
14/08/2025
আমি আর আকাশ।আকাশ দেখতে আমার সবসময়ই ভালো লাগে। আমি আকাশের দিকে তাকিয়ে অনেক কথা বলি ।আকাশে অনেক কিছু খুঁজে বেড়াই।আকাশের বিশালতা দেখে নিজেকে প্রশ্ন করি ,তোমার যদি এত বিশালতা থাকতো,তবে তুমি কি করতে ? তুমি কি ধারণ করতে পারতে ,এত বিশালতা? আকাশের বুকে চন্দ্র,সূর্য, অগুনিত গ্রহ-তারা।সবাই আকাশের বিশাল বুকে মিলে মিশে তাদের সাম্রাজ্য বিস্তার করে আছে । একে অপরের পরিপূরক হয়ে মিশে আছে ।কাউকে ছাড়া কারো চলে না ।কি অসাধারণ মিলবন্ধন । আর আমরা মানুষ ……? ゚viral