Misty’s lifestyle

Misty’s lifestyle জীবন খুবই ছোট ,ছোট এই জীবনে সবাইকে নিয়ে ভালভাবে বেচেঁ থাকা ,যতটুকু সম্ভব জীবনটাকে উপভোগ করা ।

আমি আর আকাশ।আকাশ দেখতে আমার সবসময়ই ভালো লাগে। আমি আকাশের দিকে তাকিয়ে অনেক কথা বলি ।আকাশে অনেক কিছু খুঁজে বেড়াই।আকাশের ...
14/08/2025

আমি আর আকাশ।আকাশ দেখতে আমার সবসময়ই ভালো লাগে। আমি আকাশের দিকে তাকিয়ে অনেক কথা বলি ।আকাশে অনেক কিছু খুঁজে বেড়াই।আকাশের বিশালতা দেখে নিজেকে প্রশ্ন করি ,তোমার যদি এত বিশালতা থাকতো,তবে তুমি কি করতে ? তুমি কি ধারণ করতে পারতে ,এত বিশালতা? আকাশের বুকে চন্দ্র,সূর্য, অগুনিত গ্রহ-তারা।সবাই আকাশের বিশাল বুকে মিলে মিশে তাদের সাম্রাজ্য বিস্তার করে আছে । একে অপরের পরিপূরক হয়ে মিশে আছে ।কাউকে ছাড়া কারো চলে না ।কি অসাধারণ মিলবন্ধন । আর আমরা মানুষ ……? ゚viral

ভরসা করার মত  একটা  হাত   ,হ‍্যা  ভরসা  করার   মত  একটা হাতই  যথেষ্ট  , জীবনটাকে  কাটিয়ে  দেয়ার  জন‍্য ।যার কাছে আপনার  ...
14/08/2025

ভরসা করার মত একটা হাত ,হ‍্যা ভরসা করার মত একটা হাতই যথেষ্ট , জীবনটাকে কাটিয়ে দেয়ার জন‍্য ।যার কাছে আপনার কষ্টগুলো লুকানো হয়ে উঠে না ,কারন সে আপনাকে বুঝতে পারে ,আপনার চোখের দিকে তাকিয়েই বুঝে যায় আপনার লুকিয়ে থাকা অভিমান ,কষ্ট ,রাগ-অনুরাগ সমস্তটা,একটা জীবনে আর কি চাই ?কিচ্ছুটি না । ゚viral

সময়ের সাথে সাথে পাল্টে যায় আমাদের জীবনের সবচেয়ে কাছের সম্পর্কগুলো।স্বার্থের সূতায় বাঁধা থাকে যে সব সম্পর্ক,সেগুলো কে ...
13/08/2025

সময়ের সাথে সাথে পাল্টে যায় আমাদের জীবনের সবচেয়ে কাছের সম্পর্কগুলো।স্বার্থের সূতায় বাঁধা থাকে যে সব সম্পর্ক,সেগুলো কে বেশি দিন টেনে নেয়া যায় না ।হঠাৎ করেই তাদের সত্যিকারের রুপটা বেরিয়ে আসে ,মুখোশের আড়াল থেকে ।বড্ড কষ্ট হয় ,জীবনে কি সম্পর্কের চেয়ে মূল্যবান কিছু হয় ? তবে কেন বারবার সম্পর্কের বলিদান হয়,জিতে যায় স্বার্থ ?

যে একবার জীবন কে বুঝতে শিখে যায়  ,সে জীবনে সুখ খুঁজে নিতে জানে।সে জানে সুখ মানে এই নয় যে ,সবসময় হাসি-খুশি থাকতে হবে ,স...
13/08/2025

যে একবার জীবন কে বুঝতে শিখে যায় ,সে জীবনে সুখ খুঁজে নিতে জানে।সে জানে সুখ মানে এই নয় যে ,সবসময় হাসি-খুশি থাকতে হবে ,সুখ মানে হল ,জীবনে হাসি এবং কান্না ,দুঃখ এবং সুখ দুটোই থাকবে,এটা জানতে পারা এবং বুঝতে পারা।দুঃখ আসলেও জীবনে শান্ত এবং শক্ত থাকা ।দুঃখের মাঝেও জীবনের ছোট ছোট সুখগুলিকে আকঁড়ে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করা ।যে মানুষ জীবনের ছোট ছোট মুহূর্তে ,জীবনের আনন্দ খুঁজে নিতে শিখে যায় সেই সবচেয়ে সুখী মানুষ ।সে জানে ,পৃথিবীতে সবকিছু পাওয়া যায় না ,যা কিছু পাই ,যতটুকু পাই ,তাই নিয়ে কৃতজ্ঞতার সহিত খুশি থাকা ,কারন এক জীবনে সব পাওয়া সম্ভব নয় ,এটা বুঝতে পারলেই জীবন সুন্দর ।

ভাল সময় জীবন থেকে  খুব  দ্রুত  চলে  যায় । তাই জীবনে সুস্থ থাকতে থাকতে যতটুকু  সময়  পাই  ,আনন্দ  নিয়ে  বেঁচে  থাকতে চাই ।
12/08/2025

ভাল সময় জীবন থেকে খুব দ্রুত চলে যায় । তাই জীবনে সুস্থ থাকতে থাকতে যতটুকু সময় পাই ,আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই ।

ভালবাসতে শিখ ,ভালোবাসা দিতে শিখ ,তাহলে জীবনে ভালবাসার অভাব হবে না ।তুমি যদি ভালোবাসা দাও ,ভালোবাসা ঠিক তোমার কাছে ফিরে আ...
12/08/2025

