ইউরো বাংলা প্রেস ক্লাব-Euro Bangla Press Club

ইউরো বাংলা  প্রেস ক্লাব-Euro Bangla Press Club সত্য সংবাদ কর্মীদের সুসংগঠিত যুগোপযোগী সংগঠন

এনজিও ব্যুরোর নিবন্ধন পেলো "নকশী বাংলা ফাউন্ডেশন"নিজস্ব প্রতিবেদন : প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন...
13/11/2025

এনজিও ব্যুরোর নিবন্ধন পেলো "নকশী বাংলা ফাউন্ডেশন"

নিজস্ব প্রতিবেদন : প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন পেলো" নকশী বাংলা ফাউন্ডেশন" গত বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে এনজিও নিবন্ধনের সার্টিফিকেট তুলে দেন, এনজিও ব্যুরো সহকারী পরিচালক শরিফ আহমদ।
নকশী বাংলা ফাউন্ডেশনের পক্ষে সনদপত্র গ্রহণ করেন সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান।
এনজিও ব্যুরো সহকারী পরিচালক শরিফ আহমদ বলেন, আপনাদের কাজের জায়গায় অত্যন্ত সফল। নকশী বাংলা'র বৃহত্তর পরিসরে পথচলা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশাবাদী। এনজিও ব্যুরো আপনাদের পাশে আছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশে থেকে দেশকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী বলেন, সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে নকশী বাংলা ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে। এটি একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়ার পর পাওয়া একটি বড় সাফল্য।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল বলেন ' সংস্থাটি দীর্ঘ দুই যুগ থেকে শিক্ষা, সাহিত্য , সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে ২০০৮ সালে রেজিষ্ট্রেশন লাভ করে। আজ এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনের মাধ্যমে নকশী বাংলা ফাউন্ডেশন সামাজিক কল্যাণ এবং মানবিক কার্যক্রম বাস্তবায়নে আরো ব্যাপকভাবে কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে, ইনশাআল্লাহ। আমাদের মিশন- ভিশনকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রমকে আরো গতিশীল করবো। সংস্থার প্রতিষ্ঠাতা, দাতা সদস্য, আজীবন সদস্য, কার্যকরী পরিষদের সদস্য সহ সকলের আন্তরিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় নকশী বাংলা ফাউন্ডেশন আজ এনজিও নিবন্ধন লাভ করেছে, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

হয়তোবা কিছুদিন পর এমন কিছু দালাল বের হবে তারা দূতাবাসে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে বলবে এগুলো তারা করেছে। যেমনি প্রবাসীদে...
11/11/2025

হয়তোবা কিছুদিন পর এমন কিছু দালাল বের হবে তারা দূতাবাসে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে বলবে এগুলো তারা করেছে। যেমনি প্রবাসীদের প্রত্যাশা শিরোনামটি হাইজ্যাক করতে চেয়েছিল তারা। কিন্তু দালালরা জানে না ইতিহাস বদলানো যায়না।
এগুলো ইউরো বাংলা ক্লাবের দীর্ঘদিনের সংগ্রামের ফসল।
ইউরো বাংলা... জিন্দাবাদ।

ফ্রান্স জাসাস এর কমিটি গঠননিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফ্রান্স শাখার ৩৭ সদ...
09/11/2025

ফ্রান্স জাসাস এর কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফ্রান্স শাখার ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে শেখ ইমরান হোসেনকে আহবায়ক ও মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান আহমেদ, যুগ্ম আহবায়ক ময়নুল হক, মোঃ জুনেদ আহমেদ, সালাউদ্দিন, আল আমিন সম্রাট, পারভেজ হুসেন শিশির, সায়েম আহমদ লিটন, নাজমুল ইসলাম, মাসুদ আহমদ, মাহি উদ্দিন, আরিফ আহমেদ, শেখ ওয়াহিদুজ্জামান, জাফর আহমেদ, জাহিদুল ইসলাম, বুরহান আহমদ কামরান, জামিল আহমদ রায়হান, মোহাম্মদ মোসলাহ উদ্দিন, শাহ আলম।

