Talk show with Ahad

Talk show with Ahad সত্য এবং সচ্ছতা অন্তরে গচ্ছিত না রেখে সমাজকে আলোকিত করুন।

31/05/2025

জুলাই অভ্যুত্থান ✊🍀

শুধু পোশাক নয়! নীতি, নৈতিকতা এবং আইনি কাঠামো পরিবর্তন দরকার!.
20/01/2025

শুধু পোশাক নয়! নীতি, নৈতিকতা এবং আইনি কাঠামো পরিবর্তন দরকার!.


06/01/2025
দুই পাশের দুই রুমে আগুন লাগছে। এটা কোনও দূর্ঘটনা নয়। এটা পরিকল্পিত! পোড়াতে চান? পুড়ে ফেলেন সব! ২০২৪ সালে এসে কিসের নথ...
26/12/2024

দুই পাশের দুই রুমে আগুন লাগছে। এটা কোনও দূর্ঘটনা নয়। এটা পরিকল্পিত! পোড়াতে চান? পুড়ে ফেলেন সব! ২০২৪ সালে এসে কিসের নথি? আধুনিক প্রযুক্তির যুগে সব থাকবে ক্লাউড কম্পিউটিং-এর সিকিউর সার্ভারে।

সবার মুখে আজ সংস্কারের কথা। কিন্তু প্রথম সংস্কার আসতে হবে প্রশাসনের ভিতর থেকে!

এই সচিবালয় আগে মুক্ত করুন সমস্ত পা চাটা গোলামদের থেকে। তারা কখনও জনগণের পক্ষে ছিলো না, তারা ২৪-এর আন্দোলনের পক্ষে ছিলো না। এমন প্রশাসনের আর প্রয়োজন নেই, যেখানে দায়িত্বের বদলে চাটুকারিতা চলে। তারা সবসময়ে রাজনৈতিক দলগুলোর প্রতি নির্ভরশীল।

এখন সময় নতুন করে ভাবার। সময় এসেছে প্রশাসন থেকে পচা অংশ বাদ দেওয়ার। জনগণ তার অধিকার আদায়ের জন্য প্রস্তুত। পরিবর্তন চাই—এবার প্রশাসনের ভিতর থেকে শুরু হোক!

25/12/2024

আফ্রিকান দেশ মোজাম্বিকে অভ্যন্তরীণ রাজনৈতিক দাঙ্গায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে।
সেখানে থাকা বাংলাদেশী প্রবাসীরা মহাসঙ্কটে প্রতিটি মুহূর্ত করছে।
অনেকেই অনুরোধ করেছে যেন সংশ্লিষ্টদের কাছে খবরটি পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি বিষয়টি জরুরি ভাবে দেখার জন্য।

আপনারা এই খবরটি দেখলে অবশ্যই শেয়ার করে তাদের পাশে দাঁড়ানোর আহবান করছি।
সূত্র: ফেস দ্যা পিপলস


এই ব্যক্তিগত বিমানটির মালিক সালমান এফ রহমান পুত্র শায়ান ফজলুর রহমান। ভদ্রলোক থাকেন ৪৩০ কোটি টাকা (২৬.৫ মিলিয়ন পাউন্ড) এ...
10/09/2024

এই ব্যক্তিগত বিমানটির মালিক সালমান এফ রহমান পুত্র শায়ান ফজলুর রহমান। ভদ্রলোক থাকেন ৪৩০ কোটি টাকা (২৬.৫ মিলিয়ন পাউন্ড) এর ফ্ল্যাটে, ওমানে ম্যারিজ এনিভার্সারি করতে খরচ করেন ১.৫ -২ মিলিয়ন ডলার, সিংগাপুরে দামি সব গাড়ির ফ্লিট মেইনটেইন করেন। আর প্রাইভেট জেটটা সেই ১৯৯৪ মডেলের বোম্বার্ডিয়ার ৬০১-৩ আর?

এইটা মানাইলো না! দুনিয়াব্যাপি সম্পদ (চুরি বাটপারি আর শেয়ার মার্কেটে মাইনষ্যের মাথায় বাড়ি দিয়া) আপনারা মেইনটেইন করবেন গালফ স্ট্রিম জি-৭০০, সেইটা না কইরা ২ মিলিয়ন ডলারের বোম্বার্ডিয়ার ৬০১-৩ আর, ধুৎ একদমই মানাইলো না!

যাইহোক T7-SFR রেজিস্ট্রেশনের এই ব্যক্তিগত বিমানটি বিমানটি তার বেশ পছন্দের। সে কারণেই তার ৪০০ কোটি টাকার বাড়িতে লাখ'খানেক টাকা খরচ করে একটি পেইন্টিং ও কমিশন করিয়েছেন, যেখানে তার প্রাইভেট জেটের রেজিস্ট্রেশন সহ ছোট একটা ছবিও আঁকা রয়েছে।

এই ছবিটি জেটফটোসে'র সৌজন্যে।
সূত্র: জুলকারনাইন সায়ের

02/09/2024

বিস্তারিত খুব শীগ্রই আসছে!

19/08/2024

দেশের সব ( ৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাঁদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Osoite

Helsinki
00100

Nettisivu

Hälytykset

Tiedä ensimmäisenä ja anna meille oikeus lähettää sinulle sähköpostitse uutisia ja promootioita Talk show with Ahad :ltä. Sähköpostiosoitettasi ei käytetä muihin tarkoituksiin, ja voit perua milloin tahansa.

Jaa