MigrantWatch - মাইগ্রেন্টওয়াচ

MigrantWatch - মাইগ্রেন্টওয়াচ Migrantwatch Works for Migration Issues, Democracy, Freedom of Speech & Human Rights

তাহলে আমরা করবো কি?আজ থেকে ২৪ বছর আগে এই রিপোর্টটি করেছিলাম। তখন এটি ছিল দেশের সর্বাধিক আলোচিত প্রতিবেদন। সাপ্তাহিক যায় ...
22/07/2025

তাহলে আমরা করবো কি?
আজ থেকে ২৪ বছর আগে এই রিপোর্টটি করেছিলাম। তখন এটি ছিল দেশের সর্বাধিক আলোচিত প্রতিবেদন। সাপ্তাহিক যায় যায় দিন আমার এই রিপোর্টটিকে সপ্তাহ সেরা হিসাবে উল্লেখ করেছিল তাদের পত্রিকায়।
১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর পর তদানীন্তন লীগ সরকার তাদের ট্রাডিশনাল মিত্র রাশিয়া থেকে পুরনো মিগ-২৯ জঙ্গী বিমান ক্রয়ের সিদ্ধান্ত নেয়।বিমান বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তারা এই বিমান সংগ্রহের বিরোধিতা করেন। ডিজিএফআইও তাদের রিপোর্টে মিগ-২৯ ক্রয় ঠিক হবে না বলে উল্লেখ করে। সেসময় আমি আরেকটি দৈনিকে সহকারী সম্পপাদক হিসাবে কাজ করি।
একদিন আমার নামে একটি খাম এলো ডাকে। খুলে দেখি সোভিয়েত রাশিয়া ভেঙ্গে যাবার পর যেসব মিগ-২৯ ডাম্প করা হয়েছিল সেসব থেকে এক স্কোয়াড্রন নিয়ে আসার পায়তারা করছে সরকার। সেখানে দুর্নীতির বিষয়টিও ভালোভাবে উল্লেখ ছিল। সম্পাদককে ওই গোপন প্রতিবেদনটি দেখানোর পর তিনি বললেন যে আমি যেন আরো খোঁজ খবর নিয়ে রিপোর্ট করি। করলাম। শীর্ষ রিপোর্ট হলো আমার প্রতিবেদন। চারদিকে আলোচনা শুরু হলো রাশিয়ার ওই বস্তাপচা মিগ-২৯ কেনা নিয়ে, ওই ক্রয়ে দুর্নীতি নিয়ে।আমাকে অজ্ঞাত স্থান থেকে হুমকিও দেয়া হলো। সরকার কিনে নিয়ে আসলো মিগ-২৯।
এরপর দৈনিক ইনকিলাবে যোগ দিলাম রিপোর্টিং বিভাগে। সেখানে যাওয়ার পর আরো তথ্য পেতে শুরু করলাম মিগ-২৯ নিয়ে। ২০০১ সালের মে মাসে এই রিপোর্টটি করার পর বিমান বাহিনীর গোয়েন্দা অধিদপ্তর ডেকে নিয়ে গেল বিমান বাহিনী সদর দপ্তরে। কোথা থেকে তথ্য পেলাম জানতে চাইলেন পরিচালক। আমি যেহেতু একসময় সেনাবাহিনীতে ছিলাম তাই গিয়েছি, যেটা সাংবাদিক হিসাবে যেতে বাধ্য ছিলাম না। যাহোক, কোন তথ্য তাদের দেইনি।
পরবর্তিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেখা গেল মিগ-২৯ নিয়ে আরো সমস্যা। এর স্পেয়ার পার্টস সংগ্রহ জটিল হয়ে দাড়ালো। দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনা সহ ব্যবসায়ী নুর আলীর নামে দুর্নীতির মামলা দায়ের করলো।
এদিকে বিমান স্বল্পতা ও অপারেশনাল বিষয়াদি বিবেচনা করে তখন তড়িঘড়ি করে চীন থেকে নতুন এফ-৭ বিজি বিমান সংগ্রহের ‍উদ্যোগ নেয়া হলো। ২০০৫-৬ সালের মধ্যে এলো ১৬টি বিমান। এরপর ধাপে ধাপে আরো এসেছে। এছাড়া আগের সংগৃহিত পুরনো মডেলের এফ-৭ ও রয়ে গেল আমাদের বিমান বাহিনীতে।