সদস্যরা হলেন, ফাহিম আহমেদ চৌধুরী, মোহাম্মদ মুহিত আহমদ ফরহাদ খান, আব্দুল কাইয়ুম, মিজান আলম, সুহেল খান, শরীফ হোসেন, জাহিদুল ইসলাম, তুহিন আহমদ, আব্দুর রহমান, শেখ হাফিজুর রহমান, আব্দুস সোবহান রাজু, মুহিন আহমদ, নুমান আহমদ, আবিদ হাসান, আরফিন রাজ বাবলু, সুলতান হোসেন শুভ।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফ্রান্স শাখার আহবায়ক শেখ ইমরান হোসেন ইউরো বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি, সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এছাড়াও গোলাপগঞ্জ উপজেলা এবং সিলেট জেলা ছাত্রদলে নেতৃত্ব দিয়েছেন। তিনি
সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার সন্তান তিনি বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

 #গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ৩য় আন্তর্জাতিক সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে স্পেনের বার্সেলোনায় সম্পন্ন;******************...
23/10/2025

#গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ৩য় আন্তর্জাতিক সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে স্পেনের বার্সেলোনায় সম্পন্ন;
****************************************
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০২৫ গত ১৯ অক্টোবর রোববার স্পেনের বানিজ্যিক শহর বার্সেলোনার
খ্যাতনামা সালা অ্যাকোয়ারলিয়া ব্যাঙ্কুয়েটিং হলে জাঁকজমকপূর্ণভাবে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্ব সিলেটিদের এ মিলন মেলায় যোগদান করতে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ইতালী, গ্রীস, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পেনের বার্সেলোনায় সমবেত হন নেতৃবৃন্দ।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি কমিউনিটি লিডার মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কমিউনিটি ব্যাক্তিত্বে মইনুল হক চৌধুরী হেলাল এর প্রানবন্ত পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়ছল চৌধুরী এমবিই এমএসপি।
তিন পর্বের অনুষ্ঠানে ২য় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের স্পেন শাখার সভাপতি আমিন আলী রফিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির রহমান। ৩য় পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী সহ লন্ডন থেকে আগত স্বনামধন্য শিল্পীরা ।

আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস টেলিভিশনের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি লিডার
ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই, বৃটেনের বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন সাবেক প্রেসিডেন্ট এম. এ. মুনিম ওবিই, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন, এসিএফ এরব
চেয়ারম্যান ইয়াওর খান, ক্রয়ডনের প্রাক্তন মেয়র কাউন্সিলর সেরওয়ান চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ মারুফ আহমেদ চৌধুরী, ও বাংলাদেশ সেন্টারের সাবেক ট্রেজারার সিরাজুল ইসলাম প্রমুখ।
কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে তিনজন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- ড. ওয়ালি তসর উদ্দিন এমবিই , কাউন্সিলর সেরওয়ান চৌধুরী ও মাহমুদ হাসান এমবিই।

