03/10/2025
সবাই কেমন আছেন ?
অনেকদিন পর পূজো শেষ করে আবারও চলে আসলাম ।
শত ব্যস্ততার মাঝেও যারা ধৈর্য্য ধরে আমার পাশে ছিলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ 🙏।
তাঁরা সবাই সবসময় আমাকে পাশে পাবেন।
কারন যে আমার পাশে থাকে ,আমি তাকে কখনোই ভুলি না ।
জীবন চলার পথে আমাদের অনেকের সাথে দেখা হয়,
কথা হয়,বন্ধুত্ব হয়,এই চলতে চলতেই জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়।
যে শিক্ষাটা আমরা অন্য কোথাও পাবনা ,যা খুবই মূল্যবান।
তাই হয়ত ভগবান আমাদের বিভিন্ন সময় ,বিভিন্ন ভাবে এমন কিছু সমস্যার মুখোমুখি দাঁড় করিয়ে দেন,যেন আমরা আমাদের জীবনের সঠিক পথটা খুঁজে বের করতে পারি ।
আমরা অনেক সময় অনেক কিছুই দেখে দেখিনা,
বুঝেও বুঝতে পারি না ,এটা বলব না বুঝতে চাই না বা মনকে বুঝতে দেই না ,
কিনতু ভগবান এত দয়ালু যে ,আমাকে বারবার আমার রাস্তা টা দেখিয়ে দেন ।
আমার প্রতিটি পদে পদে আমার বাবার কথা মনে পড়ে ।
আমি যখন আমার জীবনের জটিলতা গুলো খুলতে পারি না ,তখনই ভাবি ,আমার বাবা এই মুহূর্তে কি করতেন ,
আর ঠিক তখনই আমি আমার জীবনের সমস্ত সমস্যার সমাধানের পথ খুঁজে পাই।
তাই বাবা মার মত ভালো পথ প্রদর্শক এবং ভালো সত্যিকারের বন্ধু পৃথিবীতে আর কেউ নেই।তারা দূরে থাক বা কাছে থাক সবসময়ই তাদের শুভ কামনা,ভালোবাসা সঙ্গে থাকে।
সেই জায়গায় কাউকে যদি ভুল করে বসিয়ে দেন ,দিন শেষে আপনি বুঝে যাবেন, আপনি কত বড় ভুল।
কারন সময় আপনার চোখ 👀 ঠিক একসময় খুলে দেবে ।
゚viral
fans