G Bangla TV

G Bangla TV The world's news network

06/06/2025

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন - মো: মামুন হাওলাদার , সহ-সভাপতি চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন।

06/06/2025

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন - মোঃ দুলাল সাফা।

স্পেনের মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।জিয়াউল হক জুমন:স্পেনের মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল...
03/05/2025

স্পেনের মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
জিয়াউল হক জুমন:
স্পেনের মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী ও নৈশ্য ভোজ গত বুধবার বাঙালি অধ্যুষিত এলাকা লাবাপিএস এর রাজপুত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি এমদাদ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খান এর সঞ্চালনায় , এতে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আক্তার হুসেন ও কবির হুসেন , সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ব্যাপারী , সহসভাপতি হেদায়েত হুসেন আকাশ ও মিজানুর রহমান হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম খান এবং উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল কাদের ডালি, ইউনুস আলী, নজরুল ইসলাম রানা ও নিজাম উদ্দিন‘সহ সংগঠনের নেতারা।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন , স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি এনায়েতুর করীম তারেক , সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, , সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ দুলাল সাফা, সাবেক সাধারণ সম্পাদক- কামরুজ্জামান সুন্দর, জাকির হোসেন, আব্দুল কাইয়ুম মাসুক, এস এম মাসুদ, রাসেল দেওয়ান‘সহ মাদ্রিদ কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

01/05/2025

মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন- মোঃ দুলাল সাফা, সাবেক সি: সহ সভাপতি ও সাবেক নির্বাচন কমিশন সদস্য সচিব বাংলাদেশ এসোসিয়েশন মাদ্রিদ স্পেন।

বৃহত্তর কুমিল্লা সমিতি মাদ্রিদের উদ্যোগে ইমাম নগর জামেয়া ইসলামিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বৃহত্তর কুমিল্লা সমিতি মাদ্রি...
16/04/2025

বৃহত্তর কুমিল্লা সমিতি মাদ্রিদের উদ্যোগে ইমাম নগর জামেয়া ইসলামিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বৃহত্তর কুমিল্লা সমিতি মাদ্রিদের উপদেষ্টা আব্দুস সাত্তার-কে সংবর্ধনা প্রদান করা হয়।16/04/2025

স্পেনে মাদ্রিদ প্রিমিয়ার লিগ ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ সোমবার (১৪ এপ্রিল ২৫) খেতাফের একটি মাঠে সম্পন্ন হয়েছে। উদ্বোধনী ম্...
14/04/2025

স্পেনে মাদ্রিদ প্রিমিয়ার লিগ ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ সোমবার (১৪ এপ্রিল ২৫) খেতাফের একটি মাঠে সম্পন্ন হয়েছে। উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাদ্রিদের বিশিস্ট ব্যবসায়ী ইউসুফ আলী, খেলাটি উদ্ভোধন করেন জুবায়ের আহামেদ পলাশ।

07/04/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন- স্পেন বিএনপির সাধারণ সম্পাদক- রমিজ উদ্দিন।

07/04/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন।

07/04/2025

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবস ২০২৫, উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন- রমিজ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন বিএনপি।

07/04/2025

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবস ২০২৫, উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন- জামাল উদ্দিন মনির, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন বিএনপি।

07/04/2025

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবস ২০২৫, উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন- সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ এর প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল।

স্পেনে যথাযোগ্য মর্যাদায় মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে  ২৬ মার্চ  মহান স্বাধীনতা দিবসের ৫৪ তম বার্ষিকী ও বাংলাদ...
07/04/2025

স্পেনে যথাযোগ্য মর্যাদায় মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ৫৪ তম বার্ষিকী ও বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন

Dirección

Valdetorres De Jarama

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando G Bangla TV publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contacto La Empresa

Enviar un mensaje a G Bangla TV:

Compartir