Ayaat Binte Israfil

Ayaat Binte Israfil Información de contacto, mapa y direcciones, formulario de contacto, horario de apertura, servicios, puntuaciones, fotos, videos y anuncios de Ayaat Binte Israfil, Creador digital, Carrer de la cera 5, 1-4, Barcelona.
(1)

আমার বাবা মা দুজনই ভ্রমণ প্রিয় মানুষ। তাই আমিও ভ্রমণ করতে পছন্দ করি। আমার বাবা একজন RUNNER তাই আমিও রানিং করতে পছন্দ করি। যেহেতু আমি ছোট তাই আমার বাবা ই ছবি ভিডিও ধারণ করেন।

  Vacation শেষ। ৯ই সেপ্টেম্বর ২০২৫ স্কুল এর ক্লাস আরম্ভ হয়ে যাবে। সামনের দিনগুলোতে সপ্তাহে ২ দিন ছুটি থাকবে।কিন্তু বাবা ...
01/09/2025

Vacation শেষ। ৯ই সেপ্টেম্বর ২০২৫ স্কুল এর ক্লাস আরম্ভ হয়ে যাবে। সামনের দিনগুলোতে সপ্তাহে ২ দিন ছুটি থাকবে।

কিন্তু বাবা মায়ের কাজ থাকবে। ছুটির দিনে ঘুরতে যাওয়া কম হবে। তাই ত গ্রীষ্মের ছুটির লাস্ট দিনে আমরা নদীর পাড়ে গিয়ে ক্যাম্পিং করেছি। নদীতে মাছ ধরার ট্রাই করেছি।

রাতে থাকার জন্য ট্যান্ট ফিটিং করেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে বাসায় ফেরত আসতে হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন আমাদের ভাল এর জন্যই করে থাকেন।

আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তার আগে পার্কে দোলনায় দোল খেয়ে নিলামডিভাইস: iphone 16 proPlace:  de josep m folchi torres
10/08/2025

আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তার আগে পার্কে দোলনায় দোল খেয়ে নিলাম

ডিভাইস: iphone 16 pro
Place: de josep m folchi torres

24/09/2024

হাতের শক্তি এবং পায়ের শক্তি যাচাই। সব বাচ্চাদের জন্য এগুলো পান্তাভাতের মত। পোলাপান সবই পারে। শুধু মা বাবার সাপোর্ট থাকলেই হলো।






  সিজনের ছুটি শেষের দিকে। তাই সকলে মিলে Parc nou - El Prat de Llobregat ঘুরতে গিয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভাল সময় কেটেছে।...
25/08/2024

সিজনের ছুটি শেষের দিকে। তাই সকলে মিলে Parc nou - El Prat de Llobregat ঘুরতে গিয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভাল সময় কেটেছে।







06/02/2024

Balearic Sea beach

আজকের তাপমাত্রা ৬ ডিগ্রি কিন্তু ফিল হচ্ছে মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস
12/01/2024

আজকের তাপমাত্রা ৬ ডিগ্রি কিন্তু ফিল হচ্ছে মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস

30/12/2023
imo সোস্যাল এপ দিয়ে প্রতারণা দিন দিন বেড়েই চলেছে। আর যারা প্রতারণা করে তাদের বেশির ভাগই তথাকথিত শিক্ষিত মানুষ। গতকাল আমা...
24/12/2023

imo সোস্যাল এপ

দিয়ে প্রতারণা দিন দিন বেড়েই চলেছে। আর যারা প্রতারণা করে তাদের বেশির ভাগই তথাকথিত শিক্ষিত মানুষ।

গতকাল আমার ইমু নম্বর এ একটা মেসেজ আসে। সেখানে আমার মোবাইল নম্বর দেওয়া। আর ২য় মেসেজে শুধুমাত্র কয়েকটা ডিজিট। আমি কল ব্যাক করায় আমাকে উনি যে পরিচয় দিয়েছেন তাতে আমি অবাক।

ভদ্রলোক স্পেনে বাংলাদেশ এম্বাসিতে চাকরি করেন। ডাক্তার মানুষ। আমি করোনার ৩য় ডোজ নিয়েছি কি না? নিয়ে থাকলে তারিখ জানানোর জন্য। এরপর স্থানীয় হাসপাতালে আমার ক্রনিক টিকা নেওয়ার সিরিয়াল এসেছে এইসব। অথচ আমিই জানি না আমার হাসপাতালের সিরিয়াল আছে।

উনি আমাকে বললেন দেখেন ত আপনার মোবাইলে কোনো মেসেজ গেছে কি না। আমি বললাম না। তখন উনি সাথে সাথেই ইমু টিম এর পেইজ থেকে আমাকে মেসেজ পাঠিয়েছেন। তারপর বললেন গিয়েছে আপনি চেক করেন। আমি চেক করে দেখি উনি স্টার দেওয়া ৪ ডিজিটের নম্বর পাঠিয়েছেন। ইমু থেকে আমাকে সতর্ক করে মেসেজ দিয়েছে যে, আপনার আইডিতে কেউ লগ ইন করার ট্রাই করছে।

তখনই আমি উনাকে জিজ্ঞেস করেছি আপনার এম্বাসি আইডি দেন আমি চেক করব এবং তারপর আপনাকে আমার মোবাইলে আসা গোপন কোড বলব। তখন উনি আবোল তাবোল বলা শুরু করেছেন। পরে শেষ পর্যন্ত আমাকে ব্লক করে দিয়েছেন।

[বি:দ্র: এরকম কল কিংবা মেসেজ আপনাদের আসতে পারে। যতগুলো এপস আছে 2 step verification অপশন চালু করে ফেলবেন শিগগিরই। না হলে আপনার ছবি দিয়ে ভিডিও বানিয়ে আপনার পরিবার এর কাছে বিরাট অংকের টাকা দাবি করবে।]

Embassy of Spain in Bangladesh
Bangladesh Embassy, Madrid


Dirección

Carrer De La Cera 5, 1-4
Barcelona
08001

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Ayaat Binte Israfil publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contacto La Empresa

Enviar un mensaje a Ayaat Binte Israfil:

Destaque

Compartir

Categoría