14/11/2025
আমরা অনেক সময় বলি আমরা বাঙালিরা নিয়ম মানি না। আসলে আমাদের বেড়ে ওঠা ওই ভাবে হয়েই উঠে নাই কখনও। এই ছবিটা লক্ষ করুন, অনেক কিছু শেখার আছে।
দেখেন ফিনল্যান্ডে একজন মা তার ছোট বাচ্চাকে সাইকেল নিয়ে রাস্তার নিয়ম শিখাচ্ছে। এই সিচুয়েশন কিন্তু মোটেও সহজ না কারণ এখন বাইরে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস চলে। আর এটা কোনও বিচ্ছিন্ন ঘটনাও না, এমন তা প্রায় ই দেখা যায় ফিন্যান্ডের রাস্তায়, কখনও বাবার সাথে কখিনও মা এর সাথে। এমনকি বাচ্চার সাইলকেল এ কোনও পেডেল ও নেই, সে পা ঠেলে ঠেলে রাস্তায় চলছে যা অনেক কষ্টকর। এটা বাংলাদেশে হলে নিয়ম তো দূরে থাক, বাচ্চাকে কোলে করে রাস্তা পার করে দিত।