Affamata l'Amour

Affamata l'Amour Let's get lost in the love of nature.

মধ্যযুগে ফ্রান্সের এক শহরে নারীদের একটি অদ্ভুত অভ্যাস ছিল। প্রতিদিন সকালে তারা স্বামীদের জন্য যে নাশতা বানাত, সেটায় খুব ...
02/06/2025

মধ্যযুগে ফ্রান্সের এক শহরে নারীদের একটি অদ্ভুত অভ্যাস ছিল। প্রতিদিন সকালে তারা স্বামীদের জন্য যে নাশতা বানাত, সেটায় খুব অল্প পরিমাণে বিষ মিশিয়ে দিত।

আর সন্ধ্যায় যখন স্বামীরা বাড়ি ফিরত, তখন তারা একইভাবে খাবারে প্রতিষেধক মিশিয়ে দিত। ফলে, বিষ শরীরে ক্ষতি করতে পারত না।

এমন না যে তারা খুব খারাপ ছিল, স্বামীকে মেরে ফেলতে চাইত। বরং স্বামীকে 'ভালোবেসেই' তারা এমন কাজ করত। কীভাবে জানেন?

ধরেন, বিষাক্ত নাশতা খেয়ে বের হওয়া কোনো পুরুষ অনেকক্ষণ যাবৎ বাড়ির বাইরে আছে। তখন হত কী, প্রতিষেধক না পাওয়ায় বিষের প্রভাব দেখা দিতে শুরু করত। বমি, মাথাব্যথা, বিষণ্নতা, শরীরে ব্যথা, বা শ্বাসকষ্ট হতে থাকত।

তারা যত দেরিতে ফিরত, তত বেশি অসুস্থ বোধ করত। আর যখন তারা বাড়ি ফিরত, তখনই বউয়েরা আবার 'ভালোবেসে' প্রতিষেধক দিয়ে দিত। ফলে, একটু পরেই ঐ পুরুষদের শরীর ভালো হয়ে যেতে থাকত।

এইভাবে স্বামীদের মনে এমন একটা ধারণা তৈরি হত যে আসলে বাড়ির বাইরে থাকলেই শরীর খারাপ হয়, মন খারাপ হয়। আর বাড়িতে গেলেই সব ঠিক হয়ে যায়। তাই তারা বাড়ির প্রতি, আর বউয়ের প্রতি আরও বেশি টান অনুভব করত।

বি:দ্র: এটা গল্প নাকি সত্যি, তা যাচাই করা সম্ভব হয়নি। তবে যেটাই হোক, কাহিনিটা কিন্তু মজার। পুরুষদের জন্য অবশ্য কিছুটা আতঙ্কের হলেও নারীরা বেশ মজা পাবেন বলেই মনে হচ্ছে!

Most probably noble laureate professor D. Mohammad Yunus will be next UN secretary General.
16/05/2025

Most probably noble laureate professor D. Mohammad Yunus will be next UN secretary General.

রিকশাওয়ালারা গরীব নয় !মাসে মিনিমাম ৩০ হাজার টাকা কামানো রিকশাওয়ালারা কোনোভাবেই গরীব না। এইটা দেশের জিডিপি পার ক্যাপিটা...
15/05/2025

রিকশাওয়ালারা গরীব নয় !

মাসে মিনিমাম ৩০ হাজার টাকা কামানো রিকশাওয়ালারা কোনোভাবেই গরীব না। এইটা দেশের জিডিপি পার ক্যাপিটা থেকেও বেশি। আপনি তাদের গরীব ভাবেন কারণ আপনার মাথায় এটাই সেট হয়ে আছে যে রিকশাওয়ালা মানেই গরীব। তার উপর আবার ছেঁড়াফাটা লুঙ্গি পরে থাকে, দেখতেও কালো, লেখাপড়াও জানে না, কথা বলে গেঁয়ো ভাষায়।

গরীব তো আপনি! কামান মাসে ১৫ হাজার টাকা, কিন্তু ভাব নেন সিক্স ডিজিটের। খুব ফিটফাট জামাকাপড় পরে থাকেন, দেখতে শুনতে ভালোই, লেখাপড়া জানা গ্র্যাজুয়েট, কথাও বলেন স্মার্টলি। আপনারে গরীব ভাবার কোনো উপায় আছে?

