17/05/2025
*রাজনীতি* ?— একদিকে নেতৃত্ব ও উন্নয়নের পথ, অন্যদিকে ক্ষমতা, কৌশল ও প্রভাবের খেলা।
রাজনীতির সংক্ষিপ্ত ভাবনা:
- *রাজনীতি হলো নীতির রাজা হবার কথা*, কিন্তু অনেক সময় নীতিহীনতার উৎস হয়ে ওঠে।
- সৎ রাজনীতি সমাজ গঠনের হাতিয়ার,
আর অসৎ রাজনীতি সমাজ ভাঙার অস্ত্র।
- যারা জনগণের কথা বলে ক্ষমতায় আসে,
প্রায়ই ক্ষমতার মসনদে বসেই জনগণকে ভুলে যায়।