Mofazzal Apurbo

Mofazzal Apurbo Writer and lyricist

22/07/2025

আজ যে শিশু ২০২৫

আজ যে শিশু, আলো ছুঁয়ে, এল না ফিরে ঘরে
আমরা খুঁজি তারই ছবি, পোড়া ধুলো চরায় পরে
চুপসে গেছে স্কুল মাঠ, নেই আর সেই কোলাহল
শিশুর মুখে থেমে গেছে, রঙিন হাসির জল।

আজ যে শিশু, মায়ের বুকে ঘুমিয়ে ছিল চুপে
চিরনিদ্রায় সে চলে গেল, আগুন-পাখার দূপে
ভেঙে পড়া স্বপ্ন তারই, ছড়িয়ে আছে চারিদিকে
সবকিছু আজ থেমে গেছে, শোকের কালো সীমানায় লিখে।

রেল লাইনের পাশে নয়, অন্ধ সিঁড়ির ছায়ায় নয়
শিশুরা তো স্বপ্ন বোনে, পাঠশালার পথেই রয়
কিন্তু সে পথ রক্তরাঙা, ধোঁয়ায় ভরে আজ বাতাস
হারাল যারা আগুনে, তাদের ঘিরে নিরব প্রকাশ।

শিশুর চোখে কান্না নামে, মুছে যায় সব রঙ
নিঃশব্দে হাঁটে শোকের মিছিল, আগুনে খোঁজে ঢং
স্মৃতির পাতায় লেখা থাকুক, তাদের নাম ও গান
আজকের এই দুঃখ শুধু নয়—এ জাতির অভিমান।

হাসির ভেতর জ্বলে ওঠে, পোড়া বইয়ের গন্ধ
চোখের জলে ভেসে আসে, চিরদিনের ছন্দ
ছেঁড়া খাতা, পোড়া ব্যাগে—বেঁচে থাকা ইতিহাস
হারানো সেই শিশুগুলোই আজকের আকাশ।

আজ যে শিশু, স্বপ্ন বুকে, উড়তে চেয়েছিল
আকাশপানে চেয়ে থাকা, চোখ দুটি আজ স্থির
তার মায়ের কোলটা খালি, তারে খোঁজে রাত-দিন
আমরা শুধু বলে যাই—আসবে না আর সে কোনদিন।

23/04/2024

Nostalgia…. 🖤 BLACK

08/03/2024

আসসালামু আলাইকুম গতকাল আমার শাশুড়ি মা মারা গিয়েছেন ( ২৬ শে সাবান ১৪৪৫ ) রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা । উনি সব সময় হাসিখুশি থাকতেন এবং সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। ভালো মনের একজন মানুষ ছিলেন। আমার মা মারা যাওয়ার পরে আমি কখনো ভাবি নি যে, আমি আরেকজন মা পাবো যে কিনা আমাকে এত আদর, স্নেহ, ও ভালোবাসা দিবেন। কিন্তু সেটাও দীর্ঘায়িত হলো না। যাক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ উনাকে পরকালে ভালো রাখুক এই দোয়া করি। আপনারাও সবাই আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনার সকল গুনাহ মাফ করে দিয়ে উনাকে বেহেস্ত নসিব দান করেন। আমিন…..

Adresse

Paris
75008

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Mofazzal Apurbo publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Mofazzal Apurbo:

Partager