MAP TV

MAP TV মিথ্যার বিরুদ্ধে কথা বলে, MAP TV

রাজনগরে প্রবাসী স্বপ্ন ধুলিসাৎ : প্রতারক ইমন গ্রে"ফ"তা"রী পরোয়ানা দিয়ে বিদেশ ফাঁড়ি দেওয়ার চেষ্টাবিদেশের ওয়ার্ক পারমিট বি...
27/09/2025

রাজনগরে প্রবাসী স্বপ্ন ধুলিসাৎ : প্রতারক ইমন
গ্রে"ফ"তা"রী পরোয়ানা দিয়ে বিদেশ ফাঁড়ি দেওয়ার চেষ্টা

বিদেশের ওয়ার্ক পারমিট বিসা লাগানোর নাম করে
২ লাখ ৭৫ হাজার টাকা আতত্নসাৎ করেছে
রাজনগর উপজেলা মুন্সিবাজার ইউনিয়নের মেদনীমহল গ্রামের ইমন আহম্মদ লাড্ডু (৩৯)
নামে এক ব্যক্তি। এব্যাপারে ভোক্তভুগী ১নং ফতেহপুর ইউ,পি আব্দুল্লাহপুর গ্রামের মোঃ ফখরুল মিয়া (৪২) বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমল আদালতে ইমন আহম্মদ লাড্ডু (৩৯), স্ত্রী রাবিয়া বেগম (৩৫), মা মিনারা বেগম (৬৫) তিন জনের উপর প্রতারনার মামলা করেন। সি.আর মামলা নং-১০৪/২০২৩ ইং (রাজঃ)। মামলাটি পিবিআই পুলিশের তদন্ত শেষে চার্জসিট দাখিল হলে গ্রেফতারী পরোয়ানা নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামী বিদেশে পাড়ি জমানোর চেষ্টায় করছে বলে অভিযোগ উঠেছে।
মামলা সুত্রে জানাযায়, মোঃ ফখরুল মিয়া ২০১৮ ইং সনের মে মাসে জীবিকার তাগিদে ভ্রমন ভিসায় মধ্যপ্রাচ্যের দুবাই যান। সেখানে যাওয়ার পর ওয়ার্ক পারমিটের ভিসার কোন ব্যবস্থা করতে না পারায় অবৈধ ভাবে আত্মগোপনে টুকটাক কাজ কর্ম করে চার বৎসর সেখানে অবস্থান করেন। এই সময় দুবাই সরকার রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করেন দুবাই রাষ্ট্রে অবৈধ ভাবে অবস্থায় বসবাসকারী ইনভেষ্টার ভিসার মাধ্যমে সেখানে বৈধ ভাবে চলাফেরা সহ কাজ কর্ম করতে পারবে। ঐ সুযোগে তিনি ইনভেষ্টার ভিসা লাগানোর দেশের এক আত্মীয় রাসেল মিয়া সাথে যোগাযোগ করেন। যিনি ইমন আহম্মদ লাড্ডু পাশের বাড়ীর বাসিন্দা। তার মাধ্যমে জানিতে পারেন ইমন আহম্মদ লাড্ডু United Arab Emirates এ Alom Super Market. Rom No-779, Post Code-20044, Sanaiya Abudabi ঠিকানায় অবস্থান করছেন।
United Arab Emirates এ তাহার ID No. 78419831052494-1। তাহার এ ধরনের ভিসা প্রসেস করে বাহির করার অভিজ্ঞতা রয়েছে। তখন তিনি ইমন আহম্মদ লাড্ডু সাথে যোগাযোগ করলে বিসার জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা দাবী করেন। দেশে থাকা তার স্ত্রী রাবিয়া বেগম (৩৫), মা মিনারা বেগম (৬৫) এর নিকট ২ লাখ ৭৫ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে ইমন আহম্মদ লাড্ডু বিসার ব্যবস্থা না করে ঠিকানা পাল্টিয়ে ফেলেন। মোঃ ফখরুল মিয়া বিসা না থাকায় দুবাই পুলিশ গ্রেফতার করে Out Pass টিকিট দিয়ে বিগত ১৮/০১/২০২৩ ইং তারিখে দেশে পাঠিয়ে দেয়। এসে তার পরিবারের নিকট টাকা চাইলে প্রথম দিকে ফেরৎ দেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে ইমন আহম্মদ লাড্ডু দেশে আসেন। বর্তমানে তার পরিবার ও তিনি টাকার কথা অস্বীকার করছেন। এমনকি ইমন আহম্মদ লাড্ডুর উপর মামলার গ্রেফতারী পরোয়ানা থাকার পরও বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ফেসবুক মনিটাইজেশনের নেশায় মৌলভীবাজারেও অনেকে উদ্ভট ভিডিও তৈরি করে হারাচ্ছেন ব্যক্তিত্ব। বর্তমান যুগে ফেসবুক শুধু বিনোদন...
19/09/2025

