বাংলাদেশ সম্মিলিত নাগরিক ফোরাম ফ্রান্স

  • Page d'Accueil
  • France
  • Paris
  • বাংলাদেশ সম্মিলিত নাগরিক ফোরাম ফ্রান্স

বাংলাদেশ সম্মিলিত নাগরিক ফোরাম ফ্রান্স ,,,,বাংলাদেশ সম্মিলিত নাগরিক ফোরাম ফ্রান্স,,,
সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে অবিরাম"""

20/11/2025

📝মেরীর বাসা পাওয়ার ক্ষেত্রে করনীয় কি?অন্য ভাইদের জানানোর জন্য পোষ্টটি শেয়ার/কপি করতে পারেন।

ফ্রান্সে সরকারি Logement social বা
মেরীর ঘর কোন দান-দক্ষিনা না।এইটা আপনার নাগরিক অধিকার।

আপনার dossier ঠিক থাকলে Dalo(Droit au logement opposable)স্থায়ী বসবাসের জন্য একটি বাসার আবেদন করবেন>প্রায়োরিটি পাবেন>ঘর ভিজিট করবেন>কমিশন থেকে ঘরটি আপনার নামে বরাদ্দ হবে>আপনার বাসার ভাড়া আপনি ই পে করবেন।

সেখানে ১ ইউরোও খরচ হওয়ার কথা না!
কোন দালাল ধরে তার পানি পড়া কিংবা তাবিজ-কবজও লাগার কথা না।
দয়াকরে কয়েকটি দরকারী তথ্য জেনে নিন।

🟥১০০% মাগনা এবং সবচেয়ে কার্যকর সার্ভিস
চাইলে পাশের আপনার Mairie তে গিয়ে এসিস্ট্যান্ট সোস্যালের সাথে কথা বলে প্রয়োজনীয় সব কাগজপত্র সাথে দিয়ে আবেদন করুন।
এসিস্টেন্ট সোশ্যালের উপরে বড় কোনো পীর/ফকির নেই।

🟥Maison de la Justice et du Droit এ গিয়ে তাদের সাহায্য নিন ১০০% ফ্রি।

🟥ADIL ঘরের ব্যাপারে ১০০% ফ্রি এবং কার্যকর কাজ করে থাকে দরকার মনে হলে তাদের কাছে সহযোগিতা নিন।

🟥Point D' Accès Au Droit এর সহযোগিতা নিন ১০০% ফ্রি।

🟥 MAISON DU DROIT ET DE LA MÉDIATION « GISÈLE HALIMI » তে উকিল সহ সব সহযোগিতা পাবেন ১০০% ফ্রি।

🟥মাত্র ২০ ইউরো দিয়ে এই ছবির ঠিকানায় গিয়ে তাদের বলুন আপনি
Dalo(Droit au logement opposable) আবেদন করতে চান।সব ফিলআপ করে আপনার হাতে খামটা দিলে আপনি Lettre Recommandée করে পাঠিয়ে দিন La Poste এর মাধ্যমে।

🟥 যদি কোন প্রশ্ন থাকে দয়াকরে Bangladais en France
গ্রুপে প্রশ্নটি সরাসরি করুন অথবা জুবায়ের হাসান
দয়াকরে আমাকে মেসেজ করুন।আমি চেষ্টা করবো ইন শা আল্লাহ।

🖐️প্রিয় ভাই-বোন,দালাল না ধরে
খামোখা খরছ না করে দরকারী কিছু তথ্য দেখে দয়াকরে নিজে চেষ্টা করুন।
আরে ভাই,পথ তো আল্লাহ করে দেন;দালাল না।

ইল দ্য লা সিতে (Île de la Cité) কে প্রায়ই বলা হয় প্যারিসের হৃদয়, আর এর যথেষ্ট কারণও আছে। Seine নদীর মাঝখানে এই ছোট দ্...
10/11/2025

