দেশ কন্ঠ

দেশ কন্ঠ দেশ বিদেশের খবরাখবর, মাটি ও মানুষের কথা বলে

08/10/2025

মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির আয়োজনে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত - দেশকন্ঠ টিভি নিউজ

07/10/2025

মাদ্রিদে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও নৈশভোজ - দেশকন্ঠ টিভি নিউজ

05/10/2025

প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের আগ্রাসন, বর্বরোচিত নির্যাতন নিপিড়ন ও গনহত্যার বিরুদ্ধে স্পেনের রাজধানী মাদ্রিদে লাখো মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

05/10/2025

ফিলিস্তিনের গাজা বর্তমানে যেনো একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। দীর্ঘদিন ধরে ইসরায়েলের আগ্রাসন,নির্বিচারে আকাশ থেকে বোমা আর ক্ষেপণাস্ত্রের আঘাতে অমানুষিক বর্বরতার গনহত্যা চালিয়ে গাজাকে একটা মৃত্যুপুরী ধ্বংসস্তূপে পরিনত করেছে,যা বিশ্বমানবতার চরম লঙ্ঘন। সেখানকার অসহায় মানুষের তীব্র ক্ষুধা আর আহতদের করুন আর্তনাদে বিশ্বের বিবেকবান মানুষের হৃদয়কে ভীষণ ভাবে নাড়া দিয়েছে। সম্প্রতি গাজায় দুর্গত মানুষের পাশে দাড়াতে "গ্লোবাল সুমুদ ফ্লোটিলা" পয়তাল্লিশটি দেশের চল্লিশটি নৌযানে খাদ্য, ঔষধ,খাবার পানিসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে প্রায় পাঁচ শতাধিক লোকের একটি বহর ভূমধ্যসাগর পারি দিয়ে যাওয়ার পথে ইসরাইলী নৌবাহিনী তাদের পথরোধ করে দেয় এবং তাদের আটক করে নিয়ে যায়। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং অমানবিক বিধায়, ইসরায়েলের এ হীন জঘন্য অমানুষিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ রাগে ক্ষোভে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে। গত ৪ অক্টোবর স্পেনের রাজধানী মাদ্রিদে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের এ বর্বরোচিত আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।
মাদ্রিদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এ আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তারা বাঙালি পাড়া বলে খ্যাত লাভাপিয়েছ থেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিলসহকারে গিয়ে মূল আন্দোলনকারিদের সাথে যোগ দিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।
মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আল মামুন , সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ফজলে এলাহী, সোহেল আহমেদ সামসু,দবির তালুকদার, জাহিদ হোসেন, মহিবুল্লাহসহ আরও অনেকে।
প্রতিবাদ সমাবেশে প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং জাতিসংঘ কর্তৃক প্যালেস্টাইনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার জোর দাবি জানানো হয়।

04/10/2025

প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলের প্রতিনিয়ত আগ্রাসন,বর্বরোচিত বোমা হামলায় নির্বিচারে নারী পুরুষ শিশু হত্যার প্রতিবাদ,এবং জাতিসংঘ কর্তৃক প্যালেস্টাইনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে স্পেনের রাজধানী মাদ্রিদে লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদ সমাবেশ।

02/10/2025
02/10/2025

পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (স:) উপলক্ষে মাদ্রিদে হযরত শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ মাহফিল - দেশকন্ঠ টিভি নিউজ।

25/09/2025

মাদ্রিদে মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও নৈশভোজ অনুষ্ঠিত - দেশকন্ঠ টিভি নিউজ

23/09/2025

মাদ্রিদে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত - দেশকন্ঠ টিভি নিউজ

14/09/2025

প্রতিবারের মতো এবারও মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বাইতুল মোকাররমে গ্রীষ্মকালীন ছুটিতে শিশুদের আল কোরান শিক্ষার পাশাপাশি ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ১৩ জন শিশু কিশোরদের মাঝে বাইসাইকেল ও ১১ জনের মাঝে আইপ্যাড এবং অন্যান্যদের মাঝে শান্তনা পুরস্কার বিতরণ করা হয় - দেশকন্ঠ টিভি নিউজ

03/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা - দেশকন্ঠ টিভি নিউজ।

Dirección

Madrid
28001

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando দেশ কন্ঠ publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Compartir

Categoría