দেশ কন্ঠ

দেশ কন্ঠ দেশ বিদেশের খবরাখবর, মাটি ও মানুষের কথা বলে

05/07/2025

Orgullo 2025- Madrid

02/07/2025

মাদ্রিদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ স্পেন শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ ও আলোচনা সভা - দেশকন্ঠ টিভি নিউজ

26/06/2025

মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করছেন সংগীত শিল্পী বিপ্লব খান ও জহিরুল ইসলাম জহির

25/06/2025

মাদ্রিদে বৃহত্তর চট্রগ্রামবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে এসময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ বেঙ্গল, কাজী এনায়েতুল করিম তারেক, মোহাম্মদ দুলাল সাফা, জহুর চৌধুরী, মোহাম্মদ বাবুলসহ চট্রগ্রামের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
এছাড়াও উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৪ জুন লাভাপিয়েছ কেন্দ্রিক আনারকলি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রামের নারী পুরুষ শিশুদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি চট্রগ্রামবাসীদের এক মিলনমেলায় পরিনত হয়। প্রবাসে শত ব্যস্ততার মাঝে সবাই যখন নিজেদের, কিংবা নিজ পরিবার নিয়ে ব্যস্ত, সে সময় বছরে অন্ততপক্ষে এমন একটি মহতী আয়োজন সবাইকে একসাথে হওয়ার মেলবন্ধন গড়ে তুলতে অগ্রণী ভুমিকা রাখে।
রাতের অনুষ্ঠানে চট্টগ্রামের বিশেষ পছন্দের খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেঁকুর তুলে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।

25/06/2025

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে স্পেন আওয়ামী লীগ - দেশকন্ঠ টিভি নিউজ

25/06/2025

মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান - দেশকন্ঠ টিভি নিউজ

17/06/2025

মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বাইতুল মোকাররমে তাফসীরুল কোরান মাহফিল অনুষ্ঠিত। গত ১৬ জুন সোমবার বাদ আছর এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার। তাফসীরুল মাহফিলে কোরান সুন্নাহর আলোকে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কোরান ইমাম ও খতিব টরেন্টো জামে মসজিদ কানাডা মুফতি আসলাম উদ্দিন আল আজহারি।
তিনি তার দীর্ঘ বক্তব্যে নতুন প্রজন্মের শিশু-কিশোর দের দ্বীনি শিক্ষায় সম্পৃক্ত করায় অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আরও বলেন সন্তান বিপথগামী হলে এর দ্বায় সম্পুর্নভাবে অভিভাবকদের বহন করতে হবে এবং পরকালের এর জন্য জবাবদিহি করতে হবে। পশ্চিমা বিশ্বে যে সকল মুসলমানরা বসবাস করেন তাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় সম্পৃক্ত করায় নিজস্ব মসজিদ মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠা করার আহবান জানান এবং সেখানে মহিলাদের নামাজ পড়ার সুব্যবস্থাসহ বিভিন্ন সময়ে ইসলামিক আলোচনা শুনার সুযোগ করে দেয়ার সুপরামর্শ দেন। মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

14/06/2025

মাদ্রিদে "রেইনা সুফিয়া" যাদুঘর চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে Espania en Marcha.

14/06/2025

মাদ্রিদে রেইনা সুফিয়া'য় প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের বিভিন্ন ন্যায্য অধিকার আদায়ে ৩৫ টি মানবাধিকার ও সামাজিক সংগঠনের আয়োজনে"পিকনিক দে বাররিও"।

12/06/2025

নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব সৌহার্দ্য এবং আন্তরিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয়ে মাদ্রিদে গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহবায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহবায়ক মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক কোরবানির মাংস আপ্যায়নে গ্রেটার সিলেটবাসীকে নৈশভোজের আমন্ত্রণ জানান।
লাভাপিয়েছ কেন্দ্রিক দেশ রেস্তোরাঁয় গভীর রাতের এ আয়োজনে বিপুল সংখ্যক সিলেটবাসী এতে অংশ নেন। আবহাওয়া অনুকূলে থাকায় একদিকে আকাশে ভরা পূর্নিমার আলোঝলমল নির্মল চাঁদের স্নিগ্ধতা,অন্যদিকে সিলেটবাসীর আনন্দ উচ্ছ্বাস,দেখে মনে হয়েছে এ যেনো প্রবাসে একখণ্ড বাংলাদেশ।
এসময় গ্রেটার সিলেট এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে ছিলেন,আহবায়ক কমিটির সদস্য সচিব বকুল খান,বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর,গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল মোজাক্কির,এছাড়াও ছিলেন মাসুক আহমেদ, আব্দুল কাইয়ুম সেলিম,আব্দুল মোতালেব বাবুল,মোহাম্মদ এমদাদ,রমিজউদ্দিন সরকার,আবু সাইদ,দবির তালুকদার, আবুজাফর রাসেল,জাহাঙ্গীর আলম, সাইফুল আমিন,আসাদ আলী,সানুর মিয়া,মোহাম্মদ মনির,আব্দুল জব্বার,মোহাম্মদ ইউসুফ সহ আরও অনেকে।
গভীর রাতে সুস্বাদু কোরবানির মাংস খেয়ে সবাই একত্রিত হওয়ার আনন্দের ঢেঁকুর তুলে নিজেদের অনুভূতি ব্যাক্ত করে আয়োজক গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহবায়ক মাওলানা আসাদুজ্জামান রাজ্জাককে অশেষ ধন্যবাদ জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন এধরণের আয়োজন নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব এবং ভালোবাসার বন্ধন আরও সুন্দর ও সুদৃঢ় হয়। প্রবাসে শত ব্যাস্ততার মাঝে এধরণের অনুষ্ঠান নতুন উদ্যোম ও কর্ম চাঞ্চল্যতা বাড়ায়। আগামীতে এধরণের অনুষ্ঠান আরও বেশি বেশি আয়োজন করার আহবান জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Dirección

Madrid

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando দেশ কন্ঠ publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Compartir

Categoría