiuddin Hossain এর ইনবক্সে যোগাযোগ করুন ইনশাআল্লাহ।

হুজুরের হোয়াটসঅ্যাপ ও ইমু নাম্বার:+201507825766.

👉 অত্যন্ত পরীক্ষিত مجرب مختبر কুরআনীক আধ্যাত্মিক আমল এবং তদবির تعويذ و تدوير এর মাধ্যমে ইসলামি শরিয়াহ্ মোতাবেক যে কোনো কঠিন সমস্যার সমাধান কুরআনীক চিকিৎসার মাধ্যমে পেতে আমাদের পেইজের ইনবক্সে যোগাযোগ করুন অথবা হুজুরের সাথে পার্সোনালি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে।+201507825766.

হুজুর: হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন হুসাইন . Egypt.

হোয়াটসঅ্যাপ ও ইমু নাম্বার: +201507825766.

قال الله تعالى. وَنُنـزلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَة لِلْمُؤْمِنِينَ. (سوره بني اسرائيل ٨٢)

👉বিঃদ্রঃ আমাদের প্রতিষ্ঠান বা পেইজ এই একটাই। আমাদের এখানে শুধু মাত্র মানুষের জন্য উপকারী বা একজন মানুষের উপকার হবে একটা সমস্যার সমাধান হলে এমন সমস্যাগুলো নিয়েই কাজ করা হয় আলহামদুলিল্লাহ। আমাদের এখান থেকে নিশ্চিন্তে কুরআনীক পরীক্ষিত চিকিৎসা নিতে পারেন ইনশাআল্লাহ।

Quranic Medicine Center H. Mohammad Mohiuddin Hossain

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।-আসসালামু আলাইকুম...
12/07/2025

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।

-আসসালামু আলাইকুম।
-ওয়া 'আলাইকুমুস সালাম।
-শায়খ! আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তা'আলা কি আমাকে ক্ষমা করবেন?
-কেনো ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু।
আল্লাহ তায়ালা বলেছেন, (আপনি বলে দিন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু(যুমারঃ ৫৩)।

- কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর। আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না।

- না বোন! আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তা'আলা বলেছেন,
(নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর (সব) পাপ তিনি যাক ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। (নিসাঃ১১৬)

-আমি সাত-সাতবার হজ করেছি। কিন্তু এ পর্যন্ত একবারও কা'বাঘর নিজ চোখে দেখতে পাইনি।

শায়খঃ ইয়াল্লাহ! ইয়া রাব!

মহিলাঃ আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফ কারীদেরকে দেখি, কিন্তু কা'বাঘর দেখতে পাই না। এমনকি একজন আমার হাত ধরে কা'বা শরী ছুঁইয়েও দেখিয়েছি। আমি হাত দিয়ে কা'বা ধরতে পেরেছি। কিন্তু কা'বা আমার সামনে দৃশ্যমান হয়নি।

শায়খঃ তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুনতো কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা হয়।

মহিলাঃ আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। বিয়ের পরও অনেকবার হয়েছে। আমি ঠিক বলতে পারছি না, কোন পাপের কারনে আমার এই অবস্থা হয়েছে।

শায়খঃ অসম্ভব! এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে। শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কী করেছেন?

মহিলাঃ সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনে সম্পর্ক ছিলো একদল ব্ল্যাকম্যাজিক (কালোজাদু) চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জাদুচর্চা করতো। তারা শবসাধনা করতো।

জাদুকরের শিখিয়ে দেয়া নিয়মানুযায়ী, হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম। শবগুলো মুখে 'বিশেষ কাজ" করে মুখগুলো সেলাই করে দিতাম। শবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো। এই ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছি।

শায়খঃ এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক।
নিশ্চয়ই শিরক বড় পাপ (লুকমানঃ১৩)

দুই সপ্তাহ পরে, ইক্বরা অনুষ্ঠানে একটা ফোন আসলো।

-আসসালামু আলাইকুম
- ওয়া 'আলাইকুমুস সালাম।
- হ্যালো শায়খ! দু' সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন, আমি তার সন্তান।

শায়খঃ জি, বাবা! চিনতে পেরেছি। বলো কি খবর।

ছেলেঃ শায়খ! আমার আম্মু ইন্তিকাল করেছেন। তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমরা কেউ ধারণাও করতে পারি নি এমনটা কখনো ঘটতে পারে।

শায়খঃ কী ঘটনা?