২০০৯ এ ক্ষমতায় এসে লীগ আবারো ঝুকলো তাদের পরম বন্ধু রাশিয়ার দিকে। নিয়ে এলো ১৬ টি ট্রেইনার কাম গ্রাউন্ড এ্যাটাক বিমান ইয়াক-১৩০। তবে এগুলোতে এভিয়নিক্সসহ অন্যান্য অনেক কিছুরই ঘাটতি ছিল। রাশিয়ানরা মায়ানমারকে এসইউ-৩০, ইয়াক-১৩০ দিয়েছে। তারা আশা করেছিল বাংলাদেশ অন্তত এসইউ -২৭ নিবে। তাই কিছুটা শর্ত ছিল ইয়াক নেয়ার ক্ষেত্রে।
এর মধ্যে ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিলে পশ্চিমা বিশ্ব তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে রাশিয়া থেকে কোন কিছু সংগ্রহ দুরূহ হয়ে পড়ে।
১৬ টি ইয়াক-১৩০ র মধ্যে ৪ টি দুর্ঘটনায় ধ্বংস হয়েছে। পাইলট নিহত হয়েছেন।
এদিকে সেনাবাহিনীতেও রাশিয়ার তথাকথিত এক বিলিয়ন ডলারের লোন প্রটোকলের আওতায় ট্যাংক বিধ্বংসী ক্ষেপনাস্ত্র নিয়ে আসা হয়। এগুলোর লঞ্চার আসার পর পর নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় আর মিসাইল আসেনি! রাশিয়া প্রেম তাও যায়নি। কারন ওরা নির্বাচন এলেই লীগকে একচেটিয়া সমর্থন দিয়ে যেতো যেনতেনভাবে ক্ষমতায় থাকার জন্য! ইউক্রেনে আগ্রাসন চালানোর পরও দেখা গেছে এদেশের অনেক মানুষ রাশিয়া রাশিয়া করে মাতম করছে!
আমাদের বিমান বাহিনীর চতুর্থ জেনারেশন জঙ্গী বিমান নেই। গত কয়েক বছর সেসময়কার বিমান বাহিনী প্রধানগন ও সরকার এনিয়ে কিছু করেনি। হেলিকপ্টার পাইলট বিমান বাহিনী প্রধান হয়েছেন। তিনি কন্সট্রাকশন ও বিউটিফিকেশনে বিশেষ নজর দিয়েছেন। কিসের জন্য, কার বিরুদ্ধে ব্যবহারের জন্য মাল্টিরোল ফাইটার কিনবেন?! কিনেননি!
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আকসা ও জিসুমিয়া চুক্তি স্বাক্ষরের অফার দেয়। সম্ভবত একমাত্র আমার সম্পাদিত ডিফেন্স জার্নালেই তাদের স্থানীয় প্রতিরক্ষা উপদেষ্টা ও পলিটিক্যাল কাউন্সিলর অফিসিয়াল সাক্ষাতকার দিয়ে জানান যে তারা বাংলাদেশকে এফ-১৬ জঙ্গী বিমান ও এ্যাপাচে এ্যাটাক হেলিকপ্টার দিতে রাজি আছেন যদি বাংলাদেশ ওই ‍দু’টি চুক্তিতে স্বাক্ষর করে। পাকিস্তান বহু আগেই এসবে স্বাক্ষর করেছে। আমাদের চেতনা জেগে ওঠে বারবার! আমরা স্বাক্ষর করিনি, হয়তো করবোও না। আর এই দু’টি চুক্তিতে স্বাক্ষর না করলে মার্কিন কোন ভারী সমরাস্ত্র পাওয়া যাবে না। পুরনো পরিবহন বিমান বা হেলিকপ্টার পাওয়া যেতে পারে মাত্র।
মজার বিষয় হচ্ছে, বাংলাদেশকে যখনি আমেরিকা কোন কিছু অফার করে তখনি ভারত ও চীনের যতো প্লাটফর্ম আছে সেগুলো একযোগে গেল গেল সুর তোলে বাংলাদেশে। কি কমিউনিস্ট, কি ধর্মীয় কিছু গোষ্টি- সব মার্কিন বিরোধি জিগির তোলে। এই দুটি দেশ যে কখনোই বাংলাদেশে মার্কিন বা পশ্চিমা কোন ভালো সমরাস্ত্র আসতে দিবে না সেটা এরা আর বুঝতে পারে না। চারদিকে শোনা যায় সেন্ট মার্টিন নিয়ে গেল! আমরা হয়তো কোন কালেই আর এফ ১৬ বা এরকম আধুনিক কোন বিমান আনতে পারবো না। অথচ আমাদের যদি অল্প বিস্তর হলেও পশ্চিমা বিমান থাকে তাহলে তা ব্যালেন্স অফ পাওয়ার রক্ষায় কার্য়কর ভূমিকা পালন করতে পারে। পাকিস্তান তাই করছে। ১৪০ টার মতো এফ-১৬ তাদের দিয়েছে ব্যাপক ডিফেন্সিভ ক্ষমতা।
