সাইফ উদ্দিন সুমন

সাইফ উদ্দিন সুমন ◦•●◉✿think positive,do positive✿◉●•◦

আয়োজকেরা দীর্ঘদিন একনিষ্ঠভাবে, বিশেষ করে গ্রিসের মানোলাদাসহ বিভিন্ন গ্রামে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কয়েক বছর কাজ ক...
23/04/2022

আয়োজকেরা দীর্ঘদিন একনিষ্ঠভাবে, বিশেষ করে গ্রিসের মানোলাদাসহ বিভিন্ন গ্রামে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কয়েক বছর কাজ করে এই প্রদর্শনীর আয়োজন করেছেন। গ্রিসের প্রবাসী অধিকার পরিষদের আমন্ত্রণে শিক্ষক ও নির্মাতা কুকরেজা এই প্রদর্শনীতে আগ্রহ প্রকাশ করেন।

প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শেখ গিয়াস জানান, তাদের দীর্ঘ পরিশ্রমের ফসল এ প্রদর্শনী। বিশ্ববাসীকে গ্রিসের অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের জীবনযাত্রা ও দুঃখের কথা তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য।

গ্রিসের কৃষিসহ বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসীদের ছবি ছিল প্রদর্শনীয় মূল আকর্ষণ। বিভিন্ন ভিডিও চিত্রে প্রবাসীদের ...

আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ-এ যোগদান করেছেন:১.ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান২. কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান ...
21/04/2022

আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ-এ যোগদান করেছেন:
১.ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান
২. কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান
৩. মেজর (অব.) ড. বদরুল আলম সিদ্দিকী
৪. অধ্যাপক ড. মালেক ফরাজি
৫. সিনিয়র জেলা জজ (অব.) শামসুল আলম চৌধুরী
৬. স্কোয়াড্রন লীডার (অব.) আলী মাহমুদ খান।
৭. বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজান বাদশাহ
৮. অধ্যাপক ড. মোঃ মাহবুব হোসেন

সময় স্বল্পতার জন্য আরও সম্মানিত ব্যক্তিদের যোগদান অনুষ্ঠান একইদিনে সম্পন্ন করা সম্ভবপর হয় নি।
দ্রুত বাকি নতুন নেতৃত্বকে সাদরে গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।

বিদেশ গমনাগমনের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম সামান্য পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫/০৪/২০২২ তারিখ হতে ★ বিদেশ থেকে দেশে আসার জন্...
21/04/2022

বিদেশ গমনাগমনের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম সামান্য পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫/০৪/২০২২ তারিখ হতে

★ বিদেশ থেকে দেশে আসার জন্য আগের মতই বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ভ্যাক্সিন ডোজ কমপ্লিট করে ভ্যাক্সিন সার্টিফিকেট নিয়ে আসতে হবে৷ ডোজ কমপ্লিট করা না থাকলে বা একেবারেই ভ্যাক্সিন দেয়া না থাকলে যাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট সাথে নিয়ে আসতে হবে।

★ বাংলাদেশে আগমনে ইচ্ছুক যাত্রীর বয়স ১২ বছরের কম হলে আরটি পিসিআর টেস্ট করা লাগবে না।

★বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার তিন দিন বা তারও কম সময় বাকি থাকতে সকল যাত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে নির্ধারিত লিঙ্কে গিয়ে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করবেন৷ পূরণকৃত ফরমটি কিউআর কোডসহ ডাউনলোড করা যাবে। বাংলাদেশে অবতরণের পর এ ফরমের সফট অথবা হার্ড কপি ইমিগ্রেশনে দেখাতে হবে।

★ যাত্রী বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার সময় এয়ারলাইন্স নিশ্চিত হবে যে তিনি হেলথ ডিক্লারেশন ফরমটি পূরণ করেছেন এবং নিশ্চিত হয়ে তাকে বোর্ডিং পাস ইস্যু করবে।

