Khilafat Majlis Europe branch

Khilafat Majlis Europe branch খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন"

খেলাফত মজলিস - Khelafat Majlis   যুক্তরাজ্য দক্ষিণ শাখার নতুন সেট-আপ সম্পন্ন। গতকাল ৮ নভেম্বর, লন্ডনের ফোর্ড স্কয়ার হলে...
09/11/2025

খেলাফত মজলিস - Khelafat Majlis
যুক্তরাজ্য দক্ষিণ শাখার নতুন সেট-আপ সম্পন্ন।

গতকাল ৮ নভেম্বর, লন্ডনের ফোর্ড স্কয়ার হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য দক্ষিণ শাখার মজলিসে শূরার বিগত সেশনের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে ২০২৫-২৬ সেশনের জন্য উপস্তিত শূরা সদস্যদের গোপন ব‍্যালেটে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মাওলানা সাদিকুর রহমান এবং সেক্রেটারি হিসেবে নবনির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল করিম মামরখানী।

আল্লাহ সবাইকে তাঁর দ্বীনের দাওয়াত ও এ জমিনে এর প্রচার-প্রসার ও বাস্তবায়নের কাজে সবাইকে কবুল করুন।

01/11/2025

ফ্রাঙ্কো মজলিসের আয়োজনে 'জুলাই আন্দোলনে প্রবাসী আলেম উলামাদের ভূমিকা' শীর্ষক আলোচনা | France | JulyMovement ।

# খেলাফত মজলিস রিয়াদ

ইউরোপ মজলিস এসোসিয়েশন এর ২০২৫ সালের "ইউরোপ কনফারেন্স "  ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়।ইংল্যান্ড, ইতালি,স্পেন থেকে বিপুল...
29/10/2025

ইউরোপ মজলিস এসোসিয়েশন এর ২০২৫ সালের "ইউরোপ কনফারেন্স " ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়।

ইংল্যান্ড, ইতালি,স্পেন থেকে বিপুল সংখ্যক দ্বীনি ভাই ইউরোপ কনফারেন্সে অংশগ্রহণ করেন।
দ্বীনি ভাইদের উপস্থিতিতে এই কনফারেন্স অন্যরকম মিলনমেলায় রুপ ধারন করেন।

ইউরোপে জুড়ে ছড়িয়ে পড়ুক দ্বীনি কাফেলার দ্বীনি আহবান,
আল্লাহ তায়ালা সবার কোরবানীকে কবুল করুন।

ফ্রান্সের প্যারিসে "ফ্রান্ক মজলিস ফ্রান্স" আয়োজিত জুলাই গনঅভুথ্যানে আলেম -উলামা ও প্রবাসীদের অবদান শীর্ষক আলোচনা ২০২৫ অন...
29/10/2025

ফ্রান্সের প্যারিসে "ফ্রান্ক মজলিস ফ্রান্স" আয়োজিত জুলাই গনঅভুথ্যানে আলেম -উলামা ও প্রবাসীদের অবদান শীর্ষক আলোচনা ২০২৫ অনুষ্ঠিত।

প্রধান অতিথি ছিলেন, খেলাফত মজলিসের সম্মানিত নায়বে আমির অধ্যাপক আব্দুল কাদির সালেহ, ইংল্যান্ড,
উপস্থিত ছিলেন, ইউরোপ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, ফ্রান্সে বসবাসরত রাজনৈতিক, কমিউনিটি ব্যাক্তিবর্গ।

16/10/2025

ড. আহমদ আব্দুল কাদের

মহাসচিব খেলাফত মজলিস

16/10/2025

ড.আহমদ আব্দুল কাদের
সম্মানিত মহাসচিব, খেলাফত মজলিস

16/10/2025
21/09/2025

সৎসাহসী ও আদর্শিক নেতৃত্বের বক্তব্য শুনেন। আদর্শিক দৃঢ়তা কতটুকু থাকলে এভাবে অকপটে সরাসরি সামনাসামনি বলে দেওয়া যায়।

এদেশে ইসলামী সমাজ বিপ্লবের আন্দোলনের প্রাণপুরুষ ও আপোষহীন সংগ্রামী রাহবার খেলাফত মজলিস এর মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হাফি. এর সুস্বাস্থ্য ও নেকহায়াত কামনা করছি।

আয়ারল্যান্ড খেলাফত মজলিসের  আহ্বায়ক কমিটি গঠিত খেলাফত মজলিস (দাওয়াহ এসোসিয়েশন আয়ারল্যান্ড) আয়ারল্যান্ড শাখা গঠনের ল...
20/09/2025

আয়ারল্যান্ড খেলাফত মজলিসের আহ্বায়ক কমিটি গঠিত

খেলাফত মজলিস (দাওয়াহ এসোসিয়েশন আয়ারল্যান্ড) আয়ারল্যান্ড শাখা গঠনের লক্ষে গত ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৬:৩০টায় অনলাইনে এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ইউরোপ জোন পরিচালক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পারস্পরিক আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে খেলাফত মজলিস আয়ারল্যান্ড এর আহ্বায়ক মনোনীত হন বিশিষ্ট দায়ী ও ইসলামিক স্কলার শায়েখ মুহিবুল্লাহ হেলাল, যুগ্ম আহ্বায়ক মনোনীত হন প্রভাষক নজরুল ইসলাম মাসুম এবং সদস্য সচিব মনোনীত হন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব ফজলুল করিম খান।

এছাড়াও আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য বৃন্দ হলেন জনাব শাহরুপ আলম, জনাব শামীম আহমেদ, জনাব মাহবুবুল আলম শাওন, জনাব হাফেজ নুমান আহমেদ, জনাব মুহাম্মদ শাহজাহান প্রমুখ।

চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র মজলিস ও ছাত্র অধিকার পরিষদের সমর্থিত জোটবদ্ধ প্যানেল "সার্বজনীন শিক্ষার্থী সংসদ" থেকে জিএস ...
20/09/2025

চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র মজলিস ও ছাত্র অধিকার পরিষদের সমর্থিত জোটবদ্ধ প্যানেল "সার্বজনীন শিক্ষার্থী সংসদ" থেকে জিএস পদে লড়বে ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সাকিব মাহমুদ রুমী।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে চবি ছাত্র মজলিস সেক্রেটরি নাজমুস সাদাত মো. সায়েম

এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ছাত্র মজলিস বিশ্ববিদ্যালয় বায়তুলমাল সম্পাদক জিয়াউদ্দিন সায়েম।

সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ রাব্বুল ইজ্জত বিশ্ববিদ্যালয় ছাত্রদের অধিকার আদায়ে তাঁদের নেতৃত্ব কবুল করুন। সর্বোপরি কল্যাণের ফায়সালা করুন।
বিলাল আহমদ চৌধুরী

ফ্রান্স খেলাফত মজলিসের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা,  ঈদ মোবারক।
30/03/2025

ফ্রান্স খেলাফত মজলিসের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা,
ঈদ মোবারক।

ফ্রাঙ্ক মজলিস, ফ্রান্সের উদ্যোগে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য ...
21/03/2025

ফ্রাঙ্ক মজলিস, ফ্রান্সের উদ্যোগে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদের ছালেহ।

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Khilafat Majlis Europe branch publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager