09/12/2025
আনজুমানে আল ইসলাহ ফ্রান্স এর ২০২৬-২৮ সেশনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল, দারুল হাদীস লতিফিয়ার মুহতারাম প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকে'র জয়েন্ট সেক্রেটারি, দ্যা ব্রিটিশ মুসলিম স্কুল এর প্রিন্সিপাল হযরত মাওলানা এম এ কাদির আল হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা মির্জা কারি শফিকুল ইসলাম, হাফিজ এখলাসুর রহমান রাজু, অভারভিলা বাংলাদেশি কমিউনিটি জামে মসজিদের সহ সভাপতি সালেহ আহমদ চৌধুরী।
কাউন্সিলে মাওলানা মাসুক আহমদকে সভাপতি এবং মাওলানা কাজী আব্দুল মুহিতকে জেনারেল সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ সভাপতি- সিদ্দিকুর রহমান, রয়েল আহমদ, কারী আবু সিদ্দিক আনসারী, আমিনুল হক, কারী মুনাজ্জিল আলী, জয়েন্ট সেক্রেটারি- শাহ আব্দুল আজিজ জায়েদ, কারী রুবেল আহমদ, হাফিজ আবু জাফর রিপন, ট্রেজারার- আহসান হাবিব শাহ, অর্গেনাইজিং সেক্রেটারি- মোঃ জিল্লুর রহমান, এডুকেশন এন্ড ট্রেইনিং সেক্রেটারি- সাইফুর রহমান, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি-আব্দুর রশিদ চৌধুরী , ওয়েল ফেয়ার সেক্রেটারি- কামাল আহমদ, মেম্বারশিপ সেক্রেটারি-হাফিজ জামাল আহমদ, কমিটি মেম্বার -শামিম আহমদ, শাহিন আহমদ, খন্দকার ইমামুল হাসান, শিপন মিয়া খান, সুহেল আহমদ, জুনেদ আহমদ, আবু সাইদ সায়েম, হাফিজ দুলায়েত আহমদ, হোসাইন খান, মুজিবুর রহমান আজহার, শাহ আব্দুস সামাদ, আহমদ সুহেল, রুমেন আহমদ, কামরান হোসাইম, জাহেদ আহমদ, মুহিবুর রহমান খালেদ, মাহিদ আহমেদ, আমজাদ হোসেন সুইট, আবুল হাসান সিদ্দিকী।
০৮ ডিসেম্বর,২০২৫
প্যারিস, ফ্রান্স।