ইল দ্য লা সিতে (Île de la Cité) কে প্রায়ই বলা হয় প্যারিসের হৃদয়, আর এর যথেষ্ট কারণও আছে। Seine নদীর মাঝখানে এই ছোট দ্বীপই ছিল প্রায় ২০০০ বছর আগে রোমান বসতি ল্যুটেসিয়া (Lutetia)-র জন্মস্থান। আজও এর পাথরের রাস্তা সেই দীর্ঘ ইতিহাসের প্রতিধ্বনি বহন করে।

নোত্র-দাম (Notre-Dame)-এর মহিমান্বিত সৌন্দর্য থেকে শুরু করে ১৮০৮ সাল থেকে চলা ফুলের বাজার পর্যন্ত হাঁটলে, তুমি অনুভব করবে শতাব্দীর পর শতাব্দী যেন মিশে গেছে একসাথে।

ভিড়ের মাঝেও আছে শান্ত কোণ, যেমন স্কোয়ার দু ভের-গালঁ (Square du Vert-Galant), যেখানে স্থানীয়রা বই বা ব্যাগেট হাতে বসে সময় কাটায় নদীর ধারে।

📍 Île de la Cité, Paris

Collected

পরাজয় মেনে নিয়ে মামদানিকে অভিনন্দন জানিয়েছেন অ্যান্ড্রু কুমো
05/11/2025

পরাজয় মেনে নিয়ে মামদানিকে অভিনন্দন জানিয়েছেন অ্যান্ড্রু কুমো

02/11/2025

অ্যাটেস্টেশন অফ ডিপোজিট/attestation de dépôt এবং রিসেপিসি মধ্যে পার্থক্য যখন আপনি একটি বসবাসের অনুমতি কার্ডের জন্য আবেদন দাখিল করেন তবে এগুলি হল দুটি আলাদা দলিল যা প্রিফেকচারের দ্বারা আবেদন প্রক্রিয়া চলাকালীন দেওয়া হয়। এখানে পার্থক্যগুলি দেওয়া হলো:

১) অ্যাটেস্টেশন অফ ডিপোজিট
- সংজ্ঞা: অ্যাটেস্টেশন অফ ডিপোজিট হল একটি দলিল যা আপনি যখন আপনার টাইটেল অফ রেসিডেন্সের আবেদন প্রিফেকচারে জমা দেন, তখন দেওয়া হয়। এটি নিশ্চিত করে যে আপনার আবেদনটি প্রশাসনিক পর্যালোচনার জন্য জমা দেওয়া হয়েছে।

বৈশিষ্ট্য:
- এটি সাধারণত কোনো আইনি দলিল নয় যা আপনাকে ফ্রান্সে থাকার অনুমতি দেয়, বরং এটি শুধুমাত্র প্রমাণ করে যে আপনি আবেদন জমা দিয়েছেন।
- এটি সাধারণত আবেদন জমা দেওয়ার পরে অবিলম্বে বা কিছু দিনের মধ্যে দেওয়া হয়, রিসেপিসি বা রেসিডেন্স কার্ডের জন্য অপেক্ষার সময়।
- এটি প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে যে আপনি একটি বসবাসের অনুমতি কার্ডের জন্য আবেদন করেছেন এবং এটি প্রক্রিয়াধীন, বিশেষত যদি আপনার এই প্রমাণটি অন্য প্রশাসনিক কাজের জন্য প্রয়োজন হয়।

২) রিসেপিসি
- সংজ্ঞা: রিসেপিসি একটি অফিসিয়াল দলিল যা বসবাসের অনুমতি কার্ডের আবেদন জমা দেওয়ার পর দেওয়া হয়। এটি নিশ্চিত করে যে প্রিফেকচারে আপনার আবেদন রেজিস্টার হয়েছে এবং এটি প্রক্রিয়াধীন।

