Cultural Tides

Cultural Tides বাংলাদেশের ভাষা।

গনতদনতো পতিনিদি মনোয়ার পাটোয়ারীর আইডি খোয়া গেছে। যারা খুঁজে পান না। আপাতত এখানে পাবেন।
23/11/2025

গনতদনতো পতিনিদি মনোয়ার পাটোয়ারীর আইডি খোয়া গেছে। যারা খুঁজে পান না। আপাতত এখানে পাবেন।

জানুন এক মহাকাশচারীর অজানা কাহিনীভাবুন, আপনি পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপরে, চারদিকে শুধু অসীম মহাশূন্য।দিনে ১৬ বার পৃথি...
20/09/2025

জানুন এক মহাকাশচারীর অজানা কাহিনী

ভাবুন, আপনি পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপরে, চারদিকে শুধু অসীম মহাশূন্য।
দিনে ১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করছেন, অথচ ৩১১ দিন ধরে কারও সাথে যোগাযোগ নেই!
ঠিক এমনই ভয়ংকর বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন সোভিয়েত মহাকাশচারী সের্গেই ক্রিকালেভ।

১৯৯১ সালে রুটিন মিশনে মাত্র ৫ মাসের জন্য মির স্পেস স্টেশনে গিয়েছিলেন তিনি।
কিন্তু পৃথিবীতে শুরু হয় রাজনৈতিক ঝড়—ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন, জন্ম নেয় নতুন রাশিয়া।
দেশটাই যখন মানচিত্র থেকে উধাও, তখন ক্রিকালেভও হয়ে গেলেন নাগরিকবিহীন এক মানুষ।
ফলাফল?
কেউ তাকে ফেরাতে দায়িত্ব নিল না। খাবার কমে আসছে, অক্সিজেন ফুরোচ্ছে,
তবুও তিনি একা ঘুরে চলেছেন—৫,০০০ বার পৃথিবী প্রদক্ষিণ!

অবশেষে দীর্ঘ ৩১১ দিনের নিঃসঙ্গ লড়াই শেষে ১৯৯২ সালের মার্চে ফিরে আসেন তিনি।
কিন্তু ততদিনে শরীর-মন দুটোই বদলে গেছে।
মাসের পর মাস লেগেছে স্বাভাবিক হতে। তবুও হাল ছাড়েননি—
পরবর্তীতেও বহুবার মহাকাশে গিয়েছেন এই সাহসী মানুষটি।

🚀 আজও সের্গেই ক্রিকালেভকে বলা হয় “The Last Citizen of the Soviet Union”—
যিনি পৃথিবীর বাইরে থেকেও ইতিহাসের সাক্ষী হয়েছিলেন।

শহীদ হলেন মসজিদুল হারামের তরুণ স্বেচ্ছাসেবক মোহাম্মদ আল কাসিম!  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পবিত্র মসজিদুল হা...
10/08/2025

শহীদ হলেন মসজিদুল হারামের তরুণ স্বেচ্ছাসেবক মোহাম্মদ আল কাসিম!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পবিত্র মসজিদুল হারাম মক্কার নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক মোহাম্মদ আল কাসিম আর নেই। দীর্ঘদিন বিনা পারিশ্রমিকে মক্কার মসজিদুল হারামে সেবা প্রদানকারী এই উজ্জ্বল তরুণ বর্তমানে উচ্চতর পড়ালেখার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছিলেন।

গত সপ্তাহে একটি হৃদয়বিদারক ঘটনায় দুর্বৃত্তের ছু/রিকাঘাতে তিনি শহীদ হন। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

মোহাম্মদ আল কাসিম তার চরিত্র, নিষ্ঠা ও সেবামূলক কাজে ছিলেন অনন্য উদাহরণ।

শুক্রবার, ৮ আগস্ট) বাদ জুমা, পবিত্র মসজিদুল হারামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

আল্লাহ তাঁকে শহীদের মর্যাদা দিন, জান্নাতুল ফিরদাউসে স্থান দিন — আমিন।
সুত্র : Inside the Haramain

অভীক আনোয়ার নামের এই ভদ্রলোককে চিনেছিলাম বাংলাদেশী রেসার হিসেবে। কিন্তু সে পরিচয়ের আড়ালে অভীকের অন্ধকার জীবনের গল্প বিষ্...
09/08/2025

অভীক আনোয়ার নামের এই ভদ্রলোককে চিনেছিলাম বাংলাদেশী রেসার হিসেবে। কিন্তু সে পরিচয়ের আড়ালে অভীকের অন্ধকার জীবনের গল্প বিষ্ময়কর।

আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে অভীকের ঘনিষ্ঠতা, শেখ হাসিনার সাথেও সখ্য ছিলো তার। সরকার পতনের পর অভীকের বিরুদ্ধে দুইটা হ ত্যা মামলা হলেও গ্রেফতার করা যায়নি অভীককে। দুবাইয়ে পলাতক হলেও বিলাসী জীবন যাপন করে চলেছেন সেখানেও। প্রভাবশালীদের সাথে সাথে সম্পর্কের সুযোগে অভীক বিদেশি ব্র‍্যান্ডের বিলাসবহুল গাড়ি আমদানি করতে পেরেছেন। অভীকের বিরুদ্ধে এনবিআরের ৬০ কোটি টাকার করফাঁকি মামলা চলমান।

সবচেয়ে প্যাথেটিক হলো সম্পত্তির লোভ অভীককে অমানুষ বানিয়েছে। নিজের জন্মদাত্রী বৃদ্ধ মা আনোয়ারা বেগমকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখতে পেরেছেন।

তার মানে প্রশাসনের লোকেরা হাসিনার এই দোসরকে এখনো সহায়তা করে।

Adresse

Paris

Téléphone

+8801704391189

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Cultural Tides publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Cultural Tides:

Partager