07/05/2025
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ব, এবং
প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিয়ে অনলাইন মুক্ত আলোচনায় অনুষ্ঠান সঞ্চালনায় থাকছি আসছে ১১ মে, অতিথি আলোচক হিসেবে যুক্ত হবেন - খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এহতেশাম হক, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রেজিস্ট্রেশন করে ফেলুন লিংক এর কমেন্ট থেকে।
📢 অনলাইন মুক্ত আলোচনা: আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ব, এবং প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার
এনসিপি ডায়াস্পরা অ্যালায়েন্স আয়োজিত ওয়েবিনারে আগামী ১১ই মে বাংলাদেশ সময় রাত ১০ টায় সকল প্রবাসী বাংলাদেশিদের যুক্ত হওয়ার সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে (রেজিস্ট্রেশন লিঙ্ক প্রথম কমেন্টে)
✊বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জুলাই পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে প্রবাসীরা অবদান রেখে যাচ্ছেন। বিশ্বের প্রায় ২০০ টিরও অধিক দেশে বসবাসকারী প্রায় দেড় কোটি প্রবাসী বছরে প্রায় ২০ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়ে সচল রাখছেন আমাদের অর্থনীতির চাকা।
🔥গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি নিয়ে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে রাজপথে নামছে এনসিপি। প্রবাসীরাও এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন। অপরদিকে, প্রবাসী নাগরিকদের ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার যা বহির্বিশ্বে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে পারে।
অতিথি আলোচক হিসেবে যুক্ত হবেন - খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এহতেশাম হক, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রথম পর্ব অনুষ্ঠান সঞ্চালনায় - ফারজানা হোসেইন এ্যানি, দাবাড়ু, আর্বিটার, সদস্য এনসিপি ডায়াস্পরা অ্যালায়েন্স - ফ্রান্স। দ্বিতীয় পর্ব সঞ্চালনায় কামরুল ইসলাম,সদস্য এনসিপি ডায়াস্পরা অ্যালায়েন্স - ডেনমার্ক
NCP Diaspora Alliance - Asia NCP Diaspora Alliance North America NCP Diaspora Alliance - Australia National Citizen Party UK- NCP UK