09/11/2025
খেলাফত মজলিস - Khelafat Majlis
যুক্তরাজ্য দক্ষিণ শাখার নতুন সেট-আপ সম্পন্ন।
গতকাল ৮ নভেম্বর, লন্ডনের ফোর্ড স্কয়ার হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য দক্ষিণ শাখার মজলিসে শূরার বিগত সেশনের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে ২০২৫-২৬ সেশনের জন্য উপস্তিত শূরা সদস্যদের গোপন ব্যালেটে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মাওলানা সাদিকুর রহমান এবং সেক্রেটারি হিসেবে নবনির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল করিম মামরখানী।
আল্লাহ সবাইকে তাঁর দ্বীনের দাওয়াত ও এ জমিনে এর প্রচার-প্রসার ও বাস্তবায়নের কাজে সবাইকে কবুল করুন।