Islamic News

Islamic News ইসলাম এক মাত্র শান্তির ধর্ম

" আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেই মরুভূমির উষ্মবালু কিংবা ...
13/10/2023

" আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।
কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেই মরুভূমির উষ্মবালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে। কবি আল মাহমুদ।

অনেক কিছু দেখতে হাস্যকর মনে হয় তা নিয়ে পৃথিবীর অন্যতম প্রযুক্তি আর সামরিক শক্তিধর দখলদারদের বিরুদ্ধে নেমেছে। যা আছে তা নিয়েই স্বপ্ন দেখে জয়ের, মাতৃভূমি রক্ষার। কোন ভয় আছে? ফিরে আসার সম্ভবনা আছে? এত সাহস কিভাবে? ঐযে শুরুতে কবি বলেছেন তা আরকি! আল্লাহু আকবার।

19/03/2023

মাশাআল্লাহ❤️
(নেপালতলী ইউনিয়নের তেরপাখি গ্রামের মেয়ে)
আল্লাহ ইসলামে তোমাকে কবুল করুক বোন🤲🤲
সকলে ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে কবুল করেন ইসলাম ধর্মে🤲🤲

18/03/2023

- MashAllah Her Voice -😍

- You Can't Ignore Her Cuteness..!🥰🥀

16/03/2023
15/03/2023

লাইভে এসে যা বললেন মামুনুল হক। Mamunul haque

👉এসো সত্যের পথে 💞
14/03/2023

👉এসো সত্যের পথে 💞

29/06/2022
31/05/2022

👉আসুন সাহসী বোনটির পাশে দাঁড়াই,🖤

হাসিটা বিজয়েরই হাসি, গ্রেফতার তো তার জন্য উপহার স্বরূপ।
উনি আসলে নরসিংদী রেলওয়ে স্টেশনে নারীকে হেনস্তা করেন নি।বরং একজন অর্ধ উলঙ্গ উগ্রবাদী নারীকে বাধা দিয়ে নারীর শালীন পোশাকের পক্ষে লড়েছেন !
আলহামদুলিল্লাহ, পাবলিক প্লেসে কেউ যে আছেন স্রোতের বিপরীতে চলা একজন সাহসী মহিলা।
উনি তারই প্রমাণ !

আবারও বলছি, এই হাসিটা গৌরবেরই হাসি...........
আল্লাহ তাকে তার উত্তম প্রতিদান দিন, আমীন !

আমার নির্দোষ সাহসী বোনের গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি নিঃশর্ত মুক্তি চাই।

আসুন এই সাহসী বোনের মুক্তির জন্য আমাদের সাধ্যানুযায়ী জনমত, আইনী ও আর্থিক সহায়তা করি। আর না করলে কেউ অন্যায়ের প্রতিবাদ করার সাহস পাবে না। তখন প্রিয় দেশ ঢেকে যাবে অশ্লীলতার ঘুটঘুটে অন্ধকারে।
অশ্লীলতা নিপাত যাক সাহসী বোনেরা জিন্দাবাদ 🌹

💟পোস্ট বেশি শেয়ার করে প্রতিবাদ করুন এবং বোনটির পাশে দাঁড়ান👉 ✅💕

পুরোনো দিনের মাটির তৈরী মসজিদ।❣ (ছবি সংগৃহীত।)
26/05/2022

পুরোনো দিনের মাটির তৈরী মসজিদ।❣
(ছবি সংগৃহীত।)

02/04/2022

রহমত নিয়ে এলো মাহে রমজান

16/02/2022

হে যুবক

13/02/2022

ভাগ্য কাকে বলে জানেন?
- পৃথিবীতে 4200 ধর্ম আছে।🕋🕋🕋
তারমধ্যে আমি-আপনি মুসলিম🕋🕋🕋🕋
আলহামদুলিল্লাহ 🖤

13/02/2022

🔹️মাএ ১ মিনিটে সওয়াবের পাহাড় 👍

বিশ বছর আগের কথা । এক মহা সৌভাগ্যবানের কথা বলছি । এ পৃথিবীতে বর্তমানে যত মুসলিম আছে তাদের মাঝে এই একজনই গেল রমজানে একাকী...
11/02/2022

বিশ বছর আগের কথা । এক মহা সৌভাগ্যবানের কথা বলছি । এ পৃথিবীতে বর্তমানে যত মুসলিম আছে তাদের মাঝে এই একজনই গেল রমজানে একাকী তা পেয়েছেন, যা সব মুসলিমের সারা জীবনের স্বপ্ন ।

বিশ বছর আগে হজ্জ করছিলেন তিনি । হজ্জের আনুষ্ঠানিকতার অংশ শয়তানকে পাথর মারা ।আর স্হানটা বলে জামারাত । জামারতের পাশেই আছে এক খুব পুরাতন প্রসিদ্ধ মসজিদ । মসজিদ আল খায়েফ । প্রায় সত্তর জন নবী এ মসজিদে নামাজ পড়েছেন । আমাদের নবী সা: হজ্জে এ মসজিদে নামাজ পড়েছিলেন । হজ্জ মওসুমে হাজীদের ভীড়ে জমে উঠে এ মসজিদ । যারা হজ্জে গিয়েছেন তারা দেখে থাকবেন এ মনোরম দৃশ্য । অনেকেই মিনায় থাকাকালীন পাথর মারার সময়টাতে এ মসজিদে রাত কাটান ।

যার কথা বলছিলাম । এ মসজিদেই রাত্রি যাপন কালে এক অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি । তারপর সেই স্বপ্নের ব্যাখ্যার জন্য অনেক ইসলামিক স্কলারের কাছে যান । বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেন । তখন এক বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারী শায়খ মুহাম্মদ আল রুমি বলেন,

‘তুমি একদিন একাকী কাবা তাওয়াফ করবে, পুরো মাতাফে তুমি একা’ ।

‘কথাটা শুনে আমি হাসলাম । যে কাবা লাখো মানুষের ভীড় সারা বছর জুড়ে, সেখানে আমি কি এমন হলাম যে আমার জন্য পুরো মাতাফ ফাঁকা করে দেয়া হবে ।’

তারপর দিন যায় । বছর যায় । এভাবে বিশ বছর । সেদিনের স্বপ্ন দেখা মাঝ বয়সী মানুষটি এখন বৃদ্ধ ।

বলা নেই, কওয়া নেই, করোনা নামক আজব জীব হঠাৎ আটকে দিল পুরো দুনিয়া । নিরাপত্তার জন্য সাধারণের প্রবেশ বন্ধ হয় পবিত্র কাবা ও। গেল রমজানের শুরুতে এক রৌদ্রময় দিন । মাতাফে কর্তৃপক্ষ আর পরিচ্ছন্ন কর্মীদের অনুমতি থাকলেও সেদিন সে সময়টাকে পুরো মাতাফ কেউ নেই, শুধু এক বৃদ্ধ একাকী কাবা তাওয়াফ করছেন । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই সৌভাগ্যবান একজনের ছবি আমরা অনেকেই দেখেছি ।

বিশ বছর আগে স্বপ্ন দেখা যুবক ভুলেই গিয়েছিলেন তার স্বপ্নের কথা । আর এতটা অসম্ভব স্বপ্ন কে মনে রাখে !

ঘটনাটা জানান জনপ্রিয় বিখ্যাত ইসলামিক স্কলার মুফতি মেঙ্ক । তাকে জানান সেই সৌভাগ্যবানের বন্ধু মুহাম্মদ আল খুদায়ের ।

তিনি সেটাকে শুধু বলেন হও, আর তা হয়ে যায় । (সুরা বাকারা ১১৭)

হিজাবের পক্ষে সমর্থন করে তামিলনাড়ুর "এই """ভাই হিন্দু পুরোহিত তিনি তাঁর মেয়েকে হিজাব পরিয়ে সমর্থন জানালেন! ❤️সেজন্য উ...
10/02/2022

হিজাবের পক্ষে সমর্থন করে তামিলনাড়ুর "এই
"""ভাই হিন্দু পুরোহিত তিনি তাঁর মেয়েকে হিজাব পরিয়ে সমর্থন জানালেন! ❤️

সেজন্য উনাকে অভিনন্দন সহ স্যালুট জানাই!
একজন প্রকৃত ধার্মিক কখনোই অন্য ধর্মকে ছোট বা অসম্মান করে না বরং সম্মান প্রদর্শন করে এবং উৎসাহ দেয়!
❤️❤️

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Islamic News publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Islamic News:

Partager