MAP TV

MAP TV মিথ্যার বিরুদ্ধে কথা বলে, MAP TV

06/08/2025

পাঁচগাঁও ৫ নং ওয়ার্ডের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব হুসাইনের উপর সন্ত্রাসী হামলা।
রাজনগর ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আসার পথে রাজনগর ইউনিয়ন রোডে কয়েক জন সন্ত্রাসী তার উপর হামলা করে সাথে থাকা টাকা ছিনতাই করে তাকে গুরুতর আহত করে।
বর্তমানে সিলেট ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিষয়টি রাজনগর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করতে হবে।

রাজনগরে ব্যবসায়ীর উপর উপজেলা যুবদল নেতার হামলা, আহত ২মৌলভীবাজারের রাজনগর উপজেলা বাজারে অঞ্জলী মিষ্টান্ন ভান্ডারে মালিক প...
08/07/2025

রাজনগরে ব্যবসায়ীর উপর উপজেলা যুবদল নেতার হামলা, আহত ২

মৌলভীবাজারের রাজনগর উপজেলা বাজারে অঞ্জলী মিষ্টান্ন ভান্ডারে মালিক পদ্মকুমার ও ওই দোকানের কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু'র বিরুদ্ধে। তার এলোপাতারি হামলায় দোকানের কর্মচারী পঙ্কজ দাশসহ (৩০) অপর কর্মচারী আহত হয়েছেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে সাতটায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর বাজারের সেন্ট্রাল রোডের অঞ্জলি মিষ্টান্ন ভান্ডারে বুরিন্দা (বুন্দিয়া) কিনতে যান রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের মৃত মানাফ উদ্দীনের ছেলে উপজেলা যুবদলের ৫ নং যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু। দোকানের শোকেসে রাখা অল্প বুরিন্দায় হবে না জানালে দোকান মালিক আরো বুরিন্দা দিতে পারবেন বলে জানান। এসময় তিনি (কয়ছর উদ্দীন বাবু) দোকানের পিছনের কারখানায় ঢোকেন। তখন কর্মচারী পঞ্জক দাশ থাকে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পঙ্কজকে চড় থাপ্পর দেন। ভিতরে থাকা মিষ্টির কারীগর এগিয়ে গেলে তাকেও রাধর করেন। দোকানের ভিতরের চিৎকার শুনে দোকান মালিক পদ্ম কুমার চন্দ পাশের দোকানে থাকা রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খানকে আনতে যান। নাহাজ আশারপর দোকানের ভিতরের দরজা খোললে যুবদল নেতা কয়ছর উদ্দীন বাবু তাদের ওপর হামলে পড়েন। বাবুর হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে এরোপাতারি আঘাত করতে থাকেন এতে দোকান মালিক পদ্ম কুমার চন্দ (৫৫) ও কর্মচারী পঙ্কজ দাশ (৩০) আহত হন। তাদের চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তারা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।
রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খান বলেন, সে ভুল করেছে। তার ভাই ও আত্মীয়-স্বজন আমাদের কাছে এসেছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন খান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি বাজার কমিটি দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বলে এসেছি অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নুরুল ইসলাম সেলুন রাজনগর উপজেলার নবনির্বাচিত বিএনপির সভাপতি ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামীলী...
01/07/2025

নুরুল ইসলাম সেলুন রাজনগর উপজেলার নবনির্বাচিত বিএনপির সভাপতি ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামীলীগের নেতা রাহেল চেয়ারম্যান।নির্বাচিত হতে না হতে একজন উপজেলার বিএনপির সভাপতির যদি এই অবস্থা হয় এখন বুঝেন সারাদেশে কারা আওয়ামীলীগ পুনর্বাসন করতেছে।

মৌলভীবাজারে যোগদান করেই বেসামাল হয়ে উঠেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি...
24/05/2025

মৌলভীবাজারে যোগদান করেই বেসামাল হয়ে উঠেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন। টাকা ছাড়া তিনি কিছুই বুঝেন না। যোগদানের পর থেকেই অফিসের একটি ফ্লাট দখল করে (গেস্ট হাউজে) থাকছেন। উনার তিন বেলার খাবার, দৈনন্দিন বাজার, আসবাসপত্র ও অন্যান্য খরচ অফিসের টাকা থেকেই চলে। সরকারি গাড়ি দিয়ে ঘুরাফেরা, মামলার তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ আদায়, পিবিআই’র জায়গা ভাড়া দিয়ে টাকা আদায়, অফিসের জীমের মালামাল নিজের রুমে রাখা, অফিসের নির্ধারিত জায়গার ফল বিক্রির টাকা আত্মসাৎ ও স্টাফদের সাথে অসধাচরণ সহ অভিযোগের অন্ত নেই সেই অতিরিক্ত ডিআইজি জাফর হোসেনের বিরুদ্ধে। যুগান্তরের ২ মাসের অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে।

13/05/2025

"টেংরা বাজার থেকে গোয়েন্দা সূত্রে, অনলাইন জুয়াড়িদের গ্রেফতার পরিচালনা অব্যাহত। এ পর্যন্ত ৪/৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

12/05/2025

দেখুন টেংরাবাজারের দূর্নীতির অবস্থা,ইউএনও শাপলা ও জামাই কাশেম এর টেংরাবাজারের দূর্নীতি....

