22/12/2025
স্পেনের রাজধানী মাদ্রিদের সুপরিচিত বাংলাদেশি অধ্যুষিত এলাকা প্লাজা লাভাপিয়েসে বাংলাদেশের ইনসাফের রূপকার, লাখো কোটি মানুষের হৃদয়ের ভালোবাসার মানুষ—মরহুম শরিফ ওসমান হাদী ভাই–এর স্মরণে গায়েবের জানাজা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন
বাংলাদেশ বায়তুল মোকাররম মসজিদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলামিন ভাই,
ইসলামী ফোরামের সভাপতি শাহা আলম ভাই,
উছারা মসজিদের সম্মানিত ইমাম তানভীর আহমেদ ভাই।
এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় সংগঠন ভালিয়েন্তে বাংলা এসোসিয়েশন–এর সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী ভাই, যাঁর সক্রিয় উপস্থিতি সভাকে আরও অর্থবহ করে তোলে।
আজ মাদ্রিদবাসী প্রবাসীদের চেতনা একটাই—
ইনসাফের রাজনীতি, ইনসাফের লড়াই।
ঢাকা না দিল্লি—ঢাকা, ঢাকা।
আপোস নয়—সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম।
গোলামি নয়—আজাদি, আজাদি।
আমাদের প্রিয় হাদী ভাইয়ের কণ্ঠে উচ্চারিত সেই প্রেরণাদায়ী শ্লোগান—
“বল বীর, চির উন্নত মম শির”
এই স্লোগানকে ধারণ করেই আগামীর পথচলা হবে বাংলাদেশ ও প্রবাসে ইনসাফের লড়াই।
আল্লাহ তাআলা আমাদের শহীদ শরিফ ওসমান হাদী ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন
এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ও হেফাজত দান করুন।
আমিন।