ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে এতোদিন মাইক ছিলো না।
ছাত্রলীগ নেতাদের ঘুমের ডিস্টার্ব হয়, তাই মাইক খুলে রেখেছিল ওরা। আজ বহুদিন পরে হল মসজিদে মাইক লাগানো হয়েছে।
প্রকাশ্যে আজান দেয়া হচ্ছে,
আল্লাহু আকবর!
"শায়খ আহমাদুল্লাহ" সাহেবের যে বক্তব্য নিয়ে "গিয়াস উদ্দিন তাহেরি সাহেব" যে ভুলটি ধরেছিলেন ঐ বক্তব্যের পুরোটা শুনে নেই। #everyone #everyonefollowers
মানুষকে খুশি করার জন্য সত্যপথ ছাড়বেন না। কারণ, একদিন আপনি একাই মৃত্যুপথের যাত্রী হবেন;
একাই কবরের দিনগুলো কাটাবেন এবং আল্লাহর সামনে একাই দাঁড়াবেন।
আপনার কঠিন বিপদে আল্লাহ ছাড়া আর কেউ থাকবেনা, তাকে সন্তুষ্ট করাই কি বুদ্ধিমানের কাজ নয়?
ফ্রান্কো মজলিস ফ্রান্সের আয়োজনে রামাদানের তাৎপর্য্য নিয়ে ধর্মীয় আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷
রাসুল সা: এর ভালবাসায় সিলেটের ব্যবসায়ীরা মার্কেট বন্ধ করে বৃষ্টিতে ভিজে মিছিল।
নরওয়েতে পুলিশি পাহারাশ পবিত্র কোরআনের অবমাননা..
শয়তান গুলো আবার মানবতার কথা বলে বিশ্ব জুড়ে বেড়ায়।
বেলারুশে সরকার বিরোধী আন্দোলন
সৌদি আরবের বাংলাদেশ এম্বাসির দৃষ্টি আকর্ষণ করছি,
আপনারা একটা ব্যবস্থা করুন।টিভি চ্যানেল গুলোর কাছে ও অনুরোধ রইলো এই ভিডিও টি টেলিভিশনে প্রচার করা হোক।
যাতে করে প্রধানমন্ত্রীর কাছে এই খবর টা পৌঁছায়,
তাদের কে যেন খুব দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হয়।
প্রায় মহিলা ও পুরুষ মিলে ১০০০ হাজার প্রবাসি কে
সৌদিআরব এর রিয়াদে সফর জেলে আটকে রাখা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সরকার থেকে যেন একটা পদক্ষেপ নেয়।
শেয়ার করুন বেশি বেশি।
অধস্তন নারী সহকর্মীর সঙ্গে সম্পর্কের কারণে অভিবাসন বিষয়ক মন্ত্রীকে বরখাস্ত করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্দার্ন৷
নিজের দোষ স্বীকার করে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন অভিযুক্ত মন্ত্রীও৷
আহ সমাজের কত অধঃপতন..
ধিক্কার জানানোর ভাষা পাচ্ছিনা খোঁজে!
মাধ্যমিক স্কুলের হেড মাস্টার তিনি?
(বরিশাল জেলার উজিরপুর, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক সাহেব।)