আমরা যদি হুজুগ,আবেগ তাড়িত হয়ে উন্নত পশ্চিমা বিমান না আনি তাহলে ক্ষতিটা আমাদেরই। লাভ ভারত ও চীনের। কিন্তু আমরা তো চীনকে বাদ দিতে চাই না। তাদের কাছ থেকে আমাদের অস্ত্র, বিমান আনতেই হবে। সম্পর্কটা গাড় করতে হবে। তবে এজন্য মার্কিনীদের শত্রু বানিয়ে নয়, জিগির তুলে নয়।
চীন থেকে আমাদের আনতে হবে জে-১০ মাল্টি রোল ফাইটার।এফ-৭ গুলোর প্রতিস্থাপন হবে কি দিয়ে? পাকিস্তান তো জেএফ-১৭ দিয়ে প্রতিস্থাপন করছে। আমরা কি দিয়ে করবো? বিমান বাহিনীর কর্তারাই তা বের করবেন।
জঙ্গী বিমান রক্ষনাবেক্ষন, ওভারহলিংয়ের আধুনিক ব্যবস্থাপনা গড়তেও তো সময় ও অর্থ লাগে অনেক। আমাদের বিমান বাহিনীকে কি সে পরিমান অর্থ দিচ্ছে সরকার? না।
এছাড়া আছে বোমা, মিসাইল, স্পেয়ার পার্টস ক্রয়ের বিষয়টি। এগুলোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। অর্থ ছাড়া আবার কিছুই হবে না। বাংলাদেশ পাকিস্তানের মতো জঙ্গী বিমান বানাতে পারবে না, ওই চেষ্টা করাটাও অপচয় ও সময়ের অপব্যবহার হবে। সেটা করার প্রয়োজনীয়তাও নেই।
পুরনো, মান্ধাতার আমলের প্রযুক্তি নির্ভর এফ-৭ দিয়ে আর কতো কাল? চীনা বিমান বাহিনীতে এগুলো এখন ব্যবহার করা হয় না। পাাকিস্তান ফেইজ আউট করছে। মিগ-২১ বিমানের মডেলকে ধরে চীনারা এই এফ-৭ বিমান তৈরি করে। ভারত ইসরাইল ও ফরাসী সহায়তায় আপগ্রেড করে এখনো অবশ্য মিগ-২১ বিমান পরিচালনা করছে। সেদেশে এই মিগ-২১ কে বলা হয় ফ্লাইং কফিন, উইডো মেকার। পাকিস্তান বিমান বাহিনীতেও এফ-৭ অনেক দুর্ঘটনা ঘটিয়েছে। মারিয়াম মুক্তার নামে একজন বিখ্যাত নারী পাইলট এমন এক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গত ২০ জুলাই ঢাকায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এফ-৭ বিমানের তার আগেও এই বিমান ধ্বংস হয়ে আরো পাইলট নিহত হয়েছেন। কয়েক বছর আগে বার্ষিক মহরার সময় মেয়াদো উওীর্ণ মিসাইল ছুড়তে গিয়ে একজন উইং কমান্ডার নিহত হন। আমাদের এফ-৭ গুলোর কোন বিভিআর ( বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ) ক্যাপাবিলিটি নেই। কোন আধুনিক এভিয়নিক্স নেই। যেভাবেই হোক বিমান বাহিনীকে সাজাতে হবে এবং তা হতে হবে খুব দ্রুত।
মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি। এনিয়ে ষড়যন্ত্র ত্বত্ত না খুঁজে বাস্তব সম্মত চিন্তা করাটাই হবে শ্রেয়। আশা করবো সরকার বিমান বাহিনীকে পর্য়াপ্ত বাজেট দিবেন ও আমাদের বিমান বাহিনী তার সদব্যবহার করবে।
Rushed