- বৈশিষ্ট্য:
- রিসেপিসি একটি অ্যাটেস্টেশন অফ ডিপোজিটের চেয়ে বেশি সম্পূর্ণ দলিল, কারণ এটি আপনাকে ফ্রান্সে বৈধভাবে অবস্থান করার অনুমতি দেয় যতদিন আপনার আবেদনের পর্যালোচনা হচ্ছে। এটি সাধারণত কয়েক মাসের জন্য বৈধ থাকে।
- এটি বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য আইনি প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে (যেমন, স্বাস্থ্য সেবা, কাজের সুযোগ, ইত্যাদি) আবেদনের প্রক্রিয়াধীন থাকা অবস্থায়।
- রিসেপিসি নবায়ন অথবা বিশেষভাবে আবেদন করা কিছু টাইটেল অফ রেসিডেন্সের জন্য প্রদান করা হতে পারে।

সারাংশ:
- অ্যাটেস্টেশন অফ ডিপোজিট: একটি দলিল যা নিশ্চিত করে যে আপনার বসবাসের অনুমতি কার্ডের আবেদন প্রিফেকচারে জমা দেওয়া হয়েছে। এটি একটি প্রমাণ যে আপনার আবেদন প্রক্রিয়াধীন।
- রিসেপিসি: একটি অফিসিয়াল দলিল যা আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় আপনি ফ্রান্সে বৈধভাবে অবস্থান করছেন এবং এটি বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য আইনি প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

মনে রাখা গুরুত্বপূর্ণ:
অ্যা

🇫🇷🇩🇿১৯৬৮ সালের ফ্রাঙ্কো-আলজেরিয়ান চুক্তি বাতিল করার জন্য ম‍্যাডাম লুপেনের দল Rassemblement national এর প্রস্তাব জাতীয় ...
31/10/2025

🇫🇷🇩🇿১৯৬৮ সালের ফ্রাঙ্কো-আলজেরিয়ান চুক্তি বাতিল করার জন্য ম‍্যাডাম লুপেনের দল Rassemblement national এর প্রস্তাব জাতীয় পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে।

আলজেরিয়ার স্বাধীনতার পর স্বাক্ষরিত এই চুক্তিগুলো ফ্রান্সে আলজেরিয়ান নাগরিকদের বিশেষ মর্যাদা প্রদান করতো, বিশেষ করে নিম্নলিখিত বিষয়গুলোতে:

- সহজেই প্রবেশ এবং বসবাসের অনুমতি
- পারিবারিক পুনর্মিলন
- কর্মসংস্থানের সুযোগ।

১৯৬৮ সালের উক্ত চুক্তি’টি বাতিল হওয়াতে আলজেরিয়ান নাগরিকরা ফ্রান্সে তাদের বিশেষ সকল সুযোগ ও সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন।

31/10/2025
অনিয়মিত ভাবে ফ্রান্সে বসবাস করাকে অপরাধ দোর হবে?আজ জাতীয় পরিষদে : "অনিয়মিতভাবে ফ্রান্সে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে অ...
30/10/2025

অনিয়মিত ভাবে ফ্রান্সে বসবাস করাকে অপরাধ দোর হবে?
আজ জাতীয় পরিষদে : "অনিয়মিতভাবে ফ্রান্সে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধমূলক শাস্তি পুনরায় চালু করার" প্রস্তাব নিয়ে RN (র‌্যাশনাল ফ্রন্ট)-এর পার্লামেন্টারি অধিবেশনে বিতর্ক শুরু হয়েছে।

এই প্রস্তাবটি মূলত অনিয়মিত অভিবাসীদের আরও অপরাধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা, যারা ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক অবস্থায় আছেন।

আশা করি এই প্রস্তাব গৃহীত হবে না।
আইন যেন দমন-পীড়নের হাতিয়ার না হয়।
ঘৃণার নয়, মানবতার জয় হোক।

চলুন সকলে একসাথে সজাগ ও সচেতন থাকি

Aujourd’hui à l’Assemblée nationale :
Début du débat en séance publique dans le cadre de la niche parlementaire du RN sur le rétablissement du délit de séjour irrégulier.

