Spain Network Live

Spain Network Live Stay tuned for the most beautiful Spain event

03/11/2025

Learn Spanish language ❤️

28/10/2025

Learn Spanish language ❤️

10/10/2025

Learn Spanish language ❤️

24/09/2025

Learn Spanish with Music 🎶 ❤️

24/09/2025

Learn Spanish with Music ❤️

কিছুক্ষণ আগে নেপাল পার্লামেন্টের দ-খ-ল নিলো ছাত্র-জনতা..বাংলাদেশের বা-রু-দ ছড়িয়ে পরেছে বিশ্বজুড়ে 🙂
08/09/2025

কিছুক্ষণ আগে নেপাল পার্লামেন্টের দ-খ-ল নিলো ছাত্র-জনতা..বাংলাদেশের বা-রু-দ ছড়িয়ে পরেছে বিশ্বজুড়ে 🙂

04/09/2025

আমরা সচেতন না হলে বর্তমান এ যুগে আমাদেরই সমস্যা হচ্ছে এবং হবেই।

একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যারা ফলের ( Frutería ) দোকানে এবং কাবাবে কাজ করে সারাদিন কয় ঘন্টা কাজের পেছনে অবচয় হচ্ছে।

ধরেন আপনি ফলের ( Frutería) দোকানে কাজ করেন, আপনার ডিউটি সকাল আটটা ( ৮ ) থেকে রাত দশটা ( ১০ ) এটা কিন্তু একটা সভ্য ইউরোপীয় ইউনিয়ন দেশের জন্য অনেক সময়।

তারপর আরেকটা ক্যালকুলেশন করেন আটটা বাজে ডিউটি শুরু করতে হলে আপনার দোকান যদি দূরে হয় তাহলে বাসা থেকে এক থেকে দেড় ঘন্টা আগে বের হতে হয়। আবার যখন বাসায় কাজ শেষে ফিরেন তখনও অতিরিক্ত এক থেকে দেড় ঘন্টা সময় নষ্ট হয়।

সর্বোপরি তাহলে কয় ঘন্টা দিনের অবচয় হল আপনার কাজের পেছনে। ১৪ ঘণ্টা গেল কাজের পেছনে এবং আসা যাওয়ায় ধরলাম দুই ঘন্টা। এটা কি পসিবল এই সভ্য সমাজে?

এটা সমাধানের পথ আমার আপনার মালিক সর্ব মহলের শুরাহা করতে হবে। তা নাহলে একদিন আপনি আমি সকলেই বড় ধরনের সমস্যায় পড়বো।

এখন আমার কথা হল কাজ অনুযায়ী আমরা কি ঠিকমত কাজের পারিশ্রমিক পাচ্ছি? আপনি কি আপনার ন্যায্য অধিকার টুকু কাজের স্থান থেকে পাচ্ছেন?

অতএব আস্তে আস্তে আওয়াজ তুলুন একদিন সফল হবেই।

28/08/2025

বিশ্বের বিভিন্ন দেশে বাঙালি বসবাস করে যে রাজনীতি নিয়ে হানাহানি করে তার মত বো*কা*চো*দা এ পৃথিবীতে নেই।

26/08/2025

পরীক্ষা নেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলার।

আমরা শুধু ধৈর্য এবং হাল ধরে রয়েছি সফলতা একদিন ইনশাআল্লাহ আমার আপনার আমাদের সকলের হবেই।

কখনোই কোনো কাজে ধৈর্য হারা হতে নেই, ধৈর্য এক বড় সফলতা। এ সফলতা সকলকে অর্জন করতে হবে একমাত্র শুধু ধৈর্য ধারণ করে।

যে, যে কর্মেই বা যে অবস্থানেই রয়েছেন শুধু ধৈর্য ধরে কর্ম করে যান ইনশাল্লাহ সফলতা আসবে।

25/08/2025

এটা কোন কাজ, বিদেশের মাটিতে নিজেরাই দেশের সম্মান নষ্ট করছেন।

স্পেনের রাজধানী মাদ্রিদে সবচেয়ে বেশি বাঙালি যেখানে বসবাস করে লাভাপিয়েছ ( Lavapias ) এমন ঘটনা আমরা কোন বাঙালি গ্রহণ করবো না।

বিদেশে সকলে এসেছে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য এমন হানাহানি মারামারি করে দেশের সম্মান নষ্ট করার জন্য নয়।

এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে বাংলাদেশের চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে কে কি করলো তার দোষ এবং সমালোচনা করা এখন এখানে নিত্যদিনের কর্ম হয়ে গেছে।

মানুষকে সম্মান করুন যারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন আগে তারা যারা নতুন এসেছে বা আসছে তাদের সহায়তা করুন তাহলে মানুষের ভালোবাসা পাবেন।

এভাবে চললে বা চলতে থাকলে এখানে নাম ধরে অনেক লোক আছে তাদেরকে কেউ কিন্তু ভবিষ্যতে সম্মান করবে না এটা আপনি আমি সকলেই জানি।

অতএব নিজের সম্মানার্থে সকলের সাথে সহায়তা পূর্ণ ব্যবহার করার চেষ্টা করুন।

Dirección

Calle De Hilarión Eslava, 28015 Madrid
Madrid
C.DEHILARIÓNESLAVA,33,28015MADRID

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Spain Network Live publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Compartir

Categoría