সম্মাননা গ্রহণের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় এক পুরস্কারপ্রাপ্ত বলেন- “আমি এই পুরস্কারটি আমার সম্প্রদায় এবং আমার পরিবারকে উৎসর্গ করছি, যারা আমার সমাজসেবামূলক কাজের সময় ও ভালোবাসা উৎসর্গ করেছেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির প্রধান ট্রেজারার রফিকুল হায়দার, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, অলি উদ্দিন শামিম,
মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কাউন্সিলর রিতা বেগম, জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক ও আবুল হোসেন, বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের সেক্রেটারি মিটু চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেন্টারের ট্রেজারার ফয়জুল হক, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ সাদেক আহমেদ, এছাড়া গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের স্পেন শাখার প্রেসিডেন্ট আমিন আলি রফিক, সেক্রেটারি আবদুর রহমান সাব্বির, ফ্রান্স শাখার প্রেসিডেন্ট ফয়সল উদ্দিন, মিজানুর রহমান মিজান পর্তুগাল গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মাসুম আহমদ আয়ারল্যন্ড থেকে কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সেলিম আলম স্কটল্যান্ড থেকে এনামুল হক চৌধুরী জালাল সুইডেন থেকে বাছিত চৌধুরী সহ ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ গ্রীসের সভাপতি ও সাধারণ সম্পাদক , বার্সেলোনার বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়ছল চৌধুরী এমবিই বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটিদের স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত
এই মিলন মেলায় উপস্থিত থাকতে পেরে আনন্দিত হয়েছেন বলে উল্লেখ করে এই সংগঠন এর আগামী দিনের অগ্রযাত্রায় তথা ঐক্য, উন্নয়ন ও অগ্রযাত্রার বার্তা দিয়ে যেখানে সমাজকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি এবং ঐক্যের অঙ্গীকার পুনঃনিশ্চিত করা হয়েছে এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমিউনিটি ব্যাক্তিত্ব মইনুল হক চৌধুরী হেলাল বলেন, প্রবাসীদের মধ্যে ঐক্য জোরদার করা এবং সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনের মূল লক্ষ্য।
এই আন্তর্জাতিক সম্মেলনটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সিলেটের বিভাগের বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রবাসীদের এক মিলনমেলা পরিনত হয়েছে।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি কমিউনিটি লিডার মুহিবুর রহমান মুহিব
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন প্রবাসীদের মধ্যে ঐক্য জোরদার এবং সিলেট বিভাগের উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গভীর দেশপ্রেম ও প্রবাসী চেতনার আলোয় স্নাত এই আন্তর্জাতিক সম্মেলনটি সফল করতে সহযোগিতাকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেছেন।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র
সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান, এবারের
এই আন্তর্জাতিক সন্মেলনে যে সব দাবী দাওয়া নিয়ে আলোচনা এবং সেমিনার সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিলো;
* ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন করা।
* সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করা।
এবং প্রবাসীদের ভোটাদিকার নিশ্চিত করা।
এ ছাড়াও সিলেটের উন্নয়নে বিভিন্ন দাবীদাওয়া উত্তাপিত হয়।

*****************************************
সংবাদদাতা;
মোহাম্মদ মকিস মনসুর,
সহ সভাপতি
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন
২২শে অক্টোবর ২০২৫ ইংরেজি,

22/10/2025

জুনেদ ফারহান, প্যারিস: ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে “পোস্টাল ব্যালটে ভোট: নভেম্বরে এবং পো.....

প‍্যারিসে জাতীয়তাবাদী প্রবাসী ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত- বাংলা টেলিগ্রাম
22/10/2025

প‍্যারিসে জাতীয়তাবাদী প্রবাসী ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত- বাংলা টেলিগ্রাম

তাজ উদ্দিন, ফ্রান্স: “পোস্টাল ব্যালটে ভোট নভেম্বরে, আর ‘বিডি অ্যাপস’ আনছে ইসি”—এই বিষয়কে কেন্দ্র করে ফ্রান্সের র.....

প্যারিসে জাতীয়তাবাদী পরিবারের প্রবাসী ভোটার উদ্বুদ্ধকরণ সভা ।ধন্যবাদ ফ্রান্সট্রিবিউন কে।
22/10/2025

প্যারিসে জাতীয়তাবাদী পরিবারের প্রবাসী ভোটার উদ্বুদ্ধকরণ সভা ।ধন্যবাদ ফ্রান্সট্রিবিউন কে।

“পোস্টাল ব্যালটে ভোট নভেম্বরে এবং পোস্টাল ভোটে বিডি’ অ্যাপস আনছে ইসি” এবিষয়ে প্যারিসে মঙ্গলবার (২১ অক্টোবর) ফ্র.....

