30/11/2025
📌📌📌 কাজ-অভিবাসন-বাসস্থান বিষয়ক ফ্রি
তথ্য ও সেবার জন্য Bangladais en France গ্রুপে যুক্ত হতে পারেন।
📝মেরীর বাসা পাওয়ার ক্ষেত্রে করনীয় কি-৩?
অন্য ভাইদের জানানোর জন্য পোষ্টটি শেয়ার/কপি করতে পারেন।
ফ্রান্সে সরকারি Logement social বা
মেরীর ঘর কোন দান-দক্ষিনা না।এইটা আপনার নাগরিক অধিকার।
আপনার dossier ঠিক থাকলে Dalo(Droit au logement opposable)স্থায়ী বসবাসের জন্য একটি বাসার আবেদন করবেন>প্রায়োরিটি পাবেন>ঘর ভিজিট করবেন>কমিশন থেকে ঘরটি আপনার নামে বরাদ্দ হবে>আপনার বাসার ভাড়া আপনি ই পে করবেন।
সেখানে ১ ইউরোও খরচ হওয়ার কথা না!
কোন দালাল ধরে তার পানি পড়া কিংবা তাবিজ-কবজও লাগার কথা না।দরকারী তথ্য জেনে নিন।
🟥ADIL (Association Départementale d'Information sur le Logement)
ঘরের ব্যাপারে ১০০% ফ্রি এবং কার্যকর কাজ করে থাকে দরকার মনে হলে তাদের কাছে সহযোগিতা নিন।
👉উদাহরণ হিসেবে ADIL এর কয়েকটি ঠিকানা দিচ্ছি গিয়ে কথা বলে সহযোগিতা নিতে পারেন।
📍ADIL93:
Agence de Montreuil 6-8, rue Gaston Lauriau 93100 Montreuil
📍ADIL95:
82 boulevard du Général-Leclerc, 95100 Argenteuil
📍ADIL75:
46 B BOULEVARD EDGAR QUINET 75014 PARIS
🖐️প্রিয় ভাই-বোন,দালাল না ধরে
খামোখা খরছ না করে দরকারী কিছু তথ্য দেখে দয়াকরে নিজে চেষ্টা করুন।
আরে ভাই,পথ তো আল্লাহ করে দেন;দালাল না।
ধন্যবাদ।