সবার আগে ওদের গরীব ভাবা বন্ধ করেন, আর নিজেদেরও বড়লোক দেখানো বন্ধ করেন। তাহলেই দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে।

বর্তমানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এর সাথে ব্যাঙের কত মিল না ! একটা ব্যাঙকে যদি আপনি ঠাণ্ডা পানির পাত্রে রাখেন, আর সেই প...
13/05/2025

বর্তমানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এর সাথে ব্যাঙের কত মিল না !

একটা ব্যাঙকে যদি আপনি ঠাণ্ডা পানির পাত্রে রাখেন, আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন—ব্যাঙটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ পানিতে বসে থাকে, আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে।
ধীরে ধীরে পানি গরম হতে থাকে, আর ব্যাঙও ধীরে ধীরে তার শরীরের ভেতর সেই উত্তাপ সহ্য করতে থাকে। সে ভাবে, "এটা তো এখনো সহ্য করা যাচ্ছে।"

কিন্তু সমস্যা তখনই শুরু হয়। পানির তাপ এক সময় এত বেশি হয়ে যায় যে, তখন আর সহ্য করা যায় না। ব্যাঙ তখন বুঝতে পারে, "এখন আমার লাফ দিয়ে বাঁচা দরকার!"

কিন্তু হায়! তখন আর তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য! তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না। ধীরে ধীরে সে পানিতে সেদ্ধ হয়ে মারা যায়…

আপনি কি জানেন—ব্যাঙটা আসলে মারা যায়নি পানির তাপে, বরং মারা গেছে সময়মতো সিদ্ধান্ত না নিতে পারায়!

এই ঘটনাটাকেই বলা হয় "Boiling Frog Syndrome"।

এই গল্প আমাদের জীবনের সঙ্গেও হুবহু মিলে যায়।
আমরা অনেক সময় একের পর এক অন্যায়, অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি—ভাবি, “এখন না হয় মেনে নিচ্ছি, পরে কিছু একটা করব।”

কিন্তু যে সমস্যা শুরুতেই ঠেকানো যেতো, তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যে তখন আর কিছুই করার থাকে না।
তখন আমাদের মনের শক্তিটাও থাকে না, সাহসটাও ক্ষয়ে যায়।
শিক্ষনীয়
তাই, জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাফ দেওয়ার মতো শক্তিটুকুও থাকবে না।
সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার করুন, প্রতিবাদ করুন, নিজের সম্মানকে রক্ষা করুন।
না হলে একদিন হয়তো আপনিও সেই “সেদ্ধ ব্যাঙ” হয়ে যাবেন, যে বাঁচতে চেয়েও বাঁচতে পারল না…

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন। অথচ-•১৬ বছর ধরে আওয়ামী লীগকে দিয়ে তিন তিনটি প্রহসনের নির্বাচনে...
13/05/2025

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন। অথচ-
•১৬ বছর ধরে আওয়ামী লীগকে দিয়ে তিন তিনটি প্রহসনের নির্বাচনের সময় ভারত উদ্বিগ্ন ছিল না।
•বিডিআর, শাপলা ও জুলাই গনহত্যার সময় ভারত উদ্বিগ্ন ছিল না।
•পঁচাত্তরে শেখ মুজিবকে দিয়ে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করার সময় ভারত উদ্বিগ্ন ছিল না।
•’আজীবন মনে রাখার’ মত বাংলাদেশ থেকে লুটপাট করার সময় ভারত উদ্বিগ্ন ছিল না।
•দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিকদের গুম করে ভারতে তুলে নেয়ার সময় ভারত উদ্বিগ্ন ছিল না।