ফেসবুক মনিটাইজেশনের নেশায় মৌলভীবাজারেও অনেকে উদ্ভট ভিডিও তৈরি করে হারাচ্ছেন ব্যক্তিত্ব।

বর্তমান যুগে ফেসবুক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ প্রজন্মের জন্য আয়ের একটি বড় সুযোগ হিসেবেও পরিণত হচ্ছে। ভিডিও কনটেন্ট, লাইভ স্ট্রিম, পেজ মনিটাইজেশন ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টায় অনেকেই নিজেদের সময় ব্যয় করছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত জনপ্রিয়তা ও আয়ের লোভ অনেক তরুণ,তরুণী ও বিভিন্ন বয়সী মানুষ ব্যক্তিত্ব ও নৈতিকতা হারাতে বাধ্য করছে।

ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সাম্প্রতিক জরিপ অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি মানুষ দৈনিক ফেসবুকে সক্রিয়। এর মধ্যে প্রায় ১২ লাখ তরুণ, তরুণ সহ বিভিন্ন বয়সী মানুষ নিয়মিত কনটেন্ট তৈরি করে মনিটাইজেশনের চেষ্টা করছেন। তবে তাদের একটি বড় অংশ কেবল ভিউ ও লাইক বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন। মানসম্মত ও শিক্ষামূলক কনটেন্ট তৈরির চেয়ে ট্রেন্ডি বা বিতর্কিত বিষয়বস্তু এখন বেশি প্রচলিত।

সম্প্রতি এই মনিটাইজেশনের নেশা মৌলভীবাজারের বিভিন্ন বয়সী মানুষের মধ্যে লক্ষ করা যাচ্ছে, উদ্ভট ভিডিও, অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে তৈরি করছেন ভিডিও।
এইসব ভিডিও সমাজের কোনো কাজেই লাগে না, এইসব ভিডিও থেকে নতুন প্রজন্মর শিখার মতো কিছুই নেই।
বরং সমাজে নোংরামি বৃদ্ধি পাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক শুরু অর্থ উপার্জন একটি প্লাটফর্ম নয়, এখান থেকে শুরু অর্থ উপার্জনের চেষ্টা না করে, মানসম্মত ভিডিও তৈরি করে সমাজকে পরিবর্তন করাও সম্ভব।

07/09/2025

রাজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি স্থগিত। তদন্ত কমিটি গঠন।

পুলিশের হাত থেকে রক্ষা পেতে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, মাদক ব্যবসায়ী আটকমৌলভীবাজারের রাজনগরে পুলিশের হাতে আটক হওয়ার ...
04/09/2025

পুলিশের হাত থেকে রক্ষা পেতে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের হাতে আটক হওয়ার মুহূর্তে ইয়াবা ট্যাবলেট চিবিয়ে নষ্ট করার চেষ্টা করে মাদক ব্যবসায়ী । তবে শেষ রক্ষা হয়নি, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তৎপরতায় হাতেনাতে গ্রেফতার হয়েছেন তিনি।

আটক ব্যক্তি হলেন রাজনগর উপজেলার দত্তগ্রাম এর মৃত কমরু মিয়ার ছেলে আলী হোসেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডিবির এসআই আবু নাইয়ুম মিয়া নেতৃত্বে একটি টিম রাজনগর উপজেলার পুদিনাপুর এলাকার রাজনগর টু সিলেট রোডে অভিযান পরিচালনা করে আলী হোসেনকে আটক করেন।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটক করার সময় আলী হোসেন তার ডান হাতে থাকা একটি নীল রঙের পলিব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট চিবিয়ে নষ্ট করার চেষ্টা করেন। পুলিশ সদস্য ও স্থানীয় সাক্ষীদের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার মুখ থেকে উদ্ধার করা ভাঙা ও গুড়ো অবস্থার কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার ওজন ছিল ৬ গ্রাম।

তিনি আরও জানান, 'সিডিএমএস যাচাইয়ে আটককৃত আলী হোসেনের বিরুদ্ধে চুরি,ডাকাতি, মাদকসহ ১১টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

আজকের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।'

30/08/2025

রাজনগর উপজেলার মুন্সি বাজারে সিএনজি স্ট্যান্ডের সামনে একটি নোহা ব্যাক ফেল করে ২জন গুরুতর আহত৷ একজনের অবস্থা খুবই খারাপ।

30/08/2025

আমার ভাগ্য লেখার সময় বিধি কলমের কালি ছিলোনা

23/08/2025

রাজনগর উপজেলার মুন্সিবাজার বিসমিল্লাহ খাদ্য ভান্ডার এর চুরি করতে গিয়ে ধরা খেল একজন চোর৷
সে গত কয়েক দিন ধরে বাজারের বিভিন্ন দোকানে ডুকে মহাজনদের চোখ ফাঁকি দিয়ে চুরি করে থাকে৷

16/08/2025

রাজনগর উপজেলার দওগ্রামে তিন জন ইয়াবা সেবনকারী কে ধরা হয়েছে । গ্রামের আলী হোসেন নামের একজন ওর কাছ থেকে তারা এসব জিনিস নিতে এসেছিল । এর পিছনের গড ফাদার কে আপনারাই বলুন?

