France Bangla

France Bangla দেশ -বিদেশের আপডেট নিউজ পেতে পেইজে লাইক ও ফলো করে সাথে থাকুন France Bangla

07/10/2025
২০২৩ সালে, যখন ঘূর্ণিঝড় 'ওটিস' চুরমার করে দিয়েছিলো মেক্সিকোর আ্যাকাপুলকো অঞ্চলটিকে, নিশ্চিহ্ন করে দিয়েছিলো বাড়িঘর, পুরো ...
06/10/2025

২০২৩ সালে, যখন ঘূর্ণিঝড় 'ওটিস' চুরমার করে দিয়েছিলো মেক্সিকোর আ্যাকাপুলকো অঞ্চলটিকে, নিশ্চিহ্ন করে দিয়েছিলো বাড়িঘর, পুরো এলাকায় হাহাকার পড়ে গিয়েছিলো একমুঠ খাবারের জন্য, চারদিকে ধ্বংসস্তূপ, লাশ, এবং শিশুরা মুমূর্ষু হয়ে পড়ছিলো মায়ের বুকের দুধের অভাবে, ওসময়েই একটি রাস্তায় দেখা গিয়েছিলো অভূতপূর্ব এক দৃশ্য! স্বর্গ নেমে এসেছিলো বিরান পথটার একপাশেঃ

মেক্সিকো সিটি'র উদ্ধারকর্মীদের একজন দলনেত্রী─ অফিসার আরিৎস্‌বেথ দিয়োনিসিয়ো আমব্রোসিয়ো─ একটি অনাহারে জর্জরিত শিশুকে কোলে তুলে নিয়ে নিজ সন্তানের মায়ায় পান করাচ্ছিলেন নিজের বুকের দুগ্ধ! পেশাগত দায়িত্বে নিজের শিশুসন্তানকে ঘরে রেখে আসা আমব্রোসিয়োর কি তখন মনে হচ্ছিলো─ এও তো আমারই সন্তান! জগতের সমস্ত শিশুই তো মায়ের সন্তান। অফিসারের অদূরে তখন বিহ্বল হয়ে বসে ছিলেন শিশুটির উপোসে-দুগ্ধহীন অশ্রুসজল মা।

গায়ে ইউনিফর্ম, কোমরে অস্ত্র, বুকে স্তন্যপানরত অচিন শিশু─ এই দৃশ্যের কী নাম দেবেন আপনি?



©

আচ্ছা এতবড় লাউটা শেষ করতে কতদিন লাগবে! পুরা এক গ্রামের মানুষের ভোজ হয়ে যাবে মনে হয় এক লাউ দিয়ে 😳💚 Subhanalla fans
04/10/2025

আচ্ছা এতবড় লাউটা শেষ করতে কতদিন লাগবে! পুরা এক গ্রামের মানুষের ভোজ হয়ে যাবে মনে হয় এক লাউ দিয়ে 😳💚 Subhanalla
fans

চমৎকার উপস্থাপন
02/10/2025

চমৎকার উপস্থাপন

এই ছবিটা অনেকের কাছে অস্বস্তিকর কিন্তু আমার কাছে অনেক প্রত্যাশার।যেই পাকিস্তানের বীরত্ব দেখে স্বয়ং ট্রাম্প শাহবাজ শরীফকে...
25/09/2025

এই ছবিটা অনেকের কাছে অস্বস্তিকর কিন্তু আমার কাছে অনেক প্রত্যাশার।

যেই পাকিস্তানের বীরত্ব দেখে স্বয়ং ট্রাম্প শাহবাজ শরীফকে হোয়াইট হাউজে আমন্ত্রণ করছে।

সেই পাকিস্তানের সাথে সৌদি প্রতিরক্ষার সবচেয়ে বড় চুক্তিটা করছে।

চীন সবসময় পাকিস্তানকে মাথায় তুলে রাখছে,যা লাগে সামরিক সহায়তা দিচ্ছে।

"দেখেন ৭১ আমরা বিজয়ী হয়েছি আর পাকিস্তান পরাজিত হয়েছে।

পরাজিত হয়েও পাকিস্তান নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে। ট্যাঙ্ক প্রডিউস করেছে, হ্যাঙ্গর-শ্রেণির সাবমেরিন নির্মাণ করেছে ,জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান তৈরি করেছে।

অন্যদিকে, বাংলাদেশ এখনও অধিকাংশ অস্ত্র আমদানি করছে ,নিজের বলতে কিছু নাই বললেই চলে।

ওভারঅল সামরিক সক্ষমতায় পাকিস্তানের থেকে আমরা বহুগুণে পিছিয়ে।

পাকিস্তানের ভিতরে অনেক সমস্যা ,অর্থনীতিও খারাপ তারপরেও তারা বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে।

শুধু জায়গা না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেখলাম।

গা*জার যুদ্ধবিরতির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় মার্কিন প্রেসিডেন্ট ,তুরস্কের প্রেসিডেন্ট ,আরবদেশগুলোর বড় বড় নেতাদের সাথে এক টেবিলে বসে বুক ফুলিয়ে কথা বলছে"।

কিন্তু আমরা এখনো ৭১ এর জেদ ধরে বসে আছি।

যেখানে পুরো পৃথিবী সুবিধার জন্য পূর্বের শত্রুতা ভুলে গিয়ে কাধে কাধ মিলিয়ে প্রযুক্তির উন্নয়ন করছে।

যে যেভাবে পারে ছলেবলে কৌশলে শক্তিশালী হচ্ছে।

কিন্তু আমরা বোকার মতো দিল্লির ন্যারেটিভের ইগু নিয়ে এখনো বসে আছি।

আরে ভাই ,সহজ কথায় ক্যান বুঝেন না!

