Misty’s lifestyle

Misty’s lifestyle জীবন খুবই ছোট ,ছোট এই জীবনে সবাইকে নিয়ে ভালভাবে বেচেঁ থাকা ,যতটুকু সম্ভব জীবনটাকে উপভোগ করা ।

16/01/2026

এমনি




মানুষের চাওয়া এত অসম্ভব রকমের হয় কেন?       নিষেধাজ্ঞা যেখানে,সেখানেই থাকে চাওয়ার চরম উচ্চাভিলাষ!       মানুষের জীবনের...
16/01/2026

মানুষের চাওয়া এত অসম্ভব রকমের হয় কেন?
নিষেধাজ্ঞা যেখানে,সেখানেই থাকে চাওয়ার চরম উচ্চাভিলাষ!

মানুষের জীবনের পছন্দের জিনিস গুলোপূরণে
থাকে অনেক প্রতিবন্ধকতা,

যে স্বপ্ন গুলো পূরণ অসম্ভব ,তা যেনেও যেনো
মানুষ সেই স্বপ্নটা দেখতেই পছন্দ করে বেশি ॥





এমন যদি হত -ইচ্ছে হলেই ,আমি হতাম প্রজাপতির মতো,নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে খেয়াল মত নানান ফুলের সুভাষ নিতা...
15/01/2026

এমন যদি হত -
ইচ্ছে হলেই ,
আমি হতাম প্রজাপতির মতো,

নানান রঙের ফুলের পরে
বসে যেতাম চুপটি করে

খেয়াল মত নানান ফুলের
সুভাষ নিতাম কত ।

এমন যদি হয়
আমায় দেখে এই পৃথিবীর
সবাই পেত ভয় ।

মন্দটাকে ধ্বংস করে
ভালোয় দিতাম জগৎ ভরে
খুশির জোয়ার বইয়ে দিতাম
এই দুনিয়া ময় ।

এমন হবে কি
একটা লাফে হঠাৎ আমি
চাঁদে পৌঁছেছি ।

গ্রহ থেকে গ্রহান্তরে
দেখে শুনে ভালো করে
লক্ষ যুগের অন্ত আদি
জানতে ছুটেছি ।

কবিঃসুকুমার বড়ুয়া ।

কি অসাধারণ কবিতা,এত সুন্দর কবিতা পড়ার সৌভাগ্য কার কার হয়েছে জানিনা ,

তবে আমাদের সময়ে এত সুন্দর সুন্দর কবিতা ছিল যে ,
মন ভালো হয়ে যেত ।
চলে যায় দিন গুলো এত ভালো হয় কেন?




#কবিতা

15/01/2026

একাদশীর পারণ মহাপ্রসাদ কি জয় 🙏





একাদশীর পারণ মহাপ্রসাদ কি জয় 🙏
15/01/2026

একাদশীর পারণ মহাপ্রসাদ কি জয় 🙏





14/01/2026

ষটতিলা একাদশী ।





আজ বছরের প্রথম একাদশী ,যা “ষটতিলা” একাদশী নামে পরিচিত ।এই দিনে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি,ভগবান যেন সবাইকে সুস্থ র...
14/01/2026

আজ বছরের প্রথম একাদশী ,যা “ষটতিলা” একাদশী নামে পরিচিত ।
এই দিনে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি,ভগবান যেন সবাইকে সুস্থ রাখেন ,ভালো রাখেন 🙏।
হরেকৃষ্ণ 🙏





আমার দুষ্টুটাকে শান্ত করার এক নতুন কৌশল 🧿,বই থেকে ছবি দেখা 🧿
14/01/2026

আমার দুষ্টুটাকে শান্ত করার এক নতুন কৌশল 🧿,বই থেকে ছবি দেখা 🧿


তুমি না থাকলে,দিনটা এতো সুন্দর হতো না ।তুমি ছিলে পাশে তাই এত সুন্দর একটা স্মৃতিময় দিন আমি উপহার হিসেবে পেয়েছি ।উপভোগ ক...
13/01/2026

তুমি না থাকলে,
দিনটা এতো সুন্দর হতো না ।

তুমি ছিলে পাশে তাই এত সুন্দর একটা স্মৃতিময় দিন আমি উপহার হিসেবে পেয়েছি ।

উপভোগ করেছি প্রতিটি মুহূর্ত ।




12/01/2026

Holidays



মানুষের জীবনে শিক্ষা সহজে আসে না ,তাকে মূল‍্য দিতে হয় অনুভূতির বিসর্জনের মাধ্যমে ।অনুভূতি দিয়ে কেনা শিক্ষাটাই  আমাদের জ...
12/01/2026

মানুষের জীবনে শিক্ষা সহজে আসে না ,
তাকে মূল‍্য দিতে হয় অনুভূতির বিসর্জনের মাধ্যমে ।

অনুভূতি দিয়ে কেনা শিক্ষাটাই আমাদের জীবনের সর্বোচ্চ শিক্ষা এবং শক্তি ।

তাই সব কিছু হারিয়ে আমি শূন্য হই না ,
আমি আরও নতুন করে সচেতন হই,থাকি প্রস্তুত সদা সর্বদা ।

কষ্ট কে আর ভয় করি না ,স্বাগতম জানাই,নতুনের প্রত‍্যাশায় ।
ভেঙ্গে গেছি বহুবার,কিন্তু কখনো হার মানিনি ।

যতবার ভেঙ্গেছি ,ততবারই শিখেছি নতুন অভিজ্ঞতা,আমি কখনও রিক্ত হইনি ।

আমি কখনো শূন্য হাতে ফিরিনি ।

অভিজ্ঞতা দিয়ে আমি আমাকে পূর্ণতা করেছি বহুবার ।নিজেকে কখনো দামি বানাইনি ,তবে হীন হয়ে শিখেছি বারবার ।

“মিষ্টি “



11/01/2026

শীতের বিকেলে যদি হয় এমন চিকেন 🥟 মোমো,আর কি চাই 😋।



Adresse

Bobigny
Paris
93000BOBIGNY

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Misty’s lifestyle publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Misty’s lifestyle:

Partager