11/02/2022
বিশ বছর আগের কথা । এক মহা সৌভাগ্যবানের কথা বলছি । এ পৃথিবীতে বর্তমানে যত মুসলিম আছে তাদের মাঝে এই একজনই গেল রমজানে একাকী তা পেয়েছেন, যা সব মুসলিমের সারা জীবনের স্বপ্ন ।
বিশ বছর আগে হজ্জ করছিলেন তিনি । হজ্জের আনুষ্ঠানিকতার অংশ শয়তানকে পাথর মারা ।আর স্হানটা বলে জামারাত । জামারতের পাশেই আছে এক খুব পুরাতন প্রসিদ্ধ মসজিদ । মসজিদ আল খায়েফ । প্রায় সত্তর জন নবী এ মসজিদে নামাজ পড়েছেন । আমাদের নবী সা: হজ্জে এ মসজিদে নামাজ পড়েছিলেন । হজ্জ মওসুমে হাজীদের ভীড়ে জমে উঠে এ মসজিদ । যারা হজ্জে গিয়েছেন তারা দেখে থাকবেন এ মনোরম দৃশ্য । অনেকেই মিনায় থাকাকালীন পাথর মারার সময়টাতে এ মসজিদে রাত কাটান ।
যার কথা বলছিলাম । এ মসজিদেই রাত্রি যাপন কালে এক অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি । তারপর সেই স্বপ্নের ব্যাখ্যার জন্য অনেক ইসলামিক স্কলারের কাছে যান । বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেন । তখন এক বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী শায়খ মুহাম্মদ আল রুমি বলেন,
‘তুমি একদিন একাকী কাবা তাওয়াফ করবে, পুরো মাতাফে তুমি একা’ ।
‘কথাটা শুনে আমি হাসলাম । যে কাবা লাখো মানুষের ভীড় সারা বছর জুড়ে, সেখানে আমি কি এমন হলাম যে আমার জন্য পুরো মাতাফ ফাঁকা করে দেয়া হবে ।’
তারপর দিন যায় । বছর যায় । এভাবে বিশ বছর । সেদিনের স্বপ্ন দেখা মাঝ বয়সী মানুষটি এখন বৃদ্ধ ।
বলা নেই, কওয়া নেই, করোনা নামক আজব জীব হঠাৎ আটকে দিল পুরো দুনিয়া । নিরাপত্তার জন্য সাধারণের প্রবেশ বন্ধ হয় পবিত্র কাবা ও। গেল রমজানের শুরুতে এক রৌদ্রময় দিন । মাতাফে কর্তৃপক্ষ আর পরিচ্ছন্ন কর্মীদের অনুমতি থাকলেও সেদিন সে সময়টাকে পুরো মাতাফ কেউ নেই, শুধু এক বৃদ্ধ একাকী কাবা তাওয়াফ করছেন । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই সৌভাগ্যবান একজনের ছবি আমরা অনেকেই দেখেছি ।
বিশ বছর আগে স্বপ্ন দেখা যুবক ভুলেই গিয়েছিলেন তার স্বপ্নের কথা । আর এতটা অসম্ভব স্বপ্ন কে মনে রাখে !
ঘটনাটা জানান জনপ্রিয় বিখ্যাত ইসলামিক স্কলার মুফতি মেঙ্ক । তাকে জানান সেই সৌভাগ্যবানের বন্ধু মুহাম্মদ আল খুদায়ের ।
তিনি সেটাকে শুধু বলেন হও, আর তা হয়ে যায় । (সুরা বাকারা ১১৭)