20/12/2025
বিপ্লবী ওসমান হাদির জানাযায় লাখো মানুষের ঢল—
এটি কেবল একটি জানাযা নয়, এটি ছিল ভালোবাসা, সম্মান ও আদর্শের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসার বহিঃপ্রকাশ।
ভালোবাসা কখনো জোর করে সৃষ্টি করা যায় না।
মন থেকে যে ভালোবাসা আসে, দেশপ্রেম থেকে যে আবেগ জন্ম নেয়—
আর আল্লাহুর রহমতে যে ভালোবাসা দান হয়,
সেই ভালোবাসাই মানুষকে লাখো মানুষের কাতারে শামিল করে।
মহান আল্লাহ তায়ালা বিপ্লবী ওসমান হাদিকে তাঁর অসীম রহমতে কবুল করুন,
তাঁকে শহীদ হিসেবে মর্যাদা দান করুন
এবং তাঁর পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের ধৈর্য ও শক্তি দান করুন।
আমিন।