 #মাইলস্টোন কলেজের মাহারিন ম্যাম নাকি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি!?   নিরাপত্তার স্বার্থে রাজনৈতিক পরিচয় তিনি কখন...
22/07/2025

#মাইলস্টোন কলেজের মাহারিন ম্যাম নাকি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি!?

নিরাপত্তার স্বার্থে রাজনৈতিক পরিচয় তিনি কখনো দিতেন না। বিএনপি চেয়ারপার্সন যখন অসুস্থ হতেন, নিজে খাবার নিয়ে যেতেন তিনি। যেখানে বিএনপির বাঘাবাঘা নেতারাও যেতে পারতেন না গ্রেফতারের ভয়ে, সেখানে মাহিরিন চৌধুরী যেতেন। কারাগার থেকে হাসপাতাল সবখানে।

বাইরের মানুষ তাকে চিনতেন তিনি মাইলস্টোন কলেজের কো-অর্ডিনেটর। কিন্তু তার আড়ালে তিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামাতো ভাই মহিদুর রহমান চৌধুরীর (তিনি এম আর চৌধুরী নামে পরিচিত) মেয়ে। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর তার পরিবার আগলে রাখেন এই মহিদুর রহমান। কথাগুলো অনেকের অজানা।

আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমীন!

DR. T A S N I M  J A R A:: আজকের দুর্ঘটনায় অনেক শিশু গুরুতর পোড়া আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি। এ রকম ঘটনায় রোগীর জীবন বাঁচা...
21/07/2025

DR. T A S N I M J A R A:: আজকের দুর্ঘটনায় অনেক শিশু গুরুতর পোড়া আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি। এ রকম ঘটনায় রোগীর জীবন বাঁচানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তাকে ইনফেকশন থেকে রক্ষা করা।

আমরা সবাই সাহায্য করতে চাই। কিন্তু অনেক সময় না জেনে কিছু করলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। আর পোড়ার পরের ইনফেকশন সাধারণ ইনফেকশনের মতো না। এটা অনেক বেশি মারাত্মক হতে পারে।

কারণ পোড়ার ফলে ত্বকের বাইরের স্তরটা ধ্বংস হয়ে যায়। কখনো কখনো ত্বকের সবগুলো স্তরই ধ্বংস হয়ে যায়। অথচ এই ত্বকই আমাদের শরীরের সবচেয়ে বড় সুরক্ষা-পর্দা। ব্যাকটেরিয়া আর অন‍্যান‍্য জীবাণু যাতে শরীরে ঢুকতে না পারে, সেটাই ছিল এর কাজ। যখন ত্বক পুড়ে যায়, তখন শরীর উন্মুক্ত হয়ে পড়ে ইনফেকশনের কাছে।

এ ছাড়া পোড়া রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কমে যায়। শরীর প্রচুর তরল ও প্রোটিন হারায়, রক্তে বিভিন্ন জটিলতা তৈরি হয়। এই সব মিলিয়ে ইনফেকশন ছড়িয়ে পড়তে খুব অল্প সময় লাগে। শুরুতে সামান্য জ্বর দিয়ে শুরু হলেও, সেটা দ্রুত রক্তে ছড়িয়ে গিয়ে সেপসিস করতে পারে, যা অনেক সময় মৃত্যুর দিকে নিয়ে যায়।

