
23/05/2025
আই এস পি আর- এর লিস্ট থেকে জানা গেলো, ৫-ই অগাস্টের পর প্রধান বিচারপতি ছিলেন ক্যান্টনমেন্টে। তাহলে এই কথিত অন্তর্বর্তীকালীন টোকাই সরকার যে বলেছিলো সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী তারা প্রধান বিচারপতির মাধ্যমে সূপ্রীম কোর্টের মতামতের ভিত্তিতে এসেছে, সেই দাবী পুরোটাই মিথ্যে। চিন্তা করে দেখেন জালিয়াতির লেভেল। এই জন্যই তো এই অপিনিয়নের প্রেক্ষিতে কোনো নথি খুঁজে পাওয়া যায়নি।