France Bangla

France Bangla দেশ -বিদেশের আপডেট নিউজ পেতে পেইজে লাইক ও ফলো করে সাথে থাকুন France Bangla

ভারতীয় বিএসএফ বাংলাদেশের ১টা ছাগল নিয়ে গিয়েছিল, তার প্রতিবাদে বিজিবি ৩টা ভারতীয় গরু নিয়ে চলে আসছে।
10/12/2025

ভারতীয় বিএসএফ বাংলাদেশের ১টা ছাগল নিয়ে গিয়েছিল, তার প্রতিবাদে বিজিবি ৩টা ভারতীয় গরু নিয়ে চলে আসছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদ...
10/12/2025

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না।

বুধবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণের সময় এ কথা বলেন তিনি। এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।

#খবর #আজকেরখবর #বাংলাদেশরাজনীতি

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পূর্বে নিজের কূটনৈতিক পাসপোর্ট...
10/12/2025

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পূর্বে নিজের কূটনৈতিক পাসপোর্টসহ আয় ও সম্পদ বিবরণীর হিসাব জমা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আলহামদুলিল্লাহ্‌! মা-মেয়ের খুনি জানোয়ারটাকে গ্রেফতার করা হয়েছে।হত্যার কারণ হিসেবে খুনি নাকি বলেছে - কাজ শেষে চলে যাওয়ার ...
10/12/2025

আলহামদুলিল্লাহ্‌! মা-মেয়ের খুনি জানোয়ারটাকে গ্রেফতার করা হয়েছে।
হত্যার কারণ হিসেবে খুনি নাকি বলেছে - কাজ শেষে চলে যাওয়ার সময় চুরির অপবাদ দিয়ে দেহ তল্লাশি করতে চেয়েছিলো। সেই কারণেই এই ঘটনা ঘটেছে। ডাহা মিথ্যে কথা।

তোর কাছে Folding Knife আগে থেকে কেন ছিলো? এটা কেন নিজের সাথে বহন করেছিস? তোর তো আগে থেকেই এই ঘটনা ঘটানোর প্ল্যান ছিলো। নইলে অস্ত্র কেন বহন করবি।

খুনির গলায় পুড়ে যাওয়ার দাগ। এই পোড়া দাগটাই হয়তো তাকে খুঁজে পেতে সবচেয়ে বেশী সাহায্য করেছে। কারণ বোরকা পড়ে আসা যাওয়ার কারণে তার ফেস সেভাবে কেউ দেখেনি। সিসি ক্যামেরাতেও আসেনি ছবি।

নিয়োগের সময় যেমনটা খুনি আয়েশা বলেছিলো - তার গ্রামের বাড়ি রংপুর (আজ জানা গেলো বরিশাল) জেনেভা ক্যাম্পে চাচা-চাচির সঙ্গে থাকেন। বাবা-মা আগুনে পুড়ে মারা গেছেন, তার শরীরেও আগুনে পোড়ার ক্ষত রয়েছে।

আর এই কারণেই বলা যায় - অসহায় একটি মেয়েকে দয়া করে চাকুরী দিয়েছিলেন নিহত লায়লা আফরোজ। কিন্তু এই দয়ার মূল্য দেয়নি এই সাইকো খুনি। তাকে ৩০টি এবং তার মেয়েকে ৬টি কুপিয়ে অত্যন্ত কষ্ট দিয়ে, নৃশংসভাবে হত্যা করেছে।

হত্যার সময় ধস্তাধস্তিতে হয়তো হাতটা কেটে গিয়েছিলো। আর সেই কারণেই হাতে ব্যান্ডেজ।

প্রশাসনকে ধন্যবাদ জানোয়ারটাকে গ্রেফতার করার জন্য। কিন্তু আমার আফসোস একটাই, সাইকো-জানোয়ারটার ফাঁসি হবে না।

কারণ বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীর ফাঁসি হয়নি। ওরও হবে না :)

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হ*ত্যা**র ঘটনায় মূল আ*সা*মি আয়েশাকে গ্রে*প্তা*র করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপ...
10/12/2025

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হ*ত্যা**র ঘটনায় মূল আ*সা*মি আয়েশাকে গ্রে*প্তা*র করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র থেকে জানা যায় বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রে*প্তা*র করা হয়েছে

10/12/2025

নিজ জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। যাকে বাংলাদেশের পুরো মানুষ চিনে!

ছবিতে সংযুক্ত বাংলাদশি নাগরিক প্রায় ৫০ বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইরানে অনুপ্রবেশ করেন। এখন শারিরীকভাবে অসুস্থ হয়ে দ...
10/12/2025

ছবিতে সংযুক্ত বাংলাদশি নাগরিক প্রায় ৫০ বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইরানে অনুপ্রবেশ করেন।

এখন শারিরীকভাবে অসুস্থ হয়ে দেশে ফিরে যেতে চান। উনি তেহরান থেকে প্রায় ১১০০ কিলোমিটার দূরের শহর বন্দর আব্বাসে ছিলেন।

বাংলাদেশ দূতাবাস তেহরানকে সেখানে বসবাসরত কিছু প্রবাসী বাংলাদেশি অবহিত করলে আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সহযোগিতায় উনাকে তেহরানে নিয়ে আসি।

উনার কাছে হাতে লেখা একটি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। উনি এতবছর আগে আসায় অনেককিছুই ভুলে গিয়েছেন।

উনার দেয়া তথ্যগুলো এরকম:

*নাম:* মো: আব্দুল মান্নান

*পিতার নাম:* আক্তারুজ্জামান

*ঠিকানা :* গ্রাম :নাওয়াগাঁও,পোস্ট অফিস : খেলাফত বাজার ,ওয়ার্ড নং- ০৮,উপজেলা: বেগমগঞ্জ ,জেলা: নোয়াখালী।

*বৈবাহিক অবস্থা :* অবিবাহিত

*ভাইয়ের নাম :* বারিক

*বোনদের নাম:* পেয়ারা,রশিদা,শহিদা।

*কোন এক বোনের ছেলের নাম :* ইসলাম

তিনি বর্তমানে ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশ দূতাবাস তেহরানের তত্ত্বাবধানে একটা হোটেলে অবস্থান করছেন। সেখানে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে দেশে পাঠানো হবে। তার আগে উনার পরিবারকে খুঁজে বের করা জরুরি।

আমরা বেগমগঞ্জ উপজেলা প্রশাসনকে পত্র মারফত অনুরোধ জানিয়েছি। আপনাদের মধ্যে কেউ যদি বেগমগঞ্জে থাকেন তাহলে একটু সহযোগিতা করবেন।

দীর্ঘ মেসেজের জন্য ক্ষমাপ্রার্থী ও অগ্রিম ধন্যবাদ।
: সংগৃহীত

রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ Hasnat Abdullah
10/12/2025

রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ Hasnat Abdullah

🇫🇷 ফ্রান্সে ২০২৬ থেকে নতুন নিয়মগুলো 👇
09/12/2025

🇫🇷 ফ্রান্সে ২০২৬ থেকে নতুন নিয়মগুলো 👇

প্রবাস থেকে ভাই টাকা পাঠাচ্ছে আর ছোট ভাই সেই...... see more
09/12/2025

প্রবাস থেকে ভাই টাকা পাঠাচ্ছে আর ছোট ভাই সেই...... see more

প্রত্যেকটা দপ্তরে এরকম অভিযোগ ব্ক্স দরকার।পাশাপাশি এগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা নিলে হয়ত কিছুটা হলেও মান...
09/12/2025

প্রত্যেকটা দপ্তরে এরকম অভিযোগ ব্ক্স দরকার।পাশাপাশি এগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা নিলে হয়ত কিছুটা হলেও মানুষ উপকৃত হত।

Adresse

Garges-lès-Gonesse
95140

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque France Bangla publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à France Bangla:

Partager