26/07/2025
দেশে থাকা সময়ে কখনোই জমিতে চাষ করা হয়নি। তবে আম্মা নিজেদের জমি দেখতে যদি বলতেন একবার, আমি মানা করতাম তার কয়েকগুণ। তবে এখন দেশ ভূমি ও মাতৃকা থেকে কয়েক হাজার কিলো দূরে কারোর আবদারে নয়, নিজ উদ্যোগে এক আনন্দ উপভোগের মাধ্যম হয়েছে এই কৃষি কাজ। অন্য রকম ভাল লাগার পাশাপাশি কিছুটা ব্যস্ত থাকার প্রয়াস। হয়তো সামনের দিনে নিজে চাষ করা সবজি খাবো।।। ইনশা আল্লাহ