
08/08/2025
একটা সময় ছিলো যখন আমার কাছে লিপস্টিক কেনার মতো টাকাও ছিলোনা। আর আজ আমার নামে গুলশান এবং বসুন্ধরায় দুটো ফ্ল্যাট আছে। আমার দিন বদলের ঘটনাটা শুনবেন? আমার একটা ছেলের সাথে রিলেশন ছিলো। সে তখনো সেটেল্ড ছিলোনা তাই আমার বাসায় বিয়ের প্রস্তাব দিতে পারছিলো না। আমি বিবাহযোগ্যা তাই বাসায় নিয়মিত পাত্রপক্ষ দেখতে আসতো এবং হাতে তিন-চার হাজার করে টাকা দিয়ে যেতো। আমি বিনা সংকোচে সেই টাকাটা নিয়ে নিতাম এবং ফোনে "ছেলে পছন্দ হয়নি বলে" বিয়ে বানচাল করে দিতাম। পাত্রপক্ষের দেওয়া টাকাগুলো খরচ না করে জমিয়ে রাখতাম। এভাবেই কেটে গেলো ৭ টি বছর। এখনো আমার প্রেমিক সেটেল্ড হতে পারেনি। অথচ আমাকে দেখতে আসা পাত্রপক্ষের টাকা জমিয়ে আজ আমি কোটিপতি। সেই জমানো টাকা দিয়েই গুলশান এবং বসুন্ধরায় দুটো ফ্ল্যাট কিনেছি। ভাবছি ইউরোপ থেকে একটা ট্যুর দিয়ে আসবো। কোন দেশে গেলে ভালো হয়?