18/04/2022
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ ইফতার বিতরণ করা হয়েছে।
আজ ১৮ই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর অর্থায়নে এবং ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর সার্বিক সহযোগীতায় নারায়ণগঞ্জ ১ নং রেল গেট, কালির বাজার নারায়ণগঞ্জ রেল স্টেশন ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
ইফতার বিতরণ কালে মাহমুদুল হাসান বলেন প্রবাসী অধিকার পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই প্রবাসীদের কল্যানে নিয়মিত কাজ করে যাইতেছে। একই সাথে দেশের সাধারণ অসহায় মানুষের কল্যানে নিজেদেরকে নিয়োজিত করেছেন। যেমন কোন প্রবাসী মারা গেলে কিংবা কোন প্রবাসী অর্থ সংকটে বা প্রবাসীরা দালালদের হাতে পরলে তাদের কে সার্বিক ভাবে সহযোগীতা করে যাচ্ছে।
প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে প্রতিবছর সারাদেশে ইফতার বিতরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জ ইফতার বিতরণ করা হয়।
আমাদের পক্ষ থেকে প্রবাসী ভাই-বোনদের জন্য রইলো দোয়া এবং ভালোবাসা তারা দেশের বাহিরে থেকেও যেভাবে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন তা সত্যিই গর্ব করার মত।
আমরা সরকারের কাছে অনুরোধ করবো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সব রকম সুযোগ সুবিধা দেওয়া যাতে করে কোন প্রবাসী দালালদের খপ্পরে পরে নিজেদের সুন্দর জীবন নষ্ট করতে না হয়। কোন প্রবাসী মারা গেলে তার লাশ দেশে আনার জন্য সব রকম ব্যাবস্থা করতে হবে। এবং বিমানবন্দরে যাতে কোন প্রবাসী হয়রানি না হয় ও তারা যাতে নির্বিঘ্নে আশা যাওয়া করতে পারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পেশাজীবি অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সিঃ যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার নাহিদ,যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর আহবায়ক মোঃ রুবেল, ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতি,অর্থ সম্পাদক সিফাত,ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক নুরুল আফসার আরমান, অর্থ সম্পাদক আব্দুর রহমান।