22/11/2024
ফ্রান্সের খবর
২৬ জানুয়ারি ২০২৪ থেকে নতুন ইমিগ্রেশন আইনে OQTF বা ছখতি লেটার এর মেয়াদ ৩ বৎসর পর্যন্ত কার্যকর করা হয়েছে।
এখন এই নিয়ে একটি বিতর্ক ছিলো যে, ২৬ জানুয়ারি ২০২৪ এর আগে যারা ছখতি পেয়েছিলো, তাদের বেলায় কি আগের নিয়ম বহাল থাকবে??
দুঃখজনক হলেও এই প্রশ্নের উত্তর হচ্ছে “না”
La Cour de cassation এর রায় অনুযায়ী অতীতেও যারা ছখতি পেয়েছেন, ছখতির সেই দিন হতে ৩ বৎসর পর্যন্ত তা ভালিড থাকবে। তার মানে হচ্ছে, যেই ব্যক্তি ২০২৩ এ ছখতি পেয়েছেন, তিনাকে ২০২৬ পর্যন্ত অপেক্ষা ও সতর্ক থাকতে হবে।
তারপরও বিস্তারিত আপনাদের উকিলের কাজ থেকে আরো ভালো ভাবেই জেনে নিবেন বলে আশা রাখছি।