Ayaat Binte Israfil

Ayaat Binte Israfil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayaat Binte Israfil, Digital creator, Turag.
(1)

আমার বাবা মা দুজনই ভ্রমণ প্রিয় মানুষ। তাই আমিও ভ্রমণ করতে পছন্দ করি। আমার বাবা একজন RUNNER তাই আমিও রানিং করতে পছন্দ করি। যেহেতু আমি ছোট তাই আমার বাবা ই ছবি ভিডিও ধারণ করেন।

24/06/2025

পিকনিক এ গিয়ে আমরা খুজে পেয়েছি ব্যায়াম করার এই জিনিসগুলো। মানুষ পিকনিক গিয়ে অলস সময় কাটায়। খাবারের দোষ গুণ খুজে। আর আমরা খুজে বেড়াই প্রকৃতি এর সান্নিধ্য কিংবা সুস্থ্য থাকার জন্য ব্যায়ামের যন্ত্রপাতি।

  চালাতে কিংবা চড়তে গেলে   তাই আমরা আগে   মাথায় লাগাই তারপর   কিংবা   করি।
17/06/2025

চালাতে কিংবা চড়তে গেলে তাই আমরা আগে মাথায় লাগাই তারপর কিংবা করি।



05/11/2024

এ সকল বাচ্চারা ছোট বেলা থেকেই এই ধরনের বা চালানো শুরু করে। স্বাস্থ্য সুরক্ষার অন্যতম হাতিয়ার।

24/09/2024

হাতের শক্তি এবং পায়ের শক্তি যাচাই। সব বাচ্চাদের জন্য এগুলো পান্তাভাতের মত। পোলাপান সবই পারে। শুধু মা বাবার সাপোর্ট থাকলেই হলো।






  সিজনের ছুটি শেষের দিকে। তাই সকলে মিলে Parc nou - El Prat de Llobregat ঘুরতে গিয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভাল সময় কেটেছে।...
25/08/2024

সিজনের ছুটি শেষের দিকে। তাই সকলে মিলে Parc nou - El Prat de Llobregat ঘুরতে গিয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভাল সময় কেটেছে।







06/02/2024

Balearic Sea beach

আজকের তাপমাত্রা ৬ ডিগ্রি কিন্তু ফিল হচ্ছে মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস
12/01/2024

আজকের তাপমাত্রা ৬ ডিগ্রি কিন্তু ফিল হচ্ছে মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস

30/12/2023
imo সোস্যাল এপ দিয়ে প্রতারণা দিন দিন বেড়েই চলেছে। আর যারা প্রতারণা করে তাদের বেশির ভাগই তথাকথিত শিক্ষিত মানুষ। গতকাল আমা...
24/12/2023

imo সোস্যাল এপ

দিয়ে প্রতারণা দিন দিন বেড়েই চলেছে। আর যারা প্রতারণা করে তাদের বেশির ভাগই তথাকথিত শিক্ষিত মানুষ।

গতকাল আমার ইমু নম্বর এ একটা মেসেজ আসে। সেখানে আমার মোবাইল নম্বর দেওয়া। আর ২য় মেসেজে শুধুমাত্র কয়েকটা ডিজিট। আমি কল ব্যাক করায় আমাকে উনি যে পরিচয় দিয়েছেন তাতে আমি অবাক।

ভদ্রলোক স্পেনে বাংলাদেশ এম্বাসিতে চাকরি করেন। ডাক্তার মানুষ। আমি করোনার ৩য় ডোজ নিয়েছি কি না? নিয়ে থাকলে তারিখ জানানোর জন্য। এরপর স্থানীয় হাসপাতালে আমার ক্রনিক টিকা নেওয়ার সিরিয়াল এসেছে এইসব। অথচ আমিই জানি না আমার হাসপাতালের সিরিয়াল আছে।

উনি আমাকে বললেন দেখেন ত আপনার মোবাইলে কোনো মেসেজ গেছে কি না। আমি বললাম না। তখন উনি সাথে সাথেই ইমু টিম এর পেইজ থেকে আমাকে মেসেজ পাঠিয়েছেন। তারপর বললেন গিয়েছে আপনি চেক করেন। আমি চেক করে দেখি উনি স্টার দেওয়া ৪ ডিজিটের নম্বর পাঠিয়েছেন। ইমু থেকে আমাকে সতর্ক করে মেসেজ দিয়েছে যে, আপনার আইডিতে কেউ লগ ইন করার ট্রাই করছে।

তখনই আমি উনাকে জিজ্ঞেস করেছি আপনার এম্বাসি আইডি দেন আমি চেক করব এবং তারপর আপনাকে আমার মোবাইলে আসা গোপন কোড বলব। তখন উনি আবোল তাবোল বলা শুরু করেছেন। পরে শেষ পর্যন্ত আমাকে ব্লক করে দিয়েছেন।

[বি:দ্র: এরকম কল কিংবা মেসেজ আপনাদের আসতে পারে। যতগুলো এপস আছে 2 step verification অপশন চালু করে ফেলবেন শিগগিরই। না হলে আপনার ছবি দিয়ে ভিডিও বানিয়ে আপনার পরিবার এর কাছে বিরাট অংকের টাকা দাবি করবে।]

Embassy of Spain in Bangladesh
Bangladesh Embassy, Madrid


Address

Turag

Alerts

Be the first to know and let us send you an email when Ayaat Binte Israfil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayaat Binte Israfil:

Share