ছেলেঃ জানাযার পর আমরা কবরস্থানে গেলাম। লাশ কবরে নামাতে গিয়েই বিপত্তি বাঁধলো। আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে। লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায়। আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়। এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানোও অসম্ভবত হয়ে দাড়িয়েছিলো। এ ঘটনা দেখে, সাথে যারা ছিলো ভয়ে পারলিয়ে গেলো। তারা বললো, তোমার মা হয়তো এমন কোনও কাজ করেছে যে, কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলে। তার পোশাক ছিলো অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র। দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। তাকে দেখেই আমার মনে হলো, আমার আমনে এজন ফিরিশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরও বদ্ধমূল হলো। তিনি বললেন,

তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও। পেছনে ফিরে তাকাবে না। আমি কোনও কথা না বলে চলে আসলাম। কিছুদূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের কী হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টানছিলো না। পেছন ফিরে তাকালাম। দেখলাম, আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিগোলক ছুটে আসলো। চোখের নিমিষেই আম্মার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিলো। খাটিয়াসহ পুড়ে ছাই হয়ে গেলো।

আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে, এতদূর থেকেও আমার মুখটা ঝলসে গেল। শুধু দুচোখ অক্ষত রইলো।

আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেনো ঝলসে গেলো? আল্লাহ কি আমার প্রতি নারাজ?

শায়খঃ প্রিয় বৎস! সম্ভবত আল্লাহ তা'আল মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছো। আল্লাহকে ভয় করো। তাঁর কাছেই ক্ষমা চাও। আল্লাহ আ'আলা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো।

[যারা যাদুকর/কবিরাজ/কুফরী হুজুরদের কাছে যান তারা নিজেদের পরিনতি সম্পর্কে সচেতন হোন। তওবা করে ফিরে আসুন। মৃত্যু অতি সন্নিকটে।]

সংগৃহীত

01/07/2025

জরুরী এলান 🔴
পবিত্র মহররমের এই মাস সহ পরবর্তী এক মাস আমাদের Quranic Medicine Center H. Mohammad Mohiuddin Hossain এর কার্যক্রম বন্ধ থাকবে। বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।

নির্দেশনায়: হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন হুসাইন হুজুর, Egypt.
এডমিন পোস্ট।

27/06/2025

فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ
(সহিহ বুখারী: 935, সহিহ মুসলিম: 852)

অনুবাদ:

“জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলমান বান্দা যদি সে সময়ে দুআ করে, তবে আল্লাহ তা কবুল করেন।”

ফজিলত ও উপকারিতা:

প্রয়োজন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

বিপদ-আপদ থেকে মুক্তি।

দুনিয়া-আখেরাতের কল্যাণের দুআ করুন।

07/06/2025

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক ❤️
عيد مبارك سعيد
تقبل الله منا ومنكم صالح الاعمال.

23/05/2025

👉 কুরআনীক আধ্যাত্মিক পরীক্ষিত প্রমাণিত চিকিৎসা কতটা কার্যকর তা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন দেখুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন।যে কোনো সমস্যার পরীক্ষিত কুরআনীক চিকিৎসা নিতে আমাদের Quranic Medicine Center with Hafez Mohammad Mohiuddin Hossain এর ইনবক্সে যোগাযোগ করুন ইনশাআল্লাহ।

হুজুরের হোয়াটসঅ্যাপ ও ইমু নাম্বার:+201507825766.

👉 অত্যন্ত পরীক্ষিত مجرب مختبر কুরআনীক আধ্যাত্মিক আমল এবং তদবির تعويذ و تدوير এর মাধ্যমে ইসলামি শরিয়াহ্ মোতাবেক যে কোনো কঠিন সমস্যার সমাধান কুরআনীক চিকিৎসার মাধ্যমে পেতে আমাদের পেইজের ইনবক্সে যোগাযোগ করুন অথবা হুজুরের সাথে পার্সোনালি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে।+201507825766.

হুজুর: হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন হুসাইন . Egypt.

হোয়াটসঅ্যাপ ও ইমু নাম্বার: +201507825766.

قال الله تعالى. وَنُنـزلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَة لِلْمُؤْمِنِينَ. (سوره بني اسرائيل ٨٢)

👉বিঃদ্রঃ আমাদের প্রতিষ্ঠান বা পেইজ এই একটাই। আমাদের এখানে শুধু মাত্র মানুষের জন্য উপকারী বা একজন মানুষের উপকার হবে একটা সমস্যার সমাধান হলে এমন সমস্যাগুলো নিয়েই কাজ করা হয় আলহামদুলিল্লাহ। আমাদের এখান থেকে নিশ্চিন্তে কুরআনীক পরীক্ষিত চিকিৎসা নিতে পারেন ইনশাআল্লাহ।

