20/11/2025
📝মেরীর বাসা পাওয়ার ক্ষেত্রে করনীয় কি?অন্য ভাইদের জানানোর জন্য পোষ্টটি শেয়ার/কপি করতে পারেন।
ফ্রান্সে সরকারি Logement social বা
মেরীর ঘর কোন দান-দক্ষিনা না।এইটা আপনার নাগরিক অধিকার।
আপনার dossier ঠিক থাকলে Dalo(Droit au logement opposable)স্থায়ী বসবাসের জন্য একটি বাসার আবেদন করবেন>প্রায়োরিটি পাবেন>ঘর ভিজিট করবেন>কমিশন থেকে ঘরটি আপনার নামে বরাদ্দ হবে>আপনার বাসার ভাড়া আপনি ই পে করবেন।
সেখানে ১ ইউরোও খরচ হওয়ার কথা না!
কোন দালাল ধরে তার পানি পড়া কিংবা তাবিজ-কবজও লাগার কথা না।
দয়াকরে কয়েকটি দরকারী তথ্য জেনে নিন।
🟥১০০% মাগনা এবং সবচেয়ে কার্যকর সার্ভিস
চাইলে পাশের আপনার Mairie তে গিয়ে এসিস্ট্যান্ট সোস্যালের সাথে কথা বলে প্রয়োজনীয় সব কাগজপত্র সাথে দিয়ে আবেদন করুন।
এসিস্টেন্ট সোশ্যালের উপরে বড় কোনো পীর/ফকির নেই।
🟥Maison de la Justice et du Droit এ গিয়ে তাদের সাহায্য নিন ১০০% ফ্রি।
🟥ADIL ঘরের ব্যাপারে ১০০% ফ্রি এবং কার্যকর কাজ করে থাকে দরকার মনে হলে তাদের কাছে সহযোগিতা নিন।
🟥Point D' Accès Au Droit এর সহযোগিতা নিন ১০০% ফ্রি।
🟥 MAISON DU DROIT ET DE LA MÉDIATION « GISÈLE HALIMI » তে উকিল সহ সব সহযোগিতা পাবেন ১০০% ফ্রি।
🟥মাত্র ২০ ইউরো দিয়ে এই ছবির ঠিকানায় গিয়ে তাদের বলুন আপনি
Dalo(Droit au logement opposable) আবেদন করতে চান।সব ফিলআপ করে আপনার হাতে খামটা দিলে আপনি Lettre Recommandée করে পাঠিয়ে দিন La Poste এর মাধ্যমে।
🟥 যদি কোন প্রশ্ন থাকে দয়াকরে Bangladais en France
গ্রুপে প্রশ্নটি সরাসরি করুন অথবা জুবায়ের হাসান
দয়াকরে আমাকে মেসেজ করুন।আমি চেষ্টা করবো ইন শা আল্লাহ।
🖐️প্রিয় ভাই-বোন,দালাল না ধরে
খামোখা খরছ না করে দরকারী কিছু তথ্য দেখে দয়াকরে নিজে চেষ্টা করুন।
আরে ভাই,পথ তো আল্লাহ করে দেন;দালাল না।