বাংলাদেশকে দীর্ঘদিন অঙ্গরাজ্যের মত ব্যবহার করে এখন যখন তাদের দল নিষিদ্ধ হলো, এখন সেটাকে তারা নিজেদের অঙ্গহানি মনে করে উদ্বিগ্ন।

তার মানে, ভারত যেটায় উদ্বিগ্ন, সেটাই বাংলাদেশের জন‍্য সঠিক সিদ্ধান্ত।

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর...
09/05/2025

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ হন!

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে।

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন শ্বশুরবাড়িতে গিয়ে বুঝতে পারেন, আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে, কারণ সে ধনী।

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারেন না, আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খোঁটা দেয়।

পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে, বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি।

যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার।

যখন দেখবেন, আপনার টাকা নেই বিধায় আত্মীয়স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে, তখন স্পষ্ট হবে টাকার মূল্য।

বিপদের সময় দেখবেন, আপনার টাকা কম বলে কেউ আপনার পাশে থাকে না, আপনার প্রতি সহানুভূতি দেখায় না! তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা।

টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব। তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে, টাকা কামাই করতে শিখুন। কারণ, জীবনের ৮০% সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব!

অযৌক্তিক যুক্তি। সেক্স_ও_সফলতা_একসাথে_চলে_না। তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।⁉️কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখ...
08/05/2025

অযৌক্তিক যুক্তি।
সেক্স_ও_সফলতা_একসাথে_চলে_না। তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।⁉️

কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে।

আপনি জানেন কি?❓
অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স।‼️

যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়।

তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন,
তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।❗

➤ কঠিন সত্যঃ🛐

1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না।
ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত।

আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি।

এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না।

মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি।

কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে?
প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে।
মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে।
একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে।
অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না।

2️⃣ যৌনতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়।
প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান:
টেস্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়)
উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা)
মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা)
তাইতো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে।

ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন?

3️⃣ মেয়েদের পেছনে প্রতিটি মিনিট মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে যাওয়া। প্রতিদিন আপনি কত সময়:
মেয়েদের ছবি স্ক্রল করে কাটান?
ফ্লার্ট ও চ্যাটিংয়ে ব্যয় করেন?
পর্ন দেখে বা মাস্টারবেট করে নিজের শক্তি নষ্ট করেন?

ভাবুন, এই সময়গুলো যদি আপনি ব্যয় করতেন:
উচ্চ আয়ের দক্ষতা শেখায়, নিজের ব্যবসা বা ক্যারিয়ারে, শরীর গঠনে— তাহলে আপনাকে কারো পেছনে ছুটতে হতো না, তারা নিজেরাই আপনার দিকে ছুটে আসত।

4️⃣ ইতিহাস বলে, যৌন দুর্বলতাই অনেক মহান পুরুষকে ধ্বংস করেছে।
ভেবে দেখুন, ইতিহাসের অনেক শক্তিশালী পুরুষ কীভাবে ধ্বংস হয়েছে? না যুদ্ধ, না দারিদ্র্য— বরং যৌন দুর্বলতায়।
শিমশোন (Samson) তার শক্তি হারিয়েছিল ডেলিলার কারণে।
সলোমন ছিলেন জ্ঞানী, কিন্তু নারীদের কারণে ধ্বংস হয়েছিলেন।
টাইগার উডস হারিয়েছেন কোটি কোটি টাকার স্পনসরশিপ যৌন স্ক্যান্ডালের জন্য।
বিল ক্লিনটনের ক্যারিয়ার পড়ে গিয়েছিল বিপদের মুখে।