ভালবাসতে শিখ ,ভালোবাসা দিতে শিখ ,তাহলে জীবনে ভালবাসার অভাব হবে না ।তুমি যদি ভালোবাসা দাও ,ভালোবাসা ঠিক তোমার কাছে ফিরে আসবে,আর যদি হিংসা ছড়াও ,সেটাও তোমার জীবনে ফিরে আসবে।এখন হয়তো অনেকেই বলবে,অনেকে কেন আমিইত বলি বর্তমানে ভালবাসার কোন মূল্য নেই ।আমিও একমত এই কথার সাথে ,কিনতু একটা কথা আছে আত্মার শান্তি।সেটা যদি চাই তবে অবশ্যই আমাদের কোন কিছুর আশা না করেই নিজের কাছে,আত্মার কাছে স্বচ্ছ থাকার জন‍্য ভালবাসার আলো ছড়িয়ে বাঁচতে হবে । ゚viral

11/08/2025

আমরা প্রতিটা বছরই এই দিনটার অপেক্ষায় থাকি।সবাই মিলে আনন্দ করব ,ভিষন মজা করব ।অবশেষে এই দিনটি আনন্দ নিয়ে এসেছে আমাদের জীবনে। ゚viral fans

একটা বিষয় খুব খেয়াল করে দেখেছি,আমরা বেশি ভেবে চিন্তে যেটা করতে যাই ,সেটাই হযবরল হয়ে যায় ,আসলে বার বার ভুলে যাই যে ,যখনই...
11/08/2025

একটা বিষয় খুব খেয়াল করে দেখেছি,আমরা বেশি ভেবে চিন্তে যেটা করতে যাই ,সেটাই হযবরল হয়ে যায় ,আসলে বার বার ভুলে যাই যে ,যখনই ,যেমন ভাবেই হোক যতটুকু সম্ভব,আমরা যে সময় পাই ,সেটাকেই কাজে লাগাই,কিনতু যখনই আর একটু ভালোর আশায়,সুন্দরভাবে করার জন‍্য সময়কে কাজে লাগাই না ,সত্যি বলতে আমার জীবনে সেই সময়টা আর সুযোগ হয়ে আসে না।আমি যখনই হুটহাট ভাবে কিছু করে ফেলি ,সেটাই ভালো হয় ,অতিরিক্ত প্ল্যান করে কিছুই হয় না ।হয় না বললে একদমই ভুল হবে,হয় শুধু জীবন থেকে সেই সময়টা হারিয়ে ফেলি।সত্যি বলতে জীবন আমাদের প্রতিটি মুহূর্তে,মুহূর্তে শিক্ষা দেয়,কিনতু ঐ যে ,আমার দেখার চোখ নেই,বুঝার চেষ্টা করি না,আর যদিও বুঝতে পারি,তখন সময়টা আর জীবনের সাথে যোগ করার ক্ষমতাটা আমার হাতে থাকে না ,থেকে যায় শুধুমাত্র একবুক হতাশা আর দীর্ঘশ্বাস। ゚viral

সফলতা পেতেই হবে এমন কোন কথা নেই,তবে অবশ্যই অধ‍্যবসায় থাকা উচিত,তাতে করে ,সফলতা না আসলেও জ্ঞান অর্জন হবেই হবে।আর জ্ঞান এম...
10/08/2025

সফলতা পেতেই হবে এমন কোন কথা নেই,তবে অবশ্যই অধ‍্যবসায় থাকা উচিত,তাতে করে ,সফলতা না আসলেও জ্ঞান অর্জন হবেই হবে।আর জ্ঞান এমন এক অমূল্য সম্পদ যার কোন ক্ষয় নেই । ゚viral

10/08/2025

ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে সময় কাটানো

এই ছবিটা ছিল ওর মোবাইলে মানে আমার বরের ।ছবিটা দেখে অনেক মজার মজার স্মৃতি মনে পড়ে গেল ।আমরা যখন ছবি তুলি তখন ওপাশ থেকে স...
10/08/2025

এই ছবিটা ছিল ওর মোবাইলে মানে আমার বরের ।ছবিটা দেখে অনেক মজার মজার স্মৃতি মনে পড়ে গেল ।আমরা যখন ছবি তুলি তখন ওপাশ থেকে সবাই দুষ্টুমি করছিল ,আমরা হাসি-মজা করছিলাম ।ঐ দিনটা খুবই সুন্দর কাটিয়ে ছিলাম আমরা ।একটা ছবি শুধু ছবি নয় ,একটা ছবির পিছনে লুকিয়ে থাকে অনেক না বলা কথা ,অনেক গল্প ,হাসি -মজা ,আনন্দ । শুধু আনন্দ বললে ভুল হবে ,সেখানে অনেক কষ্ট ,মন-খারাপও থাকে ।এই জন‍্যই হয়ত বলে ছবি শুধু ছবি নয় ,ছবি কথা বলে । ゚viral

আমার সবকিছু তোমার হলেও ,তোমার সবকিছুই শুধু তোমার ।আমার মনে তোমার বিচরণ হলেও ,তোমার মনে কি আছে সেটা আমি জেনেও জানিনা ,বা ...
09/08/2025

আমার সবকিছু তোমার হলেও ,তোমার সবকিছুই শুধু তোমার ।আমার মনে তোমার বিচরণ হলেও ,তোমার মনে কি আছে সেটা আমি জেনেও জানিনা ,বা বুঝতে পারি না ।আমি আমার মত কল্পনা করে তোমায় বসিয়েছি ,আমার অন্তরে। সে ছবি সম্পর্কে আমার ,অধিকার ১৬ আনা ,সেটা একান্তই আমার ব‍্যক্তিগত ,আমার নিজস্ব … ゚viral fans

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Misty’s lifestyle publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Misty’s lifestyle:

Partager