Misty’s lifestyle

Misty’s lifestyle জীবন খুবই ছোট ,ছোট এই জীবনে সবাইকে নিয়ে ভালভাবে বেচেঁ থাকা ,যতটুকু সম্ভব জীবনটাকে উপভোগ করা ।

গোবরে পদ্মফুল বলে একটা কথা আছে ,আমরা ভাবসম্প্রসারণও পড়ে ছিলাম স্কুলে থাকতে ।অর্থাৎ নোংরা বা অস্থানে ভাল জিনিস অথবা গরিবে...
12/07/2025

গোবরে পদ্মফুল বলে একটা কথা আছে ,আমরা ভাবসম্প্রসারণও পড়ে ছিলাম স্কুলে থাকতে ।অর্থাৎ নোংরা বা অস্থানে ভাল জিনিস অথবা গরিবের ঘরে ডাক্তার ছেলে ।মোটকথা এটা ভালো অর্থে ব‍্যাবহার করা হয় ,কিনতু বাস্তবে জীবনের এই পর্যায়ে এসে অনুভব করলাম যে গোবরে 🪷পদ্মফুলের কোনো মূল্যই নেই।কেননা গোবরে ফোটা ফুল না কোন পূজায় কাজে লাগবে ,না কোন প্রেমিকপুরুষ গোবর থেকে ফুল এনে তার প্রেয়সীর খোঁপায় লাগাবে ।গোবরের মধ্যে জন্মানোর জন‍্য ,সারাক্ষণ সেখানে বিরাজ করার ফলে তার ঘ্রাণেরও পরিবর্তন হয়,তবে কি হল পরিশেষে গোবরের পদ্মফুলের কোন মূল্যই নেই ।তাই সত‍্যিকার অর্থে ভাল জিনিস ভালো জায়গায়ই মানায় এবং তা পরিপূর্ণ ভাবে কাজে লাগে ।আশাকরি সময় থাকতে সবাই এটা অনুধাবন করতে সক্ষম হবেন ।সুন্দর সকালের প্রত্যাশায় ,সুন্দর আগামীর প্রার্থনায় শুভ সকাল সবাইকে…………………

শুভ বিকেল
11/07/2025

শুভ বিকেল

শৈশবই জীবনের সবচেয়ে সেরা সময় ,যা আমরা পেছনে ফেলে এসছি ।মানুষের জীবনটাই এমন ,যখন যা পাই তখন আমরা  তার গুরুত্ব  দেই না ,যখ...
11/07/2025

শৈশবই জীবনের সবচেয়ে সেরা সময় ,যা আমরা পেছনে ফেলে এসছি ।মানুষের জীবনটাই এমন ,যখন যা পাই তখন আমরা তার গুরুত্ব দেই না ,যখন হারিয়ে যায় তখন অনুধাবন করতে পারি কি হারিয়েছি ।তাই জীবনে যখন যে কোন পরিস্থিতিতেই থাকি না কেন জীবনকে উপভোগ করা প্রয়োজন ,তা না হলে সামনে আরো ভালো কিছু পাওয়ার লোভে জীবনটাই হয়ত হারিয়ে যাবে ।শুভ সকাল সবাই কে ……

#সবাই #আমরা #আমরা

যদিও জীবন ব‍্যার্থতায় ভরা ,কিনতু ক্ষতি কি তাতে ,এই ব‍্যার্থতার সাথে পরিচয় হয়েছে বলেইত সফলতার গুরুত্ব বুঝতে শিখেছি ।নিজের...
10/07/2025

যদিও জীবন ব‍্যার্থতায় ভরা ,কিনতু ক্ষতি কি তাতে ,এই ব‍্যার্থতার সাথে পরিচয় হয়েছে বলেইত সফলতার গুরুত্ব বুঝতে শিখেছি ।নিজের জীবন যেমনই হোক ,আমার কাছে আমিই সেরা ,হোক না তা ব‍্যার্থতায় ভরা …..

জীবন ধীরে ধীরে শেখায় ,আর যারা মন দিয়ে শিখে তাদের মনেই বেশি শান্তি থাকে …… শুভ সকাল সবাইকে ।     #আর  #সকাল  #মন
10/07/2025

জীবন ধীরে ধীরে শেখায় ,আর যারা মন দিয়ে শিখে তাদের মনেই বেশি শান্তি থাকে …… শুভ সকাল সবাইকে ।

#আর #সকাল #মন

২০১৪ সালের দুটো ছবি ।জীবন থেকে হারিয়ে যাওয়া ১১ টি বছর আগের এক টুকরো স্মৃতি।এই জন্য Facebook এ  ছবি দিতে আমার ভালো লাগে।...
09/07/2025

২০১৪ সালের দুটো ছবি ।জীবন থেকে হারিয়ে যাওয়া ১১ টি বছর আগের এক টুকরো স্মৃতি।এই জন্য Facebook এ ছবি দিতে আমার ভালো লাগে।Facebook এর মাধ্যমেই আমরা আমাদের পুরোনো স্মৃতি গুলো বার বার ফিরে পাই।আজ হঠাৎ ছবিগুলো দেখে কত হারিয়ে যাওয়া স্মৃতি মনে পড়ে গেল।এই ছবি গুলো ফিরিয়ে নিয়ে গেল কিছুক্ষণের মধ্যে সেই পুরনো দিনে ।কত স্মৃতি জড়িয়ে আছে এই ছবিতে।ভাবতে অবাক লাগলেও সত্যি জীবন খুবই দ্রুত গতিতে ছুটে চলেছে এক অজানা ভবিষ্যতের পথে।যে পথের কোন শেষ ঠিকানা নেই আমাদের কাছে ,কখন জীবন চলার পথ থমকে যাবে তাও জানিনা ,তবুও পথ চলার সে কি আকুলতা……………?