Quranic Medicine Center with Hafez Mohammad Mohiuddin Hossain

🚫ব্লাক ম্যাজিক বা কালো জাদু কতটা ভয়ংকর⚠️গতবছরের ঘটনা। এক ভাই তাব্লীগের চিল্লায় গিয়েছিলেন। স্টীলের আলমারির ড্রয়ারে তালাব...
19/05/2025

🚫ব্লাক ম্যাজিক বা কালো জাদু কতটা ভয়ংকর⚠️
গতবছরের ঘটনা। এক ভাই তাব্লীগের চিল্লায় গিয়েছিলেন। স্টীলের আলমারির ড্রয়ারে তালাবদ্ধ ছিল কয়েক লাখ টাকা।

ফিরে এসে দেখেন সব কিছুই তালা মারা। তালা খুলে ড্রয়ারে দেখেন টাকা নেই। কাচা আস্ত মুরগি পেরেক মারা।

উত্তরায় এক বোনের ঘটনা স্বচক্ষে দেখেছি। তার শুধুই টাকা হারাতো। ভ্যানিটি ব্যাগ বুকে করে রাখতেন এরপর থেকে আতংকে। উঠে দেখতেন সব আছে, ব্যাগের ভিতরে টাকা নেই। এভাবে করে করে উনার আলমারি, সিন্দুক থেকে এক কোটি টাকার কাছাকাছি স্বর্ণ ও অর্থ হারিয়ে যায়।
উনার ব্যাংকে এক লক্ষ টাকা ছিলো। একবার সেই টাকা উঠাতে গিয়ে ব্যাংক স্টেইটমেন্ট দেয়, এর আগেই এক লাখ টাকা বিশ হাজার করে করে উঠিয়ে নেয়া হয়েছে। অথচ এই টাকা উনি উঠান নি। সেই মহিলাকে আমি পাগলের মত কাঁদতে দেখেছি।

তাদের কেউ যাদু করলো কিনা, তাদের কি সমস্যা? এইসব সংশয় থেকে অনেক উত্তর চলে আসে। তবে আমি একটা বিশাল কারণ মনে করি আমাদের সমাজের জাদুকর যারা বাহ্যিকভাবে বিভিন্ন হুজুর কিংবা আলিম, যারা জিন দিয়ে কাজ করে; অনেককেই তারা ফ্রি, বিনামূল্যে তদবির দেয় তাবিজ, পানিপড়া ইত্যাদি দেয়। এতে রোগী, রোগী আশপাশের লোকজন সন্তুষ্ট হয়ে তার কাছে বারবার যায়।

❌ অথচ এই ফ্রিতে তাঁরা আলেম বা হুজুর সেজে কবিরাজি চিকিৎসা করার মূল উদ্দেশ্য হচ্ছে ব্লাক ম্যাজিকের দ্বারা ক্ষতিগ্রস্ত করে মানুষের ঈমান নষ্ট করে বেঈমান বানিয়ে দেওয়া।আর মানুষের অর্থ সম্পদ ব্লাক ম্যাজিক,কালো জাদুর মাধ্যমে শেষ করে দেওয়া।

তাই সবাই সাবধান হন। কুরআনীক চিকিৎসা বুঝে শুনে নিন‌।

#কালোজাদু

#ব্লাকম্যাজিক

#তাবিজ

09/05/2025
01/05/2025

খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ হবে ইনশাআল্লাহ।
আপনারা দেখার চেষ্টা করবেন। شكرا لكم

10/04/2025

পরীক্ষিত مجرب مختبر কুরআনীক আমল এবং তদবির تعويذ و تدوير এর মাধ্যমে ইসলামি শরিয়াহ্ মোতাবেক যে কোনো কঠিন সমস্যার সমাধান কুরআনীক চিকিৎসার মাধ্যমে পেতে আমাদের পেইজের ইনবক্সে যোগাযোগ করুন অথবা হুজুরের সাথে পার্সোনালি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে।+201507825766.

হুজুর: হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন হুসাইন . Egypt.

হোয়াটসঅ্যাপ ও ইমু নাম্বার: +201507825766.

قال الله تعالى. وَنُنـزلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَة لِلْمُؤْمِنِينَ. (سوره بني اسرائيل ٨٢)

👉বিঃদ্রঃ আমাদের প্রতিষ্ঠান বা পেইজ এই একটাই। আমাদের এখানে শুধু মাত্র মানুষের জন্য উপকারী বা একজন মানুষের উপকার হবে একটা সমস্যার সমাধান হলে এমন সমস্যাগুলো নিয়েই কাজ করা হয় আলহামদুলিল্লাহ। আমাদের এখান থেকে নিশ্চিন্তে কুরআনীক পরীক্ষিত চিকিৎসা নিতে পারেন ইনশাআল্লাহ।

Address

New Cairo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Medicine Center H. Mohammad Mohiuddin Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share