Life in Finland

Life in Finland শান্তি ও সুখের ঠিকানা, ফিনল্যান্ড ছাড়া কোথাও পেলাম না..

The swan is Finland's national bird. Swans in the autumn fog.
12/10/2024

The swan is Finland's national bird. Swans in the autumn fog.

17/09/2024
সেদিন শিক্ষকের মর্যাদার কথা আসেনি কেন *কথায় কথা বাড়ে তর্কে বহুদূর পাড়ি জমে" একজন বরেণ্য আলেম যিনি পঞ্চাশটি বছর বুখারী...
31/08/2024

সেদিন শিক্ষকের মর্যাদার কথা আসেনি কেন
*কথায় কথা বাড়ে তর্কে বহুদূর পাড়ি জমে"

একজন বরেণ্য আলেম যিনি পঞ্চাশটি বছর বুখারী শরীফ শরীফ পড়ালেন, ইসলামের আলো ছড়ালেন, তকমা উপহার দিলেন "তেঁতুল হুজুর"

আপনেগো হঠাৎ জেগে উঠা চেতনা কোথায় ছিলো?

এই অবুঝ প্রাণীটিরও যতটুকু মানবতা আছেবর্তমান পুলিশ ও আ. লীগের ঠিক ততটুকুও নাই।
02/08/2024

এই অবুঝ প্রাণীটিরও যতটুকু মানবতা আছে
বর্তমান পুলিশ ও আ. লীগের ঠিক ততটুকুও নাই।

ফিনল্যান্ডে শুধুই সুখ, দুঃখ নাই কি? আছেআপনি শুধু জানেন ফিনল্যান্ড সুখী দেশ,বেশি বেশি সুখ। সুখের গল্প সবারই জানা, আজ একটা...
06/05/2024

ফিনল্যান্ডে শুধুই সুখ, দুঃখ নাই কি? আছে

আপনি শুধু জানেন ফিনল্যান্ড সুখী দেশ,বেশি বেশি সুখ। সুখের গল্প সবারই জানা, আজ একটা দুঃখের গল্প করি।
ফিনল্যান্ডে মানুষের বয়স যত বাড়ে নিঃসঙ্গতা ততটাই বাড়তে থাকে। যেমন ১৮ বছরের পর থেকেই ছেলে মেয়েরা যার যার মতো করে জীবন এবং অন্যত্র বসবাস করা শুরু করে। ছেলে মেয়ের বয়স ২৫/৩০ পেরোলো সাধারণত মা বাবার সাথে থাকে না। ৩০ বছর বয়স অথচ মা-বাবার সঙ্গে থাকে, আমি কিরণ ফিনল্যান্ডে যতদিন আছি কখনো চোখে দেখিনি বা কাহারও কাছে শুনিওনি।

ছেলে মেয়ের বয়স যখন ১৮ বছর হয়ে যায় তখন লিগ্যালি তারা ডিসিশন নিতে পারে। অর্থাৎ আপনার সন্তানকে তার ডিসিশনের ওপর ছুরি ঘোড়াতে পারবেন না। উদাহরণস্বরূপ, আপনার সন্তান যদি মনে করে সে বিয়ে করবে আপনি তার বিয়ে বন্ধ করতে পারবেন না। আপনি বলতে পারবেন পর্যন্ত। তাই বলে ছেলে মেয়েরা বাবা-মার কথা শোনে না বিষয়টা এমন না। এই মেয়েরে বিয়ে করলে আমি বিষ খাব গলায় দড়ি দেবো -- বাংলাদেশের মতো এমন না।

বাবা মায়ের নিঃসঙ্গতা মূলত শুরু হয় ১৮ বছরের পর থেকেই। কিন্তু বয়স বা শক্তি সামর্থ্যের কারণে সে সময় অনুভব না হলেও বয়স যখন ৪০/৫০/৬০ বা একটা সময় যখন অসুস্থতা শরীরে জেকে বসে তখনই নিঃসঙ্গতার মাত্রা অনুভব হয় বেশি।

আমাদের দেশে বাবা মায়ের বয়স হয়ে গেলে যেমন নাতিপুত্র নামাজ কালাম এবং সমাজের অন্যান্য ব্যস্ততা বা পারিবারিক ব্যস্ততাই নিজেরা সময় কাটায় এখানে এরকম হওয়ার সুযোগ নেই। বুড়া বুড়ি আলাদা থাকতে হয়, একজন আরেকজনের প্রিয় বন্ধু, কেউ যদি মারা যায় তাহলে অন্যজনের অবস্থান বৃদ্ধাশ্রম ছাড়া আর দ্বিতীয় কোন অপশন নেই। ছেলেমেয়েরা দেখতে আসে, দেখা পর্যন্তই।