জীবনে কিছু পরিবর্তন আসা খুবই প্রয়োজন ,কারণ পরিবর্তনের মাধ্যমেই ঠিক আর ভুলটা কে সংশোধন করা যায় ।আজকের সকাল সবার জীবনে শ...
09/07/2025

জীবনে কিছু পরিবর্তন আসা খুবই প্রয়োজন ,কারণ পরিবর্তনের মাধ্যমেই ঠিক আর ভুলটা কে সংশোধন করা যায় ।আজকের সকাল সবার জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসুক শুভ সকাল সবাইকে ।

#আর #সকাল #সকাল

কথা কখনও সামান‍্য হয় না ,কথার আঘাতে মানুষ মরে ,কথার জেরে আয়ূও বাড়ে ।তাই কথা সবসময় ভেবে চিন্তে বলাই ভাল ,মজা করে বলা কথা...
08/07/2025

কথা কখনও সামান‍্য হয় না ,কথার আঘাতে মানুষ মরে ,কথার জেরে আয়ূও বাড়ে ।তাই কথা সবসময় ভেবে চিন্তে বলাই ভাল ,মজা করে বলা কথাটা হয়ত যার কাছে বলছেন তার কাছে মজা নাও লাগতে পারে ।আমি কখনও ফোনে কথা বলে আড্ডা দেই না ,আমি কাউকে ফোন করি না ,কারও কাছে এটা কি জানিনা ,আমার কাছে ,আমি সময় পাইনা বা অঝতা সময় নষ্ট করি না ।হুম বলি না যে তা নয় ,যেখানে শান্তি পাই এবং যেখানে কথা বললে খুচানো কথা বা কোন নেগেটিভিটি নেই ,সময় পেলে সেখানে বলি ।কারন আমি সমালোচনা করতে পছন্দ করি না ,বর্তমানের ট্রেন্ড ,তুমি আমার জান প্রাণ আবার পিছনে তার চ‍রিত্রের কালিমা লেপন । এটার সাথে আমি ঠিক আমাকে মিলাতে পারিনা এবং কোনদিন চাইবনা এটা আমার মাঝে আসুক ।আমার অনেক কাজ ,অকাজের সময় কোথায় ?যাই হোক শুভ রাত্রি ,সবার জীবনে একটা সুন্দর ভোর আসুক ,নতুন ভোরের প্রত‍্যাশায় …….,

বৃষ্টি ভেজা সকালে সবাই কে জানাই শুভ সকাল এর শুভেচ্ছা ।
08/07/2025

বৃষ্টি ভেজা সকালে সবাই কে জানাই শুভ সকাল এর শুভেচ্ছা ।

পৃথিবীতে শুধুমাত্র সন্তানের কান্না শুনে মা-বাবার মুখে হাসি একবারই আসে ।সমস্ত কষ্টের অবসান,অপেক্ষার সমাপ্তি ঘটে যখন সন্তা...
06/07/2025

পৃথিবীতে শুধুমাত্র সন্তানের কান্না শুনে মা-বাবার মুখে হাসি একবারই আসে ।সমস্ত কষ্টের অবসান,অপেক্ষার সমাপ্তি ঘটে যখন সন্তান কেঁদে উঠে,এর পর আর কোন মা-বাবার পক্ষে সম্ভব নয় সন্তানের কান্নায় হাসতে পারা ।প্রত‍্যেক মা বাবাই সন্তানের বেড়ে উঠা টুকু যত্ন দিয়ে ,ভালোবাসা দিয়ে লালন ,পালন করতে চেষ্টা করে ।পৃথিবীর সমস্ত সুখ সন্তানকে দিতে চায় ।আজকে আমার সোনা মা আমার কোল আলো করে আমাকে প্রথম মা হওয়ার অনুভূতি দিয়েছিল,সেদিনও হয়েছিল আমার আরেক নবজন্ম ।শুভ জন্মদিন মা ।আমাকে এক নতুন অনুভূতির সাথে পরিচয় করানোর জন‍্য তোমার কাছে কৃতজ্ঞ থাকব সবসময় ।মা হিসেবে ভগবানের নিকট প্রার্থনা করি তুমি সবসময় ভালো থেকো,সুস্থ থেকো ।আশীর্বাদ করি তুমি সূর্যের ন‍্যায় আলো ছড়াও,আকাশ সমান উদারতা তোমার অন্তরে বিরাজ করুক,সাগরের মত হও চঞ্চল,ঢেউয়ের মতো হও উচ্ছল আর পাহাড়ের মত শক্তিশালী ।জীবনে কিছু অর্জন করতে না পারলেও দুঃখ থাকবে না কিন্তু মনুষ্যত্ব যেন ধারণ করতে পারও ।অনেক বছর বেঁচে থাকো ,আবারও শুভ কামনা জানাই তোমার জন্য ভালোবাসা অবিরাম ❤️😘সবাই আমার মাকে আশীর্বাদ করবেন 🙏

Adresse

Bobigny

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Misty’s lifestyle publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Misty’s lifestyle:

Partager