তাই যারা রোগীকে দেখতে যাচ্ছেন বা বিভিন্নভাবে রোগীকে সাহায্য করার চেষ্টা করছেন, তাদের জন্য কিছু তথ্য। এই বিষয়গুলো খেয়াল রাখলে বড় ক্ষতি এড়ানো সম্ভব:

১। রোগীর আশেপাশে ভিড় করবেন না। যদি কোন কারণে যেতেই হয়, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে যাবেন। রোগীর বেড বা ফার্নিচার স্পর্শ করবেন না। গ্লাভস, মাস্ক, গাউন ব্যবহার করতে পারলে আরও ভালো।

২। ৭০% অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার কিনে রাখুন। কেউ যদি দেখতে আসেন, তাকে রোগীর বিছানায় না বসতে বলুন।

৩। অনেকেই প্রাথমিকভাবে পোড়া জায়গায় ডিম, টুথপেস্ট বা ঘরোয়া কিছু লাগান। দয়া করে এসব করবেন না। এগুলো ইনফেকশনের ঝুঁকি বাড়ায়, আর পোড়া জায়গার আসল অবস্থা বোঝাও কঠিন হয়।

৪। ড্রেসিং পরিবর্তনের আগে ও পরে ভালো করে হাত ধুতে হবে। কোন কারণে যদি আপনার ড্রেসিং পরিবর্তন করতে হয়, তাহলে ডাক্তার বা নার্সদের কাছ থেকে ভালো করে শিখে নিতে হবে কীভাবে ড্রেসিং করতে হয়। না জেনে এই কাজে হাত দেওয়া ঠিক না।

৫। প্রতিবার ড্রেসিংয়ের সময় পোড়া জায়গা খেয়াল করে দেখতে হবে। যদি ফোলা বাড়ে, ব্যথা বেড়ে যায়, বা পুঁজের মতো কিছু দেখা যায়, অবিলম্বে চিকিৎসককে জানাতে হবে।

৬। যেসকল রোগীর শ্বাসনালী পুড়ে গেছে, তাদের যদি শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৭। টিটেনাস টিকা দেওয়া আছে কি না জেনে নেবেন। না থাকলে চিকিৎসককে জানাতে হবে।

এই কথাগুলো এখন জানলে, আজকে যারা হাসপাতালে আছেন, তাদের অনেকের জীবন বাঁচাতে আপনি ভূমিকা রাখতে পারবেন।

 #আপডেটঃ আগামীকাল মঙ্গলবারের এইচএসসি পরিক্ষা স্থগিত করা হয়েছে।
21/07/2025

#আপডেটঃ আগামীকাল মঙ্গলবারের এইচএসসি পরিক্ষা স্থগিত করা হয়েছে।

বৃটিশ গণমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স, সিএনএন, মার্কিন বার্তা সংস্থা এপি, পাকিস...
21/07/2025

বৃটিশ গণমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স, সিএনএন, মার্কিন বার্তা সংস্থা এপি, পাকিস্তানের জিও নিউজ, মধ্যপ্রাচ্যের আরব নিউজ, ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের এই ট্রাজিক দুর্ঘটনার কথা।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের স্কুল ভ....

এখন আর সময় নেই ‘চোরাবালিতে পা ফেলেও হাঁটা’ চলতে থাকার। যে আন্দোলন জনগণের জন্য ছিল, তা যেন ক্ষমতার ছায়ায় থাকা কিছু স্ব...
21/07/2025

এখন আর সময় নেই ‘চোরাবালিতে পা ফেলেও হাঁটা’ চলতে থাকার। যে আন্দোলন জনগণের জন্য ছিল, তা যেন ক্ষমতার ছায়ায় থাকা কিছু স্বার্থান্বেষীর খেলার মাঠে পরিণত না হয়।

[বিএনপির শত্রু এখন বিএনপিই—এ সত্য যত তাড়াতাড়ি দলটি উপলব্ধি করতে পারবে, ততই তাদের অস্তিত্ব রক্ষা সম্ভব হবে।]

২০২৪ সালের জুলাই আন্দোলনের উত্তাল ঢেউ এখন অনেকটাই স্তিমিত। শেখ হাসিনার সরকারবিরোধী কর্মসূচির মাধ্যমে জনমনে পরি...