বাস্তব একটা উদাহরণ শেয়ার করি। আমি যে বিল্ডিং এ থাকি ওই একই বিল্ডিং এ এক ভদ্রমহিলা থাকে উনি ফিনিশ নাগরিক। আমার বাচ্চাটাকে যখন সে দেখে এতটাই ভালোবাসে, এতটাই স্নেহ করে এতটাই আদর দেয় যে প্রতিটা সময় সে তার নাতি পুত্রের গল্প করে এবং তার কথা থেকে বুঝতে পারি সে grand children দের খুব মিস করে। তার কথার মাঝে নিঃসঙ্গতা খুঁজে পাই, বলতে পারে না তার এ জীবন ভালো লাগেনা। বুঝতে পারি।

যুগের পর যুগ এমনটাই চলে আসছে। যাহোক ফিনল্যান্ডে যতই সুখ থাকুক না কেন সুখের অন্তরালে দুঃখও আছে অনেক।

আশা করি বোঝাতে পেরেছি।

Kiron Munem
Finland

কুত্তা ও রোযাদারের একটা গল্প বলিআপনাদের নিশ্চয়ই মনে আছে বা দেখেছেন। কুকুর কোথাও পায়খানা প্রস্রাব করলে পায়ের নখ দিয়ে ...
01/04/2024

কুত্তা ও রোযাদারের একটা গল্প বলি
আপনাদের নিশ্চয়ই মনে আছে বা দেখেছেন। কুকুর কোথাও পায়খানা প্রস্রাব করলে পায়ের নখ দিয়ে সেই জায়গাটা ঢেকে দেওয়ার চেষ্টা করে। কুকুরের বিশ্বাস যেন অন্যের অসুবিধা না হয়, মলমূত্র এলোমেলো না থেকে মোটকথা ঈমানদার কুকুরের এই চেষ্টা নিঃসন্দেহ ভালো।
কিন্তু বর্তমান যামানার কুকুরগুলো যেন ঈমানদার বিহীন হয়ে গেছে। কোথাও ম .........ত্র ত্যাগ করলে সেই জায়গা গুলো আর ঢেকে দেয় না, ভালো এই চর্চাটা যেন কুকুরের মাঝেও হারিয়ে গেছে।

এইতো সেদিনের কথা কেউ রোজা না রাখলে অন্তত ন্যূনতম ঈমানের পরিচয় বহন করে প্রকাশ্যে খাবার খেত না। বিশ্বাস ছিল প্রকাশ্যে রমজানের সামনে খাবার খাওয়া নিশ্চয়ই বাজে কাজ হবে। খাবার খেতে মন চাইলে আল সালাদিয়া হোটেলে গিয়ে খাবার খাইতো।
কিছু মুসলমান ভাই ব্রাদারের ঈমানের অবস্থা কুকুরের মত হয়ে গেছে। কুকুর যেমন আর নখ হেঁচড়ে ঢাকে না তেমনি মানুষগুলোও দিনের বেলা রোজা না রেখে প্রকাশ্যে খাবার খাইতে চিন্তা করে না।

আল্লাহ আমাদের মঙ্গল করুন, আমিন

বিমানের যাত্রাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ যাত্রা কিন্তু আমার কাছে মনে হয় বিমান যাত্রা পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর য...
27/03/2024

বিমানের যাত্রাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ যাত্রা কিন্তু আমার কাছে মনে হয় বিমান যাত্রা পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর যাত্রা।
বিমান ভ্রমন করলে সব সময় ভিন্ন এয়ারলাইন্সে যাওয়ার চেষ্টা করি অভিজ্ঞতা নেওয়ার জন্য।

আজকে এবারের যাত্রায় Air France কে বেছে নিলাম কারণ Air France এর সাথে অভিজ্ঞতা ছিল না। ফিনল্যান্ড থেকে রওনা দিয়ে ফ্রান্সে পৌঁছালাম, তারপর প্যারিস থেকে সোজা লিসবন। বিমানের ভেতরে ওয়াইফাই ফ্রি ছিল যদিও চ্যাটিং করা যেত শুধুমাত্র। এর বাইরে কোন কিছু করতে হলে পেইড ইন্টারনেট সেবা ছিল ১০ ইউরো। খাবার হিসেবে স্নাক্স অথবা স্যান্ডউইচ, ড্রিংকস, একটা ছোট কোক পরিবেশন করা হলো। স্যান্ডউইচটা তে pork ছিল ফেরত দিয়ে ভেজিটেবল স্ন্যাকস নিলাম। বিমানের সার্ভিস সব কিছু মোটামুটি ভালই ছিল। কোন ধরনের ঝামেলা দুর্ভোগ পোহাতে হয়নি।