অর্থাৎ একজন অসংযত পুরুষ মানে একটি নিশ্চিত বিপর্যয়ের অপেক্ষা।

5️⃣ নারীরা কখনোই এমন পুরুষকে সম্মান করে না যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না।
আপনি কি ভাবেন, কোনো নারী তার পেছনে ছুটে বেড়ানো একজন পুরুষকে সম্মান করে? না। নারীরা সম্মান করে সেই পুরুষকে যার আছে: লক্ষ্য, আত্মসংযম, বড় কোনো মিশন জীবনে।

যখন আপনি আপনার উদ্দেশ্যে মনোযোগ দিবেন, নারীরাই আপনাকে খুঁজবে।

6️⃣ পর্ন, মাস্টারবেশন ও আকস্মিক যৌনতা পুরুষদের দুর্বল করে দিচ্ছে। আধুনিক পুরুষ: দুর্বল, অলস, অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত— এবং এর মূল কারণ হলো সস্তা আনন্দে আসক্তি।

পর্ন ধ্বংস করে আপনার মস্তিষ্ক।
মাস্টারবেশন খেয়ে ফেলে আপনার উদ্যম।
ক্যাজুয়াল সেক্স নষ্ট করে আপনার নিয়মানুবর্তিতা।

ফলাফল?⁉️
পুরুষেরা আজ: অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন।

7️⃣ যে পুরুষ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে ভবিষ্যৎও নিয়ন্ত্রণ করতে পারবে না।
আপনি হয়ত বলছেন আপনি ধনী, ক্ষমতাবান ও সফল হতে চান। কিন্তু আপনি কি পারেন:
এক সপ্তাহও সেক্স বা পর্ন ছাড়া থাকতে?
কাজের মাঝে নারীর চিন্তা বাদ দিতে?
প্রতিটি নারী দেখে তার পেছনে না ছুটতে?

যদি নিজের শরীরকেই আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন,
তাহলে এই পৃথিবী আপনি কীভাবে জয় করবেন?

8️⃣ সফল পুরুষ সেক্সকে নিয়ন্ত্রণ করে, ব্যর্থ পুরুষ সেক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সেক্স একটি মাধ্যম। দুর্বলরা এটা ব্যবহার করে শুধুই আনন্দের জন্য। শক্তিশালীরা ব্যবহার করে এটা নিয়ন্ত্রণের জন্য।

সফল পুরুষ জানে কবে, কীভাবে এই চাহিদা নিয়ন্ত্রণ করতে হয়। ব্যর্থ পুরুষ নিজের কামনার গোলাম হয়ে থাকে।
অথচ এই পৃথিবী শাসন করে সেসব পুরুষ, যারা ভোগ নয় বরং নিয়ন্ত্রণকে বেছে নেয়।

9️⃣ নারী আসবে যাবে, কিন্তু সফলতা চিরস্থায়ী।
আজকে আপনি হয়ত ১০০ জন নারীর সাথে আছেন, কালকে তারা একসাথে চলে যেতে পারে। কিন্তু যদি আপনার থাকে: অর্থ, ক্ষমতা, অবস্থান— তাহলে শত শত নারী নিজে থেকেই আসবে।

তাই সফল পুরুষদের নারীর অভাব হয় না, আর দুর্বল পুরুষদের জীবন কাটে পিছনে ছুটে।‼️

🔟 প্রথমে নিয়মানুবর্তিতা, পরে আনন্দ।
সেক্স নিজে খারাপ কিছু নয়। কিন্তু যদি আপনি আনন্দকে উদ্দেশ্যের আগে রাখেন, তাহলে আপনি সবসময় সংগ্রামে থাকবেন। যদি আপনি আত্মসংযম রপ্ত করেন, তাহলে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন।

☞ শেষ কথা:
যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান⁉️ তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে।

কারণ শেষ পর্যন্ত…
যে পুরুষ নিজের কামনাকে জয় করে, সে-ই নিজের ভবিষ্যৎ জয় করে। আর যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে একদিন সবকিছু হারায়।

 # # # May 8 in France - The Victory of 1945**May 8th is an important date in France. It's not just a public holiday, bu...
08/05/2025

# # # May 8 in France - The Victory of 1945**

May 8th is an important date in France. It's not just a public holiday, but a moment of national memory. Every year, France commemorates the **Victory of May 8, 1945**, marking the end of the Second World War in Europe and the capitulation of N**i Germany.