প্যারিসে মতিউর রহমান মুন্নাকে সংবর্ধনাফ্রান্স প্রতিনিধি:ইউরো বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদ...
22/10/2025

প্যারিসে মতিউর রহমান মুন্নাকে সংবর্ধনা

ফ্রান্স প্রতিনিধি:
ইউরো বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ-এর গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্নার প্যারিস আগমনে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাজ উদ্দিন, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী।

আলোচনায় অংশ নেন ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, সংগঠনিক সম্পাদক জাবের আহমদ, জিয়াউর রহমান ও আশরাফুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা মতিউর রহমান মুন্নার দীর্ঘদিনের প্রবাসী সাংবাদিকতা, প্রবাসীদের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা ও সংবাদমাধ্যমে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

প্যারিসে জাতীয়তাবাদী পরিবারের প্রবাসী ভোটার উদ্বুদ্ধকরন সভা তাজ উদ্দিন,ফ্রান্স থেকে : “পোস্টাল ব্যালটে  ভোট নভেম্বরে এব...
22/10/2025

প্যারিসে জাতীয়তাবাদী পরিবারের প্রবাসী ভোটার উদ্বুদ্ধকরন সভা

তাজ উদ্দিন,ফ্রান্স থেকে : “পোস্টাল ব্যালটে ভোট নভেম্বরে এবং পোস্টাল ভোটে বিডি’ অ্যাপস আনছে ইসি” এবিষয়ে প্যারিসে ২১ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার)
ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী এলাকায় একটি রেস্টুরেন্টে ফ্রান্স জাতীয়তাবাদী পরিবারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জানান, প্রবাসী বাংলাদেশিরা এখন বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে বিডি’ অ্যাপসের মাধ্যমে পোস্টাল ভোটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগের ফলে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা দেশের আগামী জাতীয় নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন।

ফ্রান্স জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রমে সহায়তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে দুটি পৃথক কেন্দ্র থেকে বিনামূল্যে (ফ্রি সার্ভিস) সহায়তা প্রদান করা হচ্ছে।
সার্বিক সহযোগিতার জন্য
ফ্রান্স-বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ রেজাউল করিম মোবাইল ০৬৫২১৫১১৯৫ সহযোগিতা কেন্দ্রসমূহ: সোহাগ মোহাম্মদ এহসান, Monika Cash & Curry (Quatre Chemins)
ঠিকানা: 86 Avenue Jean Jaurès, 93500

দ্বিতীয় সেলিম আহমদ ও মুহিব আহমদ, Phone Boutique,20 Boulevard Anatole France, 93300 Aubervilliers
সভায় বক্তারা বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ও যুগান্তকারী উদ্যোগ, যা প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত করবে।উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে বহিঃবিশ্ব বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এর আহ্বানে এক জরুরি ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।তিনি নির্দেশনা ও অনলাইনে বিএনপির সাধারণ সদস্য নিবন্ধনের লিংক প্রকাশের পর থেকেই ফ্রান্স জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ এনআইডি ও ভোটার তালিকা নিবন্ধনসহ একাধিক কার্যক্রম শুরু করেছেন।

ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনাডেস্ক নিউজ:শিল্প, সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি ফ্রান্সে...
14/10/2025

ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা

ডেস্ক নিউজ:

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক গ্রন্থ “আশা এবং আমার সংগ্রাম — Espoir et mon Combat” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান।

