France Bangla

France Bangla দেশ -বিদেশের আপডেট নিউজ পেতে পেইজে লাইক ও ফলো করে সাথে থাকুন France Bangla

মাতৃত্বের এক অনন্য দৃশ্য: রিযিকের মালিক আল্লাহঢাকার মিরপুর রূপনগর বাজারের ব্যস্ত মাছের আড়তে।এখানে এক মা বিড়াল তার ছোট ছো...
30/08/2025

মাতৃত্বের এক অনন্য দৃশ্য: রিযিকের মালিক আল্লাহ

ঢাকার মিরপুর রূপনগর বাজারের ব্যস্ত মাছের আড়তে।এখানে এক মা বিড়াল তার ছোট ছোট বাচ্চাদের পরম যত্নে দুধ খাওয়াচ্ছে, আর তাদের নিরাপদ আশ্রয় দিয়েছেন আড়তেরই এক ব্যবসায়ী। এই দৃশ্যটি বাজারে আসা-যাওয়া করা অনেক মানুষের মনেই নাড়া দিয়েছে।

মাছ ব্যবসায়ী জানান, কিছুদিন আগে মা বিড়ালটি তার আড়তের এক কোণায় কয়েকটি বাচ্চা দেয়। এরপর থেকে তিনি মা বিড়াল ও তার বাচ্চাদের দেখাশোনা করছেন। তিনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন এবং নিশ্চিত করেছেন যেন তারা নিরাপদে থাকতে পারে।

এই প্রসঙ্গে তিনি বলেন, "রিযিকের মালিক আল্লাহ, এই দুনিয়ায় কারো রিযিক কেউ কেড়ে নিতে পারে না।" তার এই সহজ কিন্তু গভীর উপলব্ধিটি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। তার এই মহৎ উদ্যোগ প্রমাণ করে যে, মানুষের মধ্যে এখনও দয়া ও মানবতা বেঁচে আছে।

রাসুল (সাঃ) বলেছেন-মৃত ব্যক্তির জন্য ঐ সময়টা খুব কষ্টকর হয়, যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার...
25/08/2025

রাসুল (সাঃ) বলেছেন-মৃত ব্যক্তির জন্য ঐ সময়টা খুব কষ্টকর হয়, যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে।

এর চেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন তাকে কবরে শুয়ায়ে তাকে মাটি দেয়া হয়, এবং তাকে একা ফেলে সবাই চলে আসে।

আরো কষ্ট হয় যখন শরীর হতে কাপড়,
অলংকার, আংটি,খুলে নেয়া হয়। সেই সময় তার রুহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে, এ চিৎকার জীন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়।

সে তখন চিৎকার করে বলতে থাকে- তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চোপড়, অলংকার, ধীরে ধীরে খুলো, যেহেতু এই মাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাব হতে নিস্কৃতি পেয়েছি।

যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয়- তখন সে বলেতে থাকে-হে গোসল দাতাগণ, আমার দেহে জোরে মর্দন করোনা, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ,ক্ষত -বিক্ষত হয়ে গেছে।

যখন মৃতকে কাফন পড়ানো হয় তখন মৃত দেহ বলতে থাকে, হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পড়াও না, আমার স্ত্রী, সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদেরকে শেষ বারের মত দেখতে দাও।

তাদের সাথে ইহাই আমার শেষ দেখা। কেয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না।যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়৷

তখন সে বলতে থাকে হে আমার আত্মীয়-স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেওনা, আমার বাড়ি,ঘর, স্ত্রী, কন্যা,সবার কাছ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও।

হে আমার আত্মীয় -স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে কষ্ট দিওনা। তাদের প্রতি অবিচার করোনা।

আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করোনা, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও।

যখন মৃত ব্যক্তিকে-গুরস্তানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে বলেতে থাকে হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয়-স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মত দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখেরাতের কথা ভুলে যেওনা।

তোমরা লক্ষ করে দেখ, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ না করে,যে ধন দৌলত কামায় করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। সব ওয়ারীশগণ বন্টন করে নিচ্ছে।

আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না।

যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃতব্যক্তি বলতে থাকে- হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছো! দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও।

হে বন্ধুগণ-সত্যিই তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি। কিন্তু এমন এক সময় ছিলো তোমরা আমাকে না দেখে এক দিনও থাকতে পারতেনা।টাকা,পয়সা, ধনসম্পদ, সব কিছু তোমাদের জন্য রেখে
যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না। শুধু একটু দোয়া করে যাও।

টাকা,পয়সা, সবকিছু আমি রেখে গেছি। ভোগ বিলাসে মক্ত হয়োনা। আমার জন্য কিছু দান-খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বখশিশ দিও।
মনে রেখ, আমার মত তোমাদেরকেও একদিন চলে যেতে হবে। এতো কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছে করে না।

হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো এবং তুমি আামাদের মাফ করে দাও। 【…আমিন…】❤️

সংগৃহীত

এরা বাংলাদেশের জন্য অহঙ্কার। বাংলাদেশের গর্ব। বাংলাদেশের সূর্য সন্তান। আল্লাহ উনাদের নেক হায়াত দান করুন।
22/08/2025

এরা বাংলাদেশের জন্য অহঙ্কার। বাংলাদেশের গর্ব। বাংলাদেশের সূর্য সন্তান।
আল্লাহ উনাদের নেক হায়াত দান করুন।

মিশর থেকে সমুদ্রে নিক্ষেপ করা শস্যভর্তি বোতলগুলো গ।য।য় এসে পৌঁছেছে। এরকম একটা বোতলের সাথে পাঠানো চিরকুটে লেখা ছিল:"ক্ষমা...
30/07/2025

মিশর থেকে সমুদ্রে নিক্ষেপ করা শস্যভর্তি বোতলগুলো গ।য।য় এসে পৌঁছেছে। এরকম একটা বোতলের সাথে পাঠানো চিরকুটে লেখা ছিল:

"ক্ষমা করে দিও, প্রিয় ভাইয়েরা; এটুকুই আমরা করতে পারি।"

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থ...
23/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফা*য়া*র ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা* রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফা*য়া*র ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"!
💔💙🤲

22/07/2025

বেচে থাকতেই নিজের সন্তান ও পরিবার কে ভালোবাসুন, যেটুকু বাসেন আরও বেশি বাসুন। জীবনের নিশ্চয়তা নাই।😭

পাগল অগলের মতো কথা বলা বন্ধ করা দরকার। লাশের সংখ্যা গোপন করা কি আদৌ সম্ভব? আসুন বাস্তবতা বুঝে আলাপ করি:১. এটা একটি স্কুল...
22/07/2025

পাগল অগলের মতো কথা বলা বন্ধ করা দরকার। লাশের সংখ্যা গোপন করা কি আদৌ সম্ভব? আসুন বাস্তবতা বুঝে আলাপ করি:

১. এটা একটি স্কুল, এবং স্কুলে প্রতিদিন কতজন শিক্ষার্থী উপস্থিত ছিলো—এই হিসাব বের করা খুব সহজ। কারণ স্কুলটিতে ডিজিটাল উপস্থিতি সিস্টেম রয়েছে।

২. ঘটনাটি কোনো রাস্তার মোড়ে বা মার্কেটে হয়নি, যেখানে মানুষের সঠিক সংখ্যা জানা কঠিন। এটা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান, যার প্রতিটি শিশুর তথ্য রেকর্ডে আছে।

৩. সব শিক্ষার্থীই শিশু, এবং যদি কেউ নিখোঁজ থাকে, তাহলে দুই-তিন দিনের মধ্যেই তা মিডিয়ার মাধ্যমে প্রকাশ পাবে। কারণ এ ধরনের তথ্য চাপা থাকেনা।

৪. শিশু নিখোঁজ হলে কোনো মা-বাবা নিশ্চয়ই চুপ থাকবে না, কিংবা মিথ্যা বলবে না। যদি তারা সন্তানকে খুঁজে না পায়, তাহলে অবশ্যই সেটা প্রকাশ্যে আনবে।

সুতরাং, যারা অযথা লাফালাফি করছে, তারা আসলে মিথ্যা রটাচ্ছে। এটা আমার হাসু খালার চাটুকারদের অপপ্রচার ছাড়া আর কিছুই না।

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে...
22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

©Ma'ruf Raihan Khan

22/07/2025

বিমানটি নিষ্পাপ বাচ্চাদের স্কুলে না পড়ে কোন রাজনৈতিক কর্মী সম্মেলনে পড়লে অন্তত কিছু চাঁদাবাজ মুক্ত হতো দেশ ।
দুর্ভাগা জাতি আমরা

22/07/2025

গতকালের দূর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায়নি ভাই। এখানে সরকারের দোষ নেই। অযথা গুতাগুতি না করা ভালো

রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে এলেন তৃতীয় লি’ঙ্গে’র শতাধিক মানুষ
22/07/2025

রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে এলেন তৃতীয় লি’ঙ্গে’র শতাধিক মানুষ

প্রিয় শরিয়তপুর ভেদরগঞ্জ বাসী ,,প্রায় ৪২বছর পর পাকিস্তান থেকে পরিবারের সন্ধান করছে বাংলাদেশের ফরিদা-বেগম।সংক্ষিপ্ত আকারে ...
20/07/2025

প্রিয় শরিয়তপুর ভেদরগঞ্জ বাসী ,,
প্রায় ৪২বছর পর পাকিস্তান থেকে
পরিবারের সন্ধান করছে বাংলাদেশের ফরিদা-বেগম।
সংক্ষিপ্ত আকারে বিস্তারিত --
নাম- ফরিদা বেগম-।
পিতা- আব্দুল খালেক -।
মাতা- আমেনা-।
ভাই- আবুল কালাম- ও আবুল হোসেন
বোন- শাহিদা-।
,
১৯৮৩/৮৪ সালের কোন একটা সময় ১০ বছর বয়সে ঢাকা থেকে কি*"ডন্যাপ হয়ে পাকিস্তানের পা*"চার হয়ে যায় ফরিদা,
বাবার চাকরির সুবাদে ঢাকায় থাকতেন বেশিরভাগ,
ফরিদা বেগম জানান, মাঝেমধ্যে ঢাকা থেকে লঞ্চে করে বাড়ি যেতেন ভেদরগঞ্জ নামের ঘাটে নামতেন । সেখান থেকে ছোট নৌকা বা ট্রলারে নিজ গ্রামে যেতেন ,
ঢাকায় বসবাস করায় নিজ গ্রামের নাম পুরোপুরি মনে না থাকলেও ফরিদপুর অথবা এই ধরনের কোন গ্রামে তাদের বাড়ি ছিল । তাদের বাড়ির পাশে খাল ছিল।
জীবনের লম্বা সময় পাকিস্তানের বসবাসরত ফরিদা এখন বাংলা ভাষা ও ভুলে গিয়েছেন।
পাকিস্তানে পা*-চার হবার ২/৩ বছরের মধ্যে বিয়ে হয় ফরিদার বর্তমানে ছেলে মেয়ে স্বামী সংসার নিয়ে বসবাস করছেন পাকিস্তানের লিয়াকতপুরে
বৃদ্ধ বয়সে এসে ফরিদার জীবনের শেষ ইচ্ছা বর্তমান প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার যুগে অন্তত নিজের পরিবার পরিজনের সাথে একবার কথা বলা ও এক নজর দেখা।
কোন রকম তথ্য দিয়ে সহায়তা করতে পারলে,
কল করুন= 01779058263
অথবা ইমো হোয়াটসঅ্যাপ
+971527948857

Adresse

Garges-lès-Gonesse
95140

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque France Bangla publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à France Bangla:

Partager