
12/07/2025
গোবরে পদ্মফুল বলে একটা কথা আছে ,আমরা ভাবসম্প্রসারণও পড়ে ছিলাম স্কুলে থাকতে ।অর্থাৎ নোংরা বা অস্থানে ভাল জিনিস অথবা গরিবের ঘরে ডাক্তার ছেলে ।মোটকথা এটা ভালো অর্থে ব্যাবহার করা হয় ,কিনতু বাস্তবে জীবনের এই পর্যায়ে এসে অনুভব করলাম যে গোবরে 🪷পদ্মফুলের কোনো মূল্যই নেই।কেননা গোবরে ফোটা ফুল না কোন পূজায় কাজে লাগবে ,না কোন প্রেমিকপুরুষ গোবর থেকে ফুল এনে তার প্রেয়সীর খোঁপায় লাগাবে ।গোবরের মধ্যে জন্মানোর জন্য ,সারাক্ষণ সেখানে বিরাজ করার ফলে তার ঘ্রাণেরও পরিবর্তন হয়,তবে কি হল পরিশেষে গোবরের পদ্মফুলের কোন মূল্যই নেই ।তাই সত্যিকার অর্থে ভাল জিনিস ভালো জায়গায়ই মানায় এবং তা পরিপূর্ণ ভাবে কাজে লাগে ।আশাকরি সময় থাকতে সবাই এটা অনুধাবন করতে সক্ষম হবেন ।সুন্দর সকালের প্রত্যাশায় ,সুন্দর আগামীর প্রার্থনায় শুভ সকাল সবাইকে…………………