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বড়ই মর্মান্তিক সংবাদ কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের ...
09/08/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বড়ই মর্মান্তিক সংবাদ
কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারী আব্দুল জব্বার সাহেবের ভাতিজা (মরহুম আব্দুস সাত্তার ভাইয়ের) ছেলে রাফি (২৫)কে অজ্ঞাত কে বা কাহারা ঘুমন্ত অবস্থায় গলা কে*টে হত্যা করেছে ।

06/08/2025

পাঁচগাঁও ৫ নং ওয়ার্ডের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব হুসাইনের উপর সন্ত্রাসী হামলা।
রাজনগর ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আসার পথে রাজনগর ইউনিয়ন রোডে কয়েক জন সন্ত্রাসী তার উপর হামলা করে সাথে থাকা টাকা ছিনতাই করে তাকে গুরুতর আহত করে।
বর্তমানে সিলেট ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিষয়টি রাজনগর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করতে হবে।

রাজনগরে ব্যবসায়ীর উপর উপজেলা যুবদল নেতার হামলা, আহত ২মৌলভীবাজারের রাজনগর উপজেলা বাজারে অঞ্জলী মিষ্টান্ন ভান্ডারে মালিক প...
08/07/2025

রাজনগরে ব্যবসায়ীর উপর উপজেলা যুবদল নেতার হামলা, আহত ২

মৌলভীবাজারের রাজনগর উপজেলা বাজারে অঞ্জলী মিষ্টান্ন ভান্ডারে মালিক পদ্মকুমার ও ওই দোকানের কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু'র বিরুদ্ধে। তার এলোপাতারি হামলায় দোকানের কর্মচারী পঙ্কজ দাশসহ (৩০) অপর কর্মচারী আহত হয়েছেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে সাতটায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর বাজারের সেন্ট্রাল রোডের অঞ্জলি মিষ্টান্ন ভান্ডারে বুরিন্দা (বুন্দিয়া) কিনতে যান রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের মৃত মানাফ উদ্দীনের ছেলে উপজেলা যুবদলের ৫ নং যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু। দোকানের শোকেসে রাখা অল্প বুরিন্দায় হবে না জানালে দোকান মালিক আরো বুরিন্দা দিতে পারবেন বলে জানান। এসময় তিনি (কয়ছর উদ্দীন বাবু) দোকানের পিছনের কারখানায় ঢোকেন। তখন কর্মচারী পঞ্জক দাশ থাকে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পঙ্কজকে চড় থাপ্পর দেন। ভিতরে থাকা মিষ্টির কারীগর এগিয়ে গেলে তাকেও রাধর করেন। দোকানের ভিতরের চিৎকার শুনে দোকান মালিক পদ্ম কুমার চন্দ পাশের দোকানে থাকা রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খানকে আনতে যান। নাহাজ আশারপর দোকানের ভিতরের দরজা খোললে যুবদল নেতা কয়ছর উদ্দীন বাবু তাদের ওপর হামলে পড়েন। বাবুর হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে এরোপাতারি আঘাত করতে থাকেন এতে দোকান মালিক পদ্ম কুমার চন্দ (৫৫) ও কর্মচারী পঙ্কজ দাশ (৩০) আহত হন। তাদের চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তারা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।
রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খান বলেন, সে ভুল করেছে। তার ভাই ও আত্মীয়-স্বজন আমাদের কাছে এসেছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন খান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি বাজার কমিটি দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বলে এসেছি অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নুরুল ইসলাম সেলুন রাজনগর উপজেলার নবনির্বাচিত বিএনপির সভাপতি ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামীলী...
01/07/2025

নুরুল ইসলাম সেলুন রাজনগর উপজেলার নবনির্বাচিত বিএনপির সভাপতি ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামীলীগের নেতা রাহেল চেয়ারম্যান।নির্বাচিত হতে না হতে একজন উপজেলার বিএনপির সভাপতির যদি এই অবস্থা হয় এখন বুঝেন সারাদেশে কারা আওয়ামীলীগ পুনর্বাসন করতেছে।

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque MAP TV publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Souligner

Partager