Abu Naser

Abu Naser Alhamdulillah for everything

22/07/2025
যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

ফেসবুক পোস্টে রিশাদ হোসাইন বলেনঃ বাংলাদেশের প্রতিটি স্কুল ও কলেজের আইডি কার্ডে ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ ও বাবা-মায়ের ...
22/07/2025

ফেসবুক পোস্টে রিশাদ হোসাইন বলেনঃ বাংলাদেশের প্রতিটি স্কুল ও কলেজের আইডি কার্ডে ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ ও বাবা-মায়ের মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করা হোক।
✅ কেন এই নিয়ম জরুরি?
🔹 জরুরি মুহূর্তে দ্রুত ব্যবস্থা:
কোনো দুর্ঘটনা, অসুস্থতা বা মেডিকেল ইমার্জেন্সিতে রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়।
🔹 অভিভাবকের সঙ্গে দ্রুত যোগাযোগ:
বাচ্চারা অসুস্থ হলে বা কোনো সমস্যায় পড়লে স্কুল-কলেজ কর্তৃপক্ষ সহজেই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
🔹 শিক্ষার্থীদের নিরাপত্তা আরও নিশ্চিত:
এই তথ্যগুলো শিক্ষার্থীকে নিরাপদ রাখার পাশাপাশি স্কুল-কলেজের প্রশাসনকেও দায়িত্বশীল করে তোলে।

ছুটির ঘন্টা বাজতে ১০ মিনিট বাকি ছিল🙂শহরের ফুলগুলো ঝলসে গেল💔🥀
21/07/2025

ছুটির ঘন্টা বাজতে ১০ মিনিট বাকি ছিল🙂

শহরের ফুলগুলো ঝলসে গেল💔🥀

চাঁদা ঠিক মতন নিতে পারলেই পুরস্কার😡😡চাঁদা নিতে গিয়ে মানুষ মারলেই দল থেকে বহিষ্কার🖕🖕🖕 বাহ্ বাহ্
12/07/2025

চাঁদা ঠিক মতন নিতে পারলেই পুরস্কার😡😡
চাঁদা নিতে গিয়ে মানুষ মারলেই দল থেকে বহিষ্কার🖕🖕🖕 বাহ্ বাহ্

23/06/2025

যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়!

Dirección

Cumillas

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Abu Naser publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Compartir

Categoría