She saved 20+ lives. Lost her own...Salute Mam🙏 🫡   একজন শিক্ষকের কাছে,নিজের জীবনের থেকে প্রিয় থাকে তার ছাত্র/ ছাত্রী। ত...
21/07/2025

She saved 20+ lives. Lost her own...
Salute Mam🙏 🫡

একজন শিক্ষকের কাছে,নিজের জীবনের থেকে প্রিয় থাকে তার ছাত্র/ ছাত্রী। তাই প্রমাণ করে গেলেন মিস।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিক
মাহরিন মিস মারা গেলেন একটু আগে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি॥
প্রায় ২০টি শিশুর জীবন বাঁচালেন নিজে ৮০% অগ্নিদগ্ধ হয়েও! মৃত্যুঞ্জয়ী বীর আমাদের এই বোনটা শিখিয়ে দিয়ে গেলেন মানবতার জয়গান।

"এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ,
মরণে তাহাই তুমি করে গেলে দান।"

মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক॥

21/07/2025
ফাইটার কেনার পয়সা নাই, অফিসারদের প্লট-ফ্লাট, ভালো গাড়ি দেওয়ার টাকা আছে। ইভেন "মোচ রাখলে মাসিক ৫০০" টাকা ভাতার ব্যবস্থ...
21/07/2025

ফাইটার কেনার পয়সা নাই, অফিসারদের প্লট-ফ্লাট, ভালো গাড়ি দেওয়ার টাকা আছে। ইভেন "মোচ রাখলে মাসিক ৫০০" টাকা ভাতার ব্যবস্থাও আছে। জনগণের টাকা নয়ছয়ের কোন লেভেল ভাবা যায়! চিন্তা করে দেখেন৷ মোচ রাখার জন্যেও টাকা বরাদ্দ। এই হলো এয়ারফোর্স।
হাসিনার আমলে ইন্ডিয়াপ্রেমে মশগুল হয়ে মোচ রাখার জন্য নতুন এই ভাতা চালু করে। অথচ, দাঁড়ি রাখতে আলাদা অনুমতি লাগে।
"সংস্কারের ঢেউ সেনা, বিমান, নৌবাহিনীতেও আছড়ে পড়ুক। বিলুপ্ত হোক সকল দুর্নীতি আর ভীনদেশের তাবেদারি।"

21/07/2025

চিকিৎসক ও নার্সরা পরিস্থিতি সামলাতে যেখানে হিমশিম খাচ্ছেন। সেখানে
রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা _এই মুহুর্তেই _কেনো হাসপাতালে গিয়েছিলো???
ওরা কী কোনোদিনও মানুষ হবে না?

21/07/2025

পুড়ে যাওয়া এক শিক্ষার্থীর প্যান্ট এতটাই পুড়ে গেছে যে পশ্চাৎদেশ দেখা যাচ্ছে। তাকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে এতগুলো মানুষ কেউ ছেলেটাকে ধরতে এগিয়ে আসছে না। ছেলেটা একাই দিক বিদিক হয়ে ইমারজেন্সির দিকে যাচ্ছে!

সবাই ভিডিও করছে, কেউ এগিয়ে আসছে না।

যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে তার খানিকটা সামনেই পুড়ে যাওয়া এক শিশু সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে। তার মুখ, মাথার চুল, চোখের পাঁপড়ি, কান পুড়ে বিকৃত হয়ে গেছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এতগুলো মানুষ কিন্তু কোথাও শিশুটির মা নেই। কোথাও বাবা নেই যে তাকে বুকের মধ্যে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দিবে।

এই বাচ্চাগুলো সামান্য উষ্ঠা খেয়ে পড়ে গেলে মায়েদের কলিজা ছিঁড়ে যেত।
এই বাচ্চাগুলো কোথাও একটু ব্যথা পেলে বাবাদের চোখ ভিজে যেত।

বাচ্চাগুলারে রহম করো মাবুদ, এদের লাশের ভার বাবা মা বইতে পারবে না...
©Sohel r rana

Adresse

Bron

Téléphone

+33662502038

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque MigrantWatch - মাইগ্রেন্টওয়াচ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à MigrantWatch - মাইগ্রেন্টওয়াচ:

Partager