★ বিদেশ গমনের ক্ষেত্রে যাত্রীকে গন্তব্য ও ট্রানজিট দেশের শর্ত পূরণ করতে হবে। কোন দেশে যাওয়ার জন্য জন্য কী কী শর্ত পূরণ করে বিমানবন্দরে আসতে হবে তা সংশ্লিষ্ট এয়ারলাইন্স যাত্রীকে অবহিত করবে। উল্লেখ্য যে বাংলাদেশ সরকার এখন বিদেশগামী যাত্রীর কাছে কোভিড টেস্ট রিপোর্ট বা ভ্যাক্সিন সার্টিফিকেট চায় না। যাত্রীকে শুধু গন্তব্য ও ট্রানজিট দেশের শর্ত পূরণ করতে হবে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ ইফতার বিতরণ করা হয়েছে।আজ ১৮ই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ প্রবাসী  অধি...
18/04/2022

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ ইফতার বিতরণ করা হয়েছে।

আজ ১৮ই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর অর্থায়নে এবং ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর সার্বিক সহযোগীতায় নারায়ণগঞ্জ ১ নং রেল গেট, কালির বাজার নারায়ণগঞ্জ রেল স্টেশন ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।

ইফতার বিতরণ কালে মাহমুদুল হাসান বলেন প্রবাসী অধিকার পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই প্রবাসীদের কল্যানে নিয়মিত কাজ করে যাইতেছে। একই সাথে দেশের সাধারণ অসহায় মানুষের কল্যানে নিজেদেরকে নিয়োজিত করেছেন। যেমন কোন প্রবাসী মারা গেলে কিংবা কোন প্রবাসী অর্থ সংকটে বা প্রবাসীরা দালালদের হাতে পরলে তাদের কে সার্বিক ভাবে সহযোগীতা করে যাচ্ছে।

প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে প্রতিবছর সারাদেশে ইফতার বিতরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জ ইফতার বিতরণ করা হয়।

আমাদের পক্ষ থেকে প্রবাসী ভাই-বোনদের জন্য রইলো দোয়া এবং ভালোবাসা তারা দেশের বাহিরে থেকেও যেভাবে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন তা সত্যিই গর্ব করার মত।

আমরা সরকারের কাছে অনুরোধ করবো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সব রকম সুযোগ সুবিধা দেওয়া যাতে করে কোন প্রবাসী দালালদের খপ্পরে পরে নিজেদের সুন্দর জীবন নষ্ট করতে না হয়। কোন প্রবাসী মারা গেলে তার লাশ দেশে আনার জন্য সব রকম ব্যাবস্থা করতে হবে। এবং বিমানবন্দরে যাতে কোন প্রবাসী হয়রানি না হয় ও তারা যাতে নির্বিঘ্নে আশা যাওয়া করতে পারে।

এ সময় আরো উপস্থিত ছিলেন পেশাজীবি অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সিঃ যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার নাহিদ,যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর আহবায়ক মোঃ রুবেল, ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতি,অর্থ সম্পাদক সিফাত,ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক নুরুল আফসার আরমান, অর্থ সম্পাদক আব্দুর রহমান।

আলহামদুলিল্লাহ প্রবাসে বিভিন্ন দেশে যারা দ্বৈতনাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশে আপনাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ করতে এখন ...
18/04/2022

আলহামদুলিল্লাহ প্রবাসে বিভিন্ন দেশে যারা দ্বৈতনাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশে আপনাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ করতে এখন থেকে বাংলাদেশ সরকারের নিকট হতে দ্বৈতনাগরিকত্ব সনদ দাখিলের আর প্রয়োজন নেই।

বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য।

পাশাপাশি অতিশীঘ্রই প্রবাসে বাংলাদেশ মিশন গুলোর মাধ্যমে প্রবাসীদের ভোটার করার জন্য জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

"এসো এক হই অধিকারের কথা কই"
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে হতদরিদ্র, ছিন্নমৃল ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতারি বিতর...
18/04/2022

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে হতদরিদ্র, ছিন্নমৃল ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।

এই মহতি কাজে সার্বিক সহযোগিতা করেছে ‘বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ’ ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা।

ইফতার সামগ্রী বিতরণে আর্থিক সহযোগিতা করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

18/04/2022
18/04/2022
প্রবাসীর অধিকার,আমাদের অঙ্গিকার " এস এক হই অধিকারের কথা কই "
17/04/2022

প্রবাসীর অধিকার,আমাদের অঙ্গিকার
" এস এক হই অধিকারের কথা কই "

Adresse

Niort

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque সাইফ উদ্দিন সুমন publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à সাইফ উদ্দিন সুমন:

Partager