Probasheralo.com প্রবাসের আলো

Probasheralo.com প্রবাসের আলো News portal

26/11/2025

ইউরোপ প্রবাসী ভোটার রেজিষ্ট্রেশন
২৯ নভে.- ৩ ডিসে. ২০২৫
সময়সীমা আরো ১ থেকে ২ সপ্তাহ বৃদ্ধি পাচ্ছে

ইউনেস্কো’র বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে বাংলাদেশের জয়লাভ ​ইউনেস্কো’র বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আ...
24/11/2025

ইউনেস্কো’র বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে বাংলাদেশের জয়লাভ

​ইউনেস্কো’র বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে প্রথমবারের মত বাংলাদেশ জয়লাভ করেছে। প্যারিসে সংস্থাটির সদরদপ্তরে ১৯৭২ কনভেনশনের ২৫-তম সাধারণ সভা চলাকালীন অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশ এই অধরা সাফল্য লাভ করে। এ বছর বাংলাদেশের জন্য নির্ধারিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্বাচনী গ্রুপে কোন আসন বরাদ্দ না থাকায় বাংলাদেশ উন্মুক্ত আসনে নির্বাচনের সাহসী সিদ্ধান্ত গ্রহণ করে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সমর্থ হয়। এ নির্বাচনের ফলে বাংলাদেশ এই কনভেনশনের সদস্য পদের ৫৩-বছরের ইতিহাসে প্রথমবারের মত আগামী চার বছরের জন্য ২০২৫-২৯ মেয়াদে আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সদস্য হবার গৌরব অর্জন করে।

গত ০৭ অক্টোবর ২০২৫ তারিখে জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতকে পেছনে ফেলে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়। বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনে বাংলাদেশ জয়লাভের মাধ্যমে ইউনেস্কোতে বাংলাদেশের জয়ধারা অব্যাহত থাকল। প্রসঙ্গত, রাষ্ট্রদূত তালহা ২০২১ সালের নভেম্বরে ইউনেস্কোর দায়িত্ব গ্রহণের পর থেকে গত চার বছরে অদ্যাবধি বাংলাদেশ মোট আটটি (০৮) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং প্রতিটি নির্বাচনে জয়লাভ করে।

নির্বাচনে জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত তালহা বলেন, ‘ইউনেস্কোতে বাংলাদেশের সাফল্য কোন একক ঘটনা নয়। এটি ইউনেস্কোতে আমাদের কূটনৈতিক সক্ষমতার প্রতি অন্য সকল দেশের আস্থার প্রতিফলন এবং বাংলাদেশের নেতৃত্বের প্রতি সমর্থন। এটি সম্ভব হয়েছে আমাদের ধারাবাহিক কূটনৈতিক প্রয়াস এবং একনিষ্ঠ প্রচারণার মাধ্যমে।’ এসময় রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে এই নির্বাচনী কাজে সহায়তা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিশেষ ভাবে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ এবং বাংলাদেশ দূতাবাস, প্যারিসের সকল সহকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাংলাদেশ বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত ১৯৭২ কনভেনশনের সদস্য পদ গ্রহণের পর থেকে এই কনভেনশনের আওতায় মোট তিনটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং একটি প্রাকৃতিক ঐতিহ্যকে বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধন গ্রহণে সক্ষম হয়। সর্বশেষ ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য নিবন্ধনের পর থেকে এই কার্যক্রম প্রায় স্তিমিত ছিল। তবে এই নির্বাচনের ফলে বাংলাদেশের নেতৃত্বের প্রতি বিশ্বের অন্যান্য দেশের সমর্থন পুনর্ব্যাক্ত হল বলে সংশ্লিষ্ট অনেকে মনে করেন।

ইউনেস্কোতে বিভিন্ন কমিটির নির্বাচনের মধ্যে বিশ্ব ঐতিহ্য সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের নির্বাচনকে সর্বাপেক্ষা কঠিন নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়। আগামী ২০২৬-এর জুন মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে এই আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের ৪৮-তম সভায় যোগদানের মাধ্যমে বাংলাদেশ এই পর্ষদে তার কার্যক্রম শুরু করবে।

ফ্রান্স থেকে ভোট প্রদানে সহায়তায় আপনার পাশে-'বাংলাদেশী নাগরিক পরিষদ-ফ্রান্স'
24/11/2025

ফ্রান্স থেকে ভোট প্রদানে সহায়তায় আপনার পাশে-
'বাংলাদেশী নাগরিক পরিষদ-ফ্রান্স'

18/11/2025
18/11/2025

প্রবাসে ভোট

প্রবাসী ভোটারদের জানা জরুরী
18/11/2025

প্রবাসী ভোটারদের জানা জরুরী

ফ্রান্সে বাংলাদেশী বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাবাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স আয়োজন করছে এক বিশেষ সম্মাননা অন...
13/11/2025

ফ্রান্সে বাংলাদেশী বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স আয়োজন করছে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠান-
যেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে BAC পরীক্ষায় সেরা ফলাফল অর্জনকারী বাংলাদেশী বংশোদ্ভূত শিক্ষার্থীদের সংবর্ধিত করা হবে।
আপনি কিংবা আপনার পরিচিত কেউ ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে নিচের ফর্মটি পূরণ করে হতে পারেন এই গৌরবের অংশীদার!
প্রবাসে বেড়ে ওঠা মেধাবীদের সম্মান জানাতে আপনার সহযোগিতা কামনা করছি।
https://forms.gle/DzspjukapYj1SHXx6

Adresse

114, Avenue Du President Salvador Allende
Paris
93100

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Probasheralo.com প্রবাসের আলো publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Probasheralo.com প্রবাসের আলো:

Partager