Cette proposition vise à criminaliser davantage les personnes sans-papiers, déjà vulnérables et stigmatisées.

Espérons que cette mesure ne passe pas.
Le droit ne doit pas être un outil de persécution.
La solidarité doit l’emporter sur la haine.

Restons mobilisé·es

29/10/2025

পর্তুগালে এখন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি

24/10/2025

📝মেরীর বাসা পাওয়ার ক্ষেত্রে করনীয় কি?অন্য ভাইদের জানানোর জন্য পোষ্টটি শেয়ার/কপি করতে পারেন।

ফ্রান্সে সরকারি Logement social বা
মেরীর ঘর কোন দান-দক্ষিনা না।এইটা আপনার নাগরিক অধিকার।

আপনার dossier ঠিক থাকলে Dalo(Droit au logement opposable)স্থায়ী বসবাসের জন্য একটি বাসার আবেদন করবেন>প্রায়োরিটি পাবেন>ঘর ভিজিট করবেন>কমিশন থেকে ঘরটি আপনার নামে বরাদ্দ হবে>আপনার বাসার ভাড়া আপনি ই পে করবেন।

সেখানে ১ ইউরোও খরচ হওয়ার কথা না!
কোন দালাল ধরে তার পানি পড়া কিংবা তাবিজ-কবজও লাগার কথা না।
দয়াকরে কয়েকটি দরকারী তথ্য জেনে নিন।

🟥১০০% মাগনা এবং সবচেয়ে কার্যকর সার্ভিস
চাইলে পাশের আপনার Mairie তে গিয়ে এসিস্ট্যান্ট সোস্যালের সাথে কথা বলে প্রয়োজনীয় সব কাগজপত্র সাথে দিয়ে আবেদন করুন।
এসিস্টেন্ট সোশ্যালের উপরে বড় কোনো পীর/ফকির নেই।

🟥Maison de la Justice et du Droit এ গিয়ে তাদের সাহায্য নিন ১০০% ফ্রি।

🟥ADIL ঘরের ব্যাপারে ১০০% ফ্রি এবং কার্যকর কাজ করে থাকে দরকার মনে হলে তাদের কাছে সহযোগিতা নিন।

🟥Point D' Accès Au Droit এর সহযোগিতা নিন ১০০% ফ্রি।

🟥 MAISON DU DROIT ET DE LA MÉDIATION « GISÈLE HALIMI » তে উকিল সহ সব সহযোগিতা পাবেন ১০০% ফ্রি।

🟥মাত্র ২০ ইউরো দিয়ে এই ছবির ঠিকানায় গিয়ে তাদের বলুন আপনি
Dalo(Droit au logement opposable) আবেদন করতে চান।সব ফিলআপ করে আপনার হাতে খামটা দিলে আপনি Lettre Recommandée করে পাঠিয়ে দিন La Poste এর মাধ্যমে।

🖐️প্রিয় ভাই-বোন,দালাল না ধরে
খামোখা খরছ না করে দরকারী কিছু তথ্য দেখে দয়াকরে নিজে চেষ্টা করুন।
আরে ভাই,পথ তো আল্লাহ করে দেন;দালাল না।

ফ্রান্সের রাষ্ট্রীয় ব্যবস্থা, নিরাপত্তা, সমাজ ব্যবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে ....এত বড় একটি দেশে মিউজিয়াম (Louvre)...
19/10/2025

ফ্রান্সের রাষ্ট্রীয় ব্যবস্থা, নিরাপত্তা, সমাজ ব্যবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে ....

এত বড় একটি দেশে মিউজিয়াম (Louvre) থেকে চুরি হয়েছে !

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করা ছাড়া এখন ফ্রান্সের রাজনীতিবিদরা আর কিছুই বুঝে না 🤔

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque বাংলাদেশ সম্মিলিত নাগরিক ফোরাম ফ্রান্স publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à বাংলাদেশ সম্মিলিত নাগরিক ফোরাম ফ্রান্স:

Partager