25/09/2025
এই ছবিটা অনেকের কাছে অস্বস্তিকর কিন্তু আমার কাছে অনেক প্রত্যাশার।
যেই পাকিস্তানের বীরত্ব দেখে স্বয়ং ট্রাম্প শাহবাজ শরীফকে হোয়াইট হাউজে আমন্ত্রণ করছে।
সেই পাকিস্তানের সাথে সৌদি প্রতিরক্ষার সবচেয়ে বড় চুক্তিটা করছে।
চীন সবসময় পাকিস্তানকে মাথায় তুলে রাখছে,যা লাগে সামরিক সহায়তা দিচ্ছে।
"দেখেন ৭১ আমরা বিজয়ী হয়েছি আর পাকিস্তান পরাজিত হয়েছে।
পরাজিত হয়েও পাকিস্তান নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে। ট্যাঙ্ক প্রডিউস করেছে, হ্যাঙ্গর-শ্রেণির সাবমেরিন নির্মাণ করেছে ,জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান তৈরি করেছে।
অন্যদিকে, বাংলাদেশ এখনও অধিকাংশ অস্ত্র আমদানি করছে ,নিজের বলতে কিছু নাই বললেই চলে।
ওভারঅল সামরিক সক্ষমতায় পাকিস্তানের থেকে আমরা বহুগুণে পিছিয়ে।
পাকিস্তানের ভিতরে অনেক সমস্যা ,অর্থনীতিও খারাপ তারপরেও তারা বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে।
শুধু জায়গা না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেখলাম।
গা*জার যুদ্ধবিরতির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় মার্কিন প্রেসিডেন্ট ,তুরস্কের প্রেসিডেন্ট ,আরবদেশগুলোর বড় বড় নেতাদের সাথে এক টেবিলে বসে বুক ফুলিয়ে কথা বলছে"।
কিন্তু আমরা এখনো ৭১ এর জেদ ধরে বসে আছি।
যেখানে পুরো পৃথিবী সুবিধার জন্য পূর্বের শত্রুতা ভুলে গিয়ে কাধে কাধ মিলিয়ে প্রযুক্তির উন্নয়ন করছে।
যে যেভাবে পারে ছলেবলে কৌশলে শক্তিশালী হচ্ছে।
কিন্তু আমরা বোকার মতো দিল্লির ন্যারেটিভের ইগু নিয়ে এখনো বসে আছি।
আরে ভাই ,সহজ কথায় ক্যান বুঝেন না!
দিল্লি তো কখনো চাইবে না ,পাকিস্তানকে বন্ধু বানান, তারপর একসাথে কাজ করে শক্তিশালী হোন।
আজকেই দেখলাম, ইরানের বয়স্ক বিজ্ঞানীরা জানপ্রাণ দিয়া পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে।
কেন করছে? দেশ ও জাতিকে সেইফ করার জন্য।
তারা জানে ,কিছুদিন পর মরে যাবে তাছাড়া বিশ্বের নিষেধাজ্ঞা।
তাদের জীবন পরিবারের জীবন সবসময় ঝুকিপূর্ণ জেনেও পরবর্তী প্রজম্মকে শক্তিশালী করে দিতে রাত -দিন কাজ করছে।
চীন, জাপান- ইউরোপের রাজনৈতিক নেতারা আগামী ৫০-১০০ বছরের প্ল্যান নিয়া দেশ উন্নয়ন করছে।
জানপ্রাণ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
কিন্তু আমরা কি করছি?
আমাদের ভবিষ্যত কি?
পরবর্তী প্রজম্মের জন্য কি রেখে যাচ্ছি?
পরবর্তী প্রজম্ম আজাদী হয়ে চলার জন্য কি অবদান রাখছি দেশের নেতা থেকে শুরু করে নীতিনির্ধারকরা হিসাব মিলায়েন!!!
(কপি)