12/06/2025
নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব সৌহার্দ্য এবং আন্তরিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয়ে মাদ্রিদে গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহবায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহবায়ক মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক কোরবানির মাংস আপ্যায়নে গ্রেটার সিলেটবাসীকে নৈশভোজের আমন্ত্রণ জানান।
লাভাপিয়েছ কেন্দ্রিক দেশ রেস্তোরাঁয় গভীর রাতের এ আয়োজনে বিপুল সংখ্যক সিলেটবাসী এতে অংশ নেন। আবহাওয়া অনুকূলে থাকায় একদিকে আকাশে ভরা পূর্নিমার আলোঝলমল নির্মল চাঁদের স্নিগ্ধতা,অন্যদিকে সিলেটবাসীর আনন্দ উচ্ছ্বাস,দেখে মনে হয়েছে এ যেনো প্রবাসে একখণ্ড বাংলাদেশ।
এসময় গ্রেটার সিলেট এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে ছিলেন,আহবায়ক কমিটির সদস্য সচিব বকুল খান,বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর,গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল মোজাক্কির,এছাড়াও ছিলেন মাসুক আহমেদ, আব্দুল কাইয়ুম সেলিম,আব্দুল মোতালেব বাবুল,মোহাম্মদ এমদাদ,রমিজউদ্দিন সরকার,আবু সাইদ,দবির তালুকদার, আবুজাফর রাসেল,জাহাঙ্গীর আলম, সাইফুল আমিন,আসাদ আলী,সানুর মিয়া,মোহাম্মদ মনির,আব্দুল জব্বার,মোহাম্মদ ইউসুফ সহ আরও অনেকে।
গভীর রাতে সুস্বাদু কোরবানির মাংস খেয়ে সবাই একত্রিত হওয়ার আনন্দের ঢেঁকুর তুলে নিজেদের অনুভূতি ব্যাক্ত করে আয়োজক গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহবায়ক মাওলানা আসাদুজ্জামান রাজ্জাককে অশেষ ধন্যবাদ জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন এধরণের আয়োজন নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব এবং ভালোবাসার বন্ধন আরও সুন্দর ও সুদৃঢ় হয়। প্রবাসে শত ব্যাস্ততার মাঝে এধরণের অনুষ্ঠান নতুন উদ্যোম ও কর্ম চাঞ্চল্যতা বাড়ায়। আগামীতে এধরণের অনুষ্ঠান আরও বেশি বেশি আয়োজন করার আহবান জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ।