France Bangla

France Bangla দেশ -বিদেশের আপডেট নিউজ পেতে পেইজে লাইক ও ফলো করে সাথে থাকুন France Bangla
(1)

08/07/2025

আইফেল টাওয়ারের পাশে প্যারিসের ঐতিহাসিক সেইন নদীতে নৌকায় ভ্রমণ 💓

08/07/2025

ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে ঐতিহাসিক সেইন নদীতে নৌকায় ভ্রমণ 💓

একদল বানর প্রতিদিন এক কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করত।😋👨‍🦯 কৃষক লাঠি নিয়ে তাড়াত, তাই তারা মনভরে খেতে পারত না।😢 একদিন হ...
07/07/2025

একদল বানর প্রতিদিন এক কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করত।😋
👨‍🦯 কৃষক লাঠি নিয়ে তাড়াত, তাই তারা মনভরে খেতে পারত না।

😢 একদিন হঠাৎ কৃষক মা'রা গেলেন।
🙉🐒🥰 বানররা খুশিতে লাফাতে লাগল—আর কেউ তাড়া করবে না!

কিন্তু…
⏳ বছর ঘুরতেই আর ভুট্টা জন্মাল না।
🍃 মাঠ শূন্য, খাবার নেই… ক্ষুধার কষ্টে তারা বুঝতে পারল—
যাকে শত্রু ভেবেছিল, সেই-ই ছিল তাদের খাবারের উৎস।💔💔

---

📚 শিক্ষা:
🧠 আপনি আজ যাকে অবহেলা করছেন,
কাল সে না থাকলে তার মূল্য খুব ভালোভাবে বুঝতে পারবেন।🥲🥲

---

#জীবনেরশিক্ষা 🌱 #মূল্যবোধ 💡 #অনুপ্রেরণা 💬 #বাংলাগল্প 📖 #শিক্ষণীয় ✅ France Bangla
#ফটগ্রাফি

নাম উল্লাস পাল।৪৪তম বিসিএসের ফলাফলে প্রশাসন ক্যাডার হয়েছেন। জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। কিন্তু শিক্ষাজীবনে ঢাকা বিশ্...
06/07/2025

নাম উল্লাস পাল।
৪৪তম বিসিএসের ফলাফলে প্রশাসন ক্যাডার হয়েছেন। জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। কিন্তু শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতিবন্ধী কোটা নেননি।

এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৪৬৩তম হয়ে ভর্তি হন ব্যবস্থাপনা বিভাগে।

কারো করুণা নিয়ে নয়, সবার সাথে প্রতিযোগিতা করেই ভর্তি হয়েছেন।

জন্মগতভাবেই দুই হাত-পা বাঁকা। অনেক চিকিৎসা করেছেন তার পরিবার কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি। বাবা নিজে তাকে স্কুলে নিয়ে গেছেন, মায়ের স্নেহে নিজের মেধাকে শান দিয়েছেন।

৪০তম, ৪১তম ও ৪৩তম বিসিএসে অংশ নেন নিজেকে প্রস্তুত করতে। ৪০তম পাস করেও কোনো পদ পাননি। অনেকটাই হতাশ হন। ৪১তম বিসিএসে জুনিয়র ইন্সট্রাক্টর পদে সুপারিশ পান।

পরে ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নড়িয়া সরকারি কলেজে লেকচারার হিসেবে যোগদান করেন। কিন্তু তার স্বপ্ন যেনো তখনো অপূর্ণতা। কারণ তার জীবনের চূড়ান্ত ইচ্ছে প্রশাসন ক্যাডার হওয়া। তার স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার হওয়া।

আর সেই স্বপ্ন পূরণ হলো। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তিঁনি। অভিনন্দন ভাই উল্লাস। জীবন এমনি, নিজের ইচ্ছে আর চূড়ান্ত শক্তিতে নিজেকে এগিয়ে নিতে হয়।

প্রশাসনে বিসিএস ক্যাডার তিনি হননি, হয়েছেন তার মা-বাবা। পরিবারে কত রকমের কথা শুনতে হয়েছে, কাছের মানুষদের কাছে। আজ তারা দেখুক, উল্লাস প্রশাসনে বিসিএস ক্যাডার।
France Bangla

সৌদি প্রবাসী রুবিনা। দেশে রেখে যাওয়া অসুস্থ বাচ্চার অপারেশন করাতে বৃহস্পতিবার সকাল ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে ...
06/07/2025