মৌলভীবাজার শিল্প ও বাণিজ্য মেলার প্রবেশ টিকেটের লটারির ড্র প্রথম পুরস্কার পেয়েছেন রাজনগর উপজেলার মনসুর নগর ইউনিয়নের মহ...
12/05/2025

মৌলভীবাজার শিল্প ও বাণিজ্য মেলার প্রবেশ টিকেটের লটারির ড্র প্রথম পুরস্কার পেয়েছেন রাজনগর উপজেলার মনসুর নগর ইউনিয়নের মহলাল গ্রামের সাহেদা কবির মিম।

বড়লেখায় ৩টি চোরাই সিএনজি উদ্ধার ও চোর চক্রের ৪ সদস্য গ্রেফতারবড়লেখা থানা পুলিশের অভিযানে ০৩টি রেজিস্ট্রেশনবিহীন চোরাই...
05/05/2025

বড়লেখায় ৩টি চোরাই সিএনজি উদ্ধার ও চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
বড়লেখা থানা পুলিশের অভিযানে ০৩টি রেজিস্ট্রেশনবিহীন চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের রাজন আহমেদ মাসুম (২৪), সিলেট জেলার ওসমানীনগর উপজেলার শষারকান্দি গ্রামের সাইফুল ইসলাম (১৯), পূর্ব মোবারকপুর গ্রামের মোস্তাকিম আহমেদ নাহিদ (২০) ও সাইটধা গ্রামের সিরাজুল ইসলাম (১৯)।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম সরকার জানান, সোমবার দুপুরে বড়লেখা থানাধীন দাসেরবাজার সিএনজি স্ট্যান্ডে তিনজন সন্দেহভাজনসহ একটি চোরাই সিএনজি স্থানীয় জনতা আটক করে রেখেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোস্তাকিম, সাইফুল ও সিরাজুল ইসলাম নামে ৩ জনকে আটক করে এবং একটি নম্বরবিহীন সিএনজি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে সিএনজি চুরি করে বড়লেখার রাজন আহমদ মাসুমের কাছে বিক্রির জন্য এনেছে বলে স্বীকার করে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজন আহমদ মাসুমকে চান্দগ্রামে তার বাড়ি থেকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা আরও ২টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

05/05/2025

তারাপাশা বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক কামারচাক ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের সম্মানিত প্রতিষ্টাকালীন উপদেষ্টা জনাব ছায়াদ আহমদ সাহেবের দোকান থেকে আজ কিছু মহিলা এবং ছোট বাচ্চা চোর দোকানে কাস্টমারের বেশে ডুকে প্রায় দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে আপনারা কোন ব্যক্তি ঐ মানুষ গুলো দেখলে আমাদের কে অবহিত করবেন এবং পাশাপাশি বাজারের প্রত্যেক ব্যবসায়ী সচেতন থাকবেন

03/05/2025

১৭ মে রাজনগর বিএনপির কাউন্সিল
স্থান: রাজনগর সরকারী কলেজ মাঠ

আপনাদের মিটারে অতিরিক্ত বিল হলে বা লাইনে সমস্যা জনিত দীর্ঘক্ষণ বিদ্যুৎ বন্ধ থাকলে বা মিটার নষ্ট হলে অভিযোগ করুন..  চেয়ার...
01/05/2025

আপনাদের মিটারে অতিরিক্ত বিল হলে বা লাইনে সমস্যা জনিত দীর্ঘক্ষণ বিদ্যুৎ বন্ধ থাকলে বা মিটার নষ্ট হলে অভিযোগ করুন..
চেয়ারম্যান ( পল্লি বিদ্যুৎতায়ন বোর্ড)
ফোন নাম্বার:- 01769400000
উক্ত নাম্বারে কল করবেন কারণ পল্লী বিদ্যুৎ সমিতির সকল মালামাল যেমন ( মিটার,তার,ট্রান্সফরমার,খাম্বা) ইত্যাদি ইনি ক্রয় করে পল্লী বিদ্যুৎ অফিসকে দেয়।। আর ভোগান্তি হয় আপনার আমার মত সাধারণ গ্রাহকের।। এর দায় তাকে নিতে হবে তাই সমস্যা হলে 01769400000 এ নাম্বারে যোগাযোগ করুন।। এর পরও যদি সমস্যা সমাধান না হয় তবে বিদ্যুৎ সচিব বা ১৬৯৯৯ নাম্বারে কল দিন।।

মেজর জেনারেল জিয়াউল আজিম
পল্লী বিদ্যুৎ চেয়ারম্যান।

জনস্বার্থে প্রচার করুন।।
দূর্ণীতি রোধ করুন।

24/04/2025

আজ সন্ধা পরে আনুমানিক সময় ৭ থেকে ৭. ৪০ খেওয়াগাট থেকে রাজনগর যাওয়ার পথে আমার মানি ব্যাগটি হারিয়ে গেছে। ব্যাগটিতে কিছু নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। যদি কেউ পেয়ে থাকেন বা কোনো তথ্য জানেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করুন। আপনার সহায়তা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

যোগাযোগ: 01613516698

অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন।

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque MAP TV publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager