26/09/2025
আচ্ছা কালকে কে কে বাংলাদেশ এর খেলা দেখেছেন?
এতো চিন্তা করি যে আর কোনদিন খেলা দেখবো না, তাও দেখি । বাংলার বাঘরা ক্রিকেট খেলতে না পারলে ও , মানুষের ইমোশন নিয়ে ভালোই খেলে । আমার মনে হয় এদের ক্রিকেট খেলা ব্যান করা উচিৎ । তাদের উপর যে টাকা ঢালা হয়, সেই টাকা বাংলাদেশ মহিলা ক্রিকেট দল, মহিলা ফুটবল দল, অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল, অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবল দল এদের উপর ঢালা উচিত ।
**Sorry if my words hurt anyone , totally fade up with Bangladesh Cricket Team .