সৌদি প্রবাসী রুবিনা। দেশে রেখে যাওয়া অসুস্থ বাচ্চার অপারেশন করাতে বৃহস্পতিবার সকাল ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় ঢুকতেই..
- বইন কই যাবা?
- জয়পুর হাট
- আরে কও কি বইন! আমার বাড়ি দিনাজপুরের হিলি! আমিও ঐ দিক যামু
- এয়ারপোর্টে কেনো আসছেন?
- একমাত্র বইনকে এট্টু আগে দুবাইতে পাঠাইয়া দিলাম। পরানডা ছিঁড়া যাইতাছে বইন 🙁
কাছাকাছি এলাকার অপরিচিত তাজুলকে পেয়ে রুবিনা মনে জোর পেলেন। একসাথে বাসে উঠে গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথিমধ্যে ভাই-বোন অনেক সুখ-দুঃখের গল্পও করলেন। স্বামীর সাথে ডিভোর্স, একমাত্র বাচ্চার মায়া ছেড়ে বাচ্চার ভবিষ্যত গড়তেই বিদেশ গমন, আরও কতকি!
ফার্মগেটে বাস পরিবর্তন। রুবিনার ক্ষুধা পেয়েছে। ভাই তাজুল চট করে পাউরুটি আর পানি কিনে নিয়ে আসলেন। রুবিনা টাকা দিতে চাইলে তাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, "তুমি সত্যই আমার বোন হলে আজ এমন করে টাকা দিতে চাইতে না। আসলে পর কখনো আপন হয় না 🙁"
বাস গাবতলীর পথে। রুবিনা পাউরুটি খেয়ে বোতলের মুখে পানি খেতে গিয়ে একটু পানি মুখ বেয়ে পড়ছিলো। ভাই তাজুল নিজের রুমাল বের করে সযত্নে পানি মুছে দিলেন।
রুবিনা বুঝতে পারছে, রুমালের ছোঁয়ায় তার সেন্স কমে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। ভাই সাহেব রুবিনার ভ্যানিটি ব্যাগ খুলে সবগুলো টাকা পকেটে ঢুকাচ্ছেন। রুবিনা চেয়ে চেয়ে দেখছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। রুমালের জাদুতে হ্যাং হয়ে স্ট্যাচু বনে গেছেন।
তাজুল টাকা মোবাইলসহ দামী জিনিষপত্র নিয়ে ভাইয়ের আদরে রুবিনার মাথায় হাত বুলিয়ে নেমে পড়লেন। মিনিট পাঁচেক পর রুবিনার হাতমুখ সচল হলেও কান্না ছাড়া কোনও গতি নেই।
বাচ্চার হার্নিয়ার অপারেশন করতে আনা সবগুলো টাকা উধাও। বাস ভাড়া দেয়ার টাকাও নেই। পাশের এক ভদ্রলোক এক'শ টাকা দিয়ে সাহায্য করলেন।
রুবিনা ঘুরে দাঁড়ালেন। বাস থেকে নেমে ভ্যানিটি ব্যাগ ঘেটে ঢাকায় শম্পার বাসার ঠিকানা লেখা কাগজটা বের করলেন। শম্পা তার সাথে সৌদিতে কাজ করে। সাত আট দিন আগে দেশে আসছে।
শম্পার বাসা থেকে রুবিনা পরপর তিনদিন এয়ারপোর্ট এলাকায় চিরুনি অভিযানে আসেন। আজ চতুর্থ দিন তিনি সফল, ভাই তাজুল তার চোখ এড়াতে পারেননি।
ঠিক একই জায়গায় আজ তাজুল আরেক বিদেশ ফেরত পুরুষ যাত্রিকে বলছিলেন, "একটু আগে ছোট ভাইটারে বিদেশ পাঠাইলাম 🙁 পরানডা.."
'পরানডা ছিঁড়ার' আগেই বাঘিনীর মত ক্ষীপ্র বেগে রুবিনা তার কলার ধরে উত্তম মধ্যম দেয়া শুরু করেন। এরপর...
France Bangla

ক্ষমতায় গেলে ফ্রান্সের কাগজহীন অভিবাসীদের কাগজ দিবো। ফ্রান্সের সকল কাগজহীন বা অনিয়মিত অভিবাসীদেরকে কাগজ দেয়া বা নিয়মিত ক...
04/07/2025

ক্ষমতায় গেলে ফ্রান্সের কাগজহীন অভিবাসীদের কাগজ দিবো। ফ্রান্সের সকল কাগজহীন বা অনিয়মিত অভিবাসীদেরকে কাগজ দেয়া বা নিয়মিত করা উচিত। কারণ তারা ফরাসি অর্থনীতিতে অবদান রাখছে। তারা কর্ম করছে, শ্রম দিচ্ছে। এই কথাগুলো বলেন ফ্রান্সের বামপন্থী LFI দলের সভাপতি রাজনীতিবিদ Jean-Luc Mélenchon। তিনি আজ বৃহস্পতিবার মিডিয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। Jean-Luc Mélenchon বলেন ভবিষ্যতে LFI দল সরকার গঠন করতে পারলে আমরা ফ্রান্সে বসবাসরত সকল কাগজহীন অভিবাসিদের কাগজ দিবো বা নিয়মিত করবো। কারণ আমাদের দলের কর্মসূচি ও নির্বাচনি ইস্তেহারেও আমরা তা ঘোষণা দিয়েছি। বর্তমান ফ্রান্স পার্লামেন্টে LFI দলের আসন সংখ্যা ৭১টি। সরকার গঠন করতে ২৮৯ টি আসনের প্রয়োজন। ফ্রান্সে কাগজহীন সকল বাংলাদেশী ভাই বোনেরা যার যার অবস্থান থেকে LFI দলের জন্য কাজ করা বা সমর্থন করা উচিত।.....................................................

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।অধ্যাপক থেমে গিয়ে বললেন, কে শিস দিল?ক...
01/07/2025

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।

অধ্যাপক থেমে গিয়ে বললেন, কে শিস দিল?

কেউ কোনো উত্তর দিল না।

তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল।অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন, কে শিস দিচ্ছে?

তবু কেউ উত্তর দিল না।

তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শিস এল, তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন, আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।

ক্লাসে নেমে এল নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল।

অধ্যাপক বললেন, এক রাতে ঘুম আসছিল না, অস্থির হয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। হঠাৎ দেখি এক বৃদ্ধা, হাতে ভারি বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, মা, কিছু সাহায্য লাগবে?

তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন। চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন।

তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’

আমি বললাম, নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারব।

তিনি হেসে বললেন, নাম বলার দরকার নেই। আপনি নিজেই তাকে চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।

এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকালো সেই শিস দেওয়া ছাত্রের দিকে!

অধ্যাপক তখন বললেন, এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?

#লেখকের নাম জানি না। গল্পটা ভালো লাগায় ফেসবুক থেকে কপি করেছি।
👉France Bangla ✅️

খারাপ সিদ্ধান্তের ভালো ফল! 🍊🌱একটি জুস কোম্পানি ৯০-এর দশকে প্রায় ১২,০০০ টন কমলার খোসা ফেলে দিয়েছিল।১৬ বছর পর, সেই নির্জী...
28/06/2025

খারাপ সিদ্ধান্তের ভালো ফল! 🍊🌱

একটি জুস কোম্পানি ৯০-এর দশকে প্রায় ১২,০০০ টন কমলার খোসা ফেলে দিয়েছিল।
১৬ বছর পর, সেই নির্জীব জমি সবুজে ভরে উঠল।

প্রকৃতি নিজের মতো করেই প্রতিদান দেয়। 💚

‘গো‘র-খো-দক’ মনু মিয়া আর বেঁ-চে নেইইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
28/06/2025

‘গো‘র-খো-দক’ মনু মিয়া আর বেঁ-চে নেই

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

26/06/2025

ভারতীয় সামরিক কর্মকর্তারা এখনো ঢাকা সেনা সদরে প্রশিক্ষক হিসেবে কর্মরত।

25/06/2025

🚀🛬বাংলাদেশেই তৈরি হলো মি'সা'ইল বহনকারী অত্যাধুনিক সা'মরিক ড্রো'ন💓 👉France Bangla ✅️

Daily Naya Diganta Daily Ittefaq Jamuna Television Prothom Alo Begum Khaleda Zia Bd24report Joyjatra Television Mohona tv Daily Jugantor Maasranga Television Ekushey Television - ETV Bisswa Bangla Top Fans bdnews24.com France Bangla News.com Ekattor Plus দেশ-দেশান্তর Muhammad Yunus Asif Mahmud Shojib Bhuyain Hasnat Abdullah Hasnat Abdullah ゚viralシ ゚viralシfypシ゚viralシalシ Kaler Kantho Ekattor

Adresse

Garges-lès-Gonesse

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque France Bangla publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à France Bangla:

Partager