In 1945, on this day, Germany signed the act of surrender, ending six years of bloody war on the European continent. In honor of this victory, May 8th became a national holiday.

# # # # How is this day celebrated?

The President of the Republic lays a coat of arms under the Arc de Triomphe in Paris, at the **Tomb of the Unknown Soldier**. Memorial ceremonies are taking place in several cities. Schools, banks and most administrations remain closed.

# # # # A day to remember

For young generations, this day is also an opportunity to reflect on the history and consequences of the war. She reminds us how precious peace is.

ভেনিস: পানির নিচে বনভূমির ওপর ভাসমান এক শহর৪২১ খ্রিস্টাব্দ থেকে ভেনিস শহরটি কোটি কোটি কাঠের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। ইস্প...
08/05/2025

ভেনিস: পানির নিচে বনভূমির ওপর ভাসমান এক শহর

৪২১ খ্রিস্টাব্দ থেকে ভেনিস শহরটি কোটি কোটি কাঠের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। ইস্পাত বা কংক্রিট নয়, বরং মূলত এল্ডার কাঠ এবং কিছু ওক কাঠ দিয়ে পুরো শহরটি তৈরি করা হয়েছে।

লবণাক্ত পানির সংস্পর্শে এসব কাঠের খুঁটি পাথরের মতো শক্ত হয়ে গেছে। শুধুমাত্র সেন্ট মার্কস ক্যাম্পানাইল তৈরিতে ব্যবহৃত হয়েছে ১ লক্ষ কাঠের খুঁটি, আর বিশাল বাসিলিকা ডেলা সালুতে গড়তে লেগেছে ১০ লাখের বেশি খুঁটি! সেই সময়ের দক্ষ নির্মাণশ্রমিকরা এগুলো সমুদ্রের তলায় পুঁতে দিয়ে এক বিস্ময়কর ‘জলমগ্ন বন’ তৈরি করেছিলেন।

এই কাঠামো প্রায় তিন মিটার গভীর পর্যন্ত বিস্তৃত, যেখানে খুঁটিগুলো অর্ধ মিটার ব্যবধানে বসানো হয়েছে। পানির স্তর থেকে ১.৬ মিটার নিচে এই অসাধারণ মধ্যযুগীয় প্রকৌশল ১,৫০০ বছর পরও ভেনিস শহরকে দৃঢ়ভাবে ধরে রেখেছে, যা পৃথিবীর অন্যতম বিস্ময়কর |

08/05/2025

Happiness is a pair of shoes for a barefooter...

Happiness for someone who wears old shoes is a new pair of shoes...

For someone who has new shoes, happiness is a better pair of shoes...

And of course, happiness for someone without feet is to be able to walk barefoot...

So try to measure happiness by what you possess; not by what you lack.

09/04/2024

Don't be ashamed to attend at Eid UL fitr prayers with you tear clothes . Be ashamed without fasting attending Eid UL fitr prayer. Eid Mubarak to all my beloved brothers sisters whose are fasting to achieve Allah's satisfaction. May Allah Accept our fasting and grant us great rewards.

Adresse

Aubervilliers

Heures d'ouverture

Lundi 11:00 - 06:00
Mardi 11:00 - 06:00
Mercredi 11:00 - 06:00
Jeudi 11:00 - 06:00
Vendredi 11:00 - 06:00
Samedi 11:00 - 06:00
Dimanche 11:00 - 06:00

Téléphone

+33758457170

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Affamata l'Amour publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Affamata l'Amour:

Partager