08/06/2025
“এই মেয়েটির ভাইরাল ছবি নেট দুনিয়া কাঁপাচ্ছে, কিন্তু পেছনের কাহিনি ১০০% ভয়ংকর!”
গত কয়েকদিন ধরে একটা মেয়ে ভাইরাল—তার মাগশট (mugshot) ছবিতে স্টাইল, কনফিডেন্স সব আছে। কিন্তু জানেন এই ছবির পেছনের ঘটনা? এটা কোন মডেলিং ফটোশ্যুট না, এটা এক মায়ের গ্রেপ্তারের ছবি, যাকে রাস্তায় মাটিতে ফেলে তুলে নিয়ে গেছে পুলিশ!
ঘটনাটা জর্জিয়ার সাভান্না শহরের।
এক মা (Verner Ross) আর তার ছেলে (Qua Maine Williams) যাচ্ছিলেন পোস্ট অফিসে, পথে এক লোক তাদের ছুরি নিয়ে ভয় দেখায়। ছেলে আত্মরক্ষায় রাস্তা থেকে দুইটা লোহার পাইপ তুলে নেয়। পরে তারা McDonald’s এর সামনে গেলে পুলিশ এসে ছেলেকে simple assault আর মাকে obstruction এর দায়ে গ্রেফতার করে।
⚠️ কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না!
মাকে রীতিমতো মাটিতে ফেলে, চুল ধরে, জোর করে টেনে নিয়ে যায় পুলিশ।
এই দৃশ্য এক পথচারী ভিডিও করে রাখে…
ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় – মানুষ ক্ষেপে যায়, প্রশ্ন তোলে:
“এই কি পুলিশি কাজের নিয়ম? এইভাবে একজন মা কে তুলতে হয়?”
📢 এত চাপের পর অবশেষে সাভান্নার মেয়র বলেন,
“এই ঘটনার তদন্ত হোক, পুলিশ ঠিক করেছে নাকি বাড়াবাড়ি করেছে সেটা পরিষ্কার হোক।”
এখন সেই ভাইরাল মাগশট হয়ে গেছে নেট দুনিয়ার আলোচনার কেন্দ্র।
কেউ বলছে: “She looks like an influencer”
আরেকজন লিখেছে: “Definitely has a picture of Damon Salvatore in her room!”
👁 কিন্তু ভাই, আসল কথা হলো—একটা ছবি ভাইরাল হলেও, তার পেছনে একটা কষ্টের কাহিনি লুকিয়ে থাকে।
এই ঘটনাটা শুধু ভাইরাল মেম না, এটা একটা মায়ের অপমান আর পুলিশের জবাবদিহিতার প্রশ্ন।
⸻
👉 আপনি কী মনে করেন?
পুলিশ ঠিক করেছে নাকি বাড়াবাড়ি করেছে?
কমেন্টে জানান 🔽