ঠিক একইভাবে লিসবন থেকে প্যারিস এবং প্যারিস থেকে হেলসিংকি Air France বিমানে আসলাম।

আলহামদুলিল্লাহ।

ফিনল্যান্ডে ধীরে ধীরে গ্রীষ্মের বাতাস বইতে শুরু করেছে। আলহমদুলিল্লাহ আজকের আকাশ টা অনেক সুন্দর
18/03/2024

ফিনল্যান্ডে ধীরে ধীরে গ্রীষ্মের বাতাস বইতে শুরু করেছে। আলহমদুলিল্লাহ আজকের আকাশ টা অনেক সুন্দর

বাংলাদেশের জমিন থেকে একটি নক্ষত্রের বিদায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লার কাছে ফরিয়াদ জানাই তার স...
03/03/2024

বাংলাদেশের জমিন থেকে একটি নক্ষত্রের বিদায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লার কাছে ফরিয়াদ জানাই তার সমস্ত গুনাহ সমূহ আমাকে দিয়ে দিন, তাকে নিষ্পাপ করে জান্নাতের উচু মাকাম দান করুন, আমীন। মহান আল্লাহ দয়া করে হুজুরকে ক্ষমা করে দিন আমিন।

25/02/2024
আর ভাল্লাগেনা এই বরফ
17/02/2024

আর ভাল্লাগেনা এই বরফ

Finnish Embassy India থেকে যেভাবে ডকুমেন্টস সত্যায়িত করবেন। #প্রথমে ফিনিশ এম্বেসি দিল্লি ইন্ডিয়ার ওয়েবসাইটে ভিসিট করত...
04/02/2024

Finnish Embassy India থেকে যেভাবে ডকুমেন্টস সত্যায়িত করবেন।

#প্রথমে ফিনিশ এম্বেসি দিল্লি ইন্ডিয়ার ওয়েবসাইটে ভিসিট করতে হবে। অ্যাটেস্টেশন সেকশন টি ভালোভাবে পড়ে নিতে হবে। ডকুমেন্ট সত্যায়িত করার জন্য কত টাকা খরচ হবে এ বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে ওয়েবসাইটের মাধ্যমে।

এই লিঙ্ক এ ক্লিক করে জেনে নিন
https://finlandabroad.fi/web/ind/notarial-services

লিগালাইজেশনের জন্য এই ইমেইলে ([email protected]) ব্যাবহার করতে হবে।

#দ্বিতীয়ত ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে বলতে হবে আপনি কোন কোন কাগজ ডকুমেন্টস লিগালাইজেশন করাতে চান। তারপরে রিপ্লাই দিয়ে আপনাকে তারা প্রসেস সম্বন্ধে জানাবে।

#তৃতীয়ত ডকুমেন্টস এর উপর নির্ভর করবে কত ইউরো খরচ হবে। তাদের কোন ব্যাংকে এই খরচ পাঠাতে হবে সেটি তারা আপনাকে ইমেইলের মাধ্যমে জানাবে। আপনি ফিনল্যান্ডের যে কোন ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাঠাতে পারবেন খুব সহজেই। আমি OP ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলাম।

#চতুর্থ ধাপ হলো যখন আপনি কনফার্ম হয়ে গেলেন ফিনল্যান্ড থেকে ডকুমেন্টস DHL করবেন ইন্ডিয়া তে তখন খামের ভিতরে তিনটি কাগজ পাঠাতে হবে,

১. আপনার মূল সনদ,
২. পেমেন্ট রিসিট ফটোকপি
৩. একটি কাভার লেটার লিখতে হবে সেখানে উল্লেখ করতে হবে আপনি কোন পারপাসে এই ডকুমেন্টস গুলো সত্যায়িত করাতে চান।

যখন এম্ব্যাসি ডকুমেন্টস হতে পাবে তারা মেইল পাঠিয়ে জানাবে রিসিভ করেছে। আবার যখন সম্পন্ন হবে তখন আপনাকে DHL এ শিপমেন্ট ক্রিয়েট করতে বলবে কাগজ নিয়ে যাওয়ার জন্য।

NB: আপনার মূল সনদ গুলো অবশ্যই বাংলাদেশ থেকে নোটারি এবং মিনিস্ট্রিয়াল আটেস্টেশন অবশ্যই থাকতে হবে।

Osoite

Pietarsaari
Jakobstad

Puhelin

+8801761932396

Nettisivu

Hälytykset

Tiedä ensimmäisenä ja anna meille oikeus lähettää sinulle sähköpostitse uutisia ja promootioita Life in Finland :ltä. Sähköpostiosoitettasi ei käytetä muihin tarkoituksiin, ja voit perua milloin tahansa.

Ota Yhteyttä Yritys

Lähetä viesti Life in Finland :lle:

Jaa

Kategoria