22/07/2025
আজ যে শিশু ২০২৫
আজ যে শিশু, আলো ছুঁয়ে, এল না ফিরে ঘরে
আমরা খুঁজি তারই ছবি, পোড়া ধুলো চরায় পরে
চুপসে গেছে স্কুল মাঠ, নেই আর সেই কোলাহল
শিশুর মুখে থেমে গেছে, রঙিন হাসির জল।
আজ যে শিশু, মায়ের বুকে ঘুমিয়ে ছিল চুপে
চিরনিদ্রায় সে চলে গেল, আগুন-পাখার দূপে
ভেঙে পড়া স্বপ্ন তারই, ছড়িয়ে আছে চারিদিকে
সবকিছু আজ থেমে গেছে, শোকের কালো সীমানায় লিখে।
রেল লাইনের পাশে নয়, অন্ধ সিঁড়ির ছায়ায় নয়
শিশুরা তো স্বপ্ন বোনে, পাঠশালার পথেই রয়
কিন্তু সে পথ রক্তরাঙা, ধোঁয়ায় ভরে আজ বাতাস
হারাল যারা আগুনে, তাদের ঘিরে নিরব প্রকাশ।
শিশুর চোখে কান্না নামে, মুছে যায় সব রঙ
নিঃশব্দে হাঁটে শোকের মিছিল, আগুনে খোঁজে ঢং
স্মৃতির পাতায় লেখা থাকুক, তাদের নাম ও গান
আজকের এই দুঃখ শুধু নয়—এ জাতির অভিমান।
হাসির ভেতর জ্বলে ওঠে, পোড়া বইয়ের গন্ধ
চোখের জলে ভেসে আসে, চিরদিনের ছন্দ
ছেঁড়া খাতা, পোড়া ব্যাগে—বেঁচে থাকা ইতিহাস
হারানো সেই শিশুগুলোই আজকের আকাশ।
আজ যে শিশু, স্বপ্ন বুকে, উড়তে চেয়েছিল
আকাশপানে চেয়ে থাকা, চোখ দুটি আজ স্থির
তার মায়ের কোলটা খালি, তারে খোঁজে রাত-দিন
আমরা শুধু বলে যাই—আসবে না আর সে কোনদিন।