দিল্লি তো কখনো চাইবে না ,পাকিস্তানকে বন্ধু বানান, তারপর একসাথে কাজ করে শক্তিশালী হোন।

আজকেই দেখলাম, ইরানের বয়স্ক বিজ্ঞানীরা জানপ্রাণ দিয়া পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে।

কেন করছে? দেশ ও জাতিকে সেইফ করার জন্য।

তারা জানে ,কিছুদিন পর মরে যাবে তাছাড়া বিশ্বের নিষেধাজ্ঞা।

তাদের জীবন পরিবারের জীবন সবসময় ঝুকিপূর্ণ জেনেও পরবর্তী প্রজম্মকে শক্তিশালী করে দিতে রাত -দিন কাজ করছে।

চীন, জাপান- ইউরোপের রাজনৈতিক নেতারা আগামী ৫০-১০০ বছরের প্ল্যান নিয়া দেশ উন্নয়ন করছে।

জানপ্রাণ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

কিন্তু আমরা কি করছি?

আমাদের ভবিষ্যত কি?

পরবর্তী প্রজম্মের জন্য কি রেখে যাচ্ছি?

পরবর্তী প্রজম্ম আজাদী হয়ে চলার জন্য কি অবদান রাখছি দেশের নেতা থেকে শুরু করে নীতিনির্ধারকরা হিসাব মিলায়েন!!!

(কপি)

শাহপরানের মেয়ে আ*টক নেপালের হোটেলে।মানসিকভাবে বি*ধ্বস্ত মেয়েটি'র পরিবার'কে খুঁজতে সাহায্য করুন।জেসিকা শারমিন"কাঠমান্ডুর ...
14/09/2025

শাহপরানের মেয়ে আ*টক নেপালের হোটেলে।

মানসিকভাবে বি*ধ্বস্ত মেয়েটি'র পরিবার'কে খুঁজতে সাহায্য করুন।
জেসিকা শারমিন"কাঠমান্ডুর হোটেলে আছেন। সিলেটের শাহপরান এলাকায় তার বাড়ি এটা সে জানিয়েছে।
নেপাল দূতাবাস সুত্রে জানা গেছে মাথায় সমস্যা দেখা দিয়েছে।
সে অস্বাভাবিক আচরণ করতেছে।
তার একটি পরিচয়পত্রে বাবা'র নাম রফিকুল ইসলাম এবং ঠিকানা ১০৭/১০৮ দিগন্ত আবাসিক এলাকা খাদিম"নগর শাহপরান দেখাচ্ছে।

যদি কেউ তার মা" বাবা, বা স্বজন'কে চিনে থাকেন দয়া'করে তাদের'কে নেপাল দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির নাম্বরে যোগাযোগ করার অনুরোধ রইলো।
[Mobile] +880 1948-096276

আমি ঘুইসাপ ""আমাকে কেউ মারবেন না আমি আপনাদের উপকারে আসি বিষধর গোখড়া, রাসেল ভাইপার সাপ আমি ভক্ষণ করি অন্যান্য বিষধর সাপ ...
09/09/2025

আমি ঘুইসাপ ""আমাকে কেউ মারবেন না আমি আপনাদের উপকারে আসি বিষধর গোখড়া, রাসেল ভাইপার সাপ আমি ভক্ষণ করি অন্যান্য বিষধর সাপ আমি ভক্ষণ করি কৃষকদের মাঠে আমি থাকি ফসলি জমিতে, বিষধর রাসেল ভাইপার ও অন্যান্য বিষধর সাপগুলো ফসলি জমিতে থাকে তাদেরকে আমি ধরি ও ভক্ষণ করি,তাই আপনারা আমাকে রক্ষা করুন আমি আপনাদেরকে রক্ষা করব, জনস্বার্থে প্রচার করুন,

বাংলাদেশের ইতিহাসে সবথেকে সুন্দর 50 টাকার নোট ❤️
08/09/2025

বাংলাদেশের ইতিহাসে সবথেকে সুন্দর 50 টাকার নোট ❤️

প্রবাসীদের জন্য সিলেট বিমানবন্দরে যে সেবা চালু করে প্রশংসায় ভাসছেন ডিসি সারওয়ার আলম!! অনেক সময় বিদেশ থেকে আসার সময় যাত্র...
07/09/2025

প্রবাসীদের জন্য সিলেট বিমানবন্দরে যে সেবা চালু করে প্রশংসায় ভাসছেন ডিসি সারওয়ার আলম!!

অনেক সময় বিদেশ থেকে আসার সময় যাত্রীদের দেশি নাম্বার থাকে না, ফলে তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনা। এখন থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিতরে যে কেউ কোনো সিম ছাড়াই ফ্রী ওয়াই-ফাই চালাতে পারবেন : ডিসি সারওয়ার আলম।

নিশ্চয়ই নিজের বাচ্চা হলে কেউ এড়িয়ে যেতেন না । যাদের এই চোখে  এই দৃশ্য পড়বে সকলেই এই বাচ্চাটির জন্য দোয়া করবেন। 🤲 Am...
06/09/2025

নিশ্চয়ই নিজের বাচ্চা হলে কেউ এড়িয়ে যেতেন না ।
যাদের এই চোখে এই দৃশ্য পড়বে সকলেই এই বাচ্চাটির জন্য দোয়া করবেন। 🤲 Amin , আমিন

Adresse

Garges-lès-Gonesse
95140

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque France Bangla publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à France Bangla:

Partager