অভিবাসী বিষয়ক সামাজিক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (SAF)-এর উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন ‘বুজ দ্য থ্যাবাই’ হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আলোচক ছিলেন— ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনো, প্যারিস ১৮-এর ডেপুটি মেয়র আনজুমান সিসিকো, ফরাসি সামাজিক এসোসিয়েশন সিমাদ ইল দ্য ফ্রঁসের সেক্রেটারি মারি ফ্রঁস, ফেদেরল গ্লোবাল কোম্পানির অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী মনিক ভেরে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি অভিবাসন ও একীকরণ দপ্তর (অফি)'র অডিট অফিসার লিন্ডা মেরী সরকার, কবি ও লেখক আবু জুবায়ের, ফরাসি গণমাধ্যম ‘আলথেখস মিডিয়ার প্রকাশক ও প্রধান সম্পাদক দিদিয়ে রাসিনে, "আশা এবং আমার সংগ্রাম" গ্রন্থের লেখক ও সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)'র প্রেসিডেন্ট খিয়াং নয়ন।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে লেখকের মানবিক চেতনা, সামাজিক অঙ্গীকার ও অভিবাসী জীবনের সংগ্রামী বাস্তবতাকে তুলে ধরার সাহসিকতার প্রশংসা করেন। তারা বলেন, ‘এই প্রকাশনা কেবল একটি বই নয়; এটি আশার, সংগ্রামের এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনার প্রতীক। বইটি ফরাসি-বাংলা দুই সংস্কৃতির মেলবন্ধনে এক অনন্য সাহিত্যিক দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সাংবাদিক আশিক আহমেদ উল্লাস ও সাফ'র প্রশাসনিক সম্পাদক তাওহিদা আনজুম নাফিসা'র যৌথ সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাফ'র স্পোর্টস সেক্রেটারি শাহীন আহমেদ।

নিজের বই সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক খিয়াং নয়ন বলেন—
“আশা এবং আমার সংগ্রাম— Espoir et mon Combat” কেবল একটি নারীর জীবনের গল্প নয়; এটি প্রতিটি অভিবাসীর লড়াই, তাদের আত্মমর্যাদা এবং আশার প্রতীক। এই বই অভিবাসী সমাজের বাস্তবতা, রাজনৈতিক চেতনা এবং মানবিক শক্তির এক ব্যক্তিগত ও সামাজিক যাত্রার দলিল।”

লেখকের এ গ্রন্থটি তাঁর দ্বিতীয় প্রকাশনা। এর আগে ২০২৪ সালের জুনে প্রকাশিত হয় তাঁর প্রথম বই “জীবনের ছাপ”।

বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন লেখক খিয়াং নয়নসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ফরাসি মঞ্চ অভিনেতা সোয়েব মোজাম্মেল বাংলা ভাষায় লেখকের জীবনী পাঠ করেন এবং ফরাসি ভাষায় পরিচিতি উপস্থাপন করেন ফ্রান্সের পুল এলওয়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী কৌশিক ওয়াসিফ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন,
ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনোর সহকারী ইশাম, কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন,
বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তৌফিকা সাহেদ, মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল। এছাড়া লেখকের প্রকাশিত গ্রন্থ থেকে পাঠ করেন সাংবাদিক ও আবৃত্তি সংগঠক আবু বকর আল আমিন, কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম।
বাংলাদেশ ও ফ্রান্স— দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন হয়ে ওঠে কবি-লেখক, সাংবাদিক-সাংস্কৃতিক ও বাচিকশিল্পীদের এক অনন্য মিলনমেলা।

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমী চক্রবর্তী, ইশরাত ফ্লোরা ও জয়ীতা বড়ুয়া মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। এছাড়াও বিকশিত নারী সংঘ-এর পক্ষ থেকে লেখক খিয়াং নয়নকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জয়িতা বড়ুয়া, নবনীতা বড়ুয়া, ভূমি চন্দ, সেঁজুতি তালুকদার, শ্রেষ্ঠানী তালুকদার, নবকুমার বড়ুয়া ও শুভমিতা আনা ভট্টাচার্য।
সভার সমাপনী বক্তব্য রাখেন, সাফ'র কমিউনিকেশন বিষয়ক সম্পাদক তাওহিদ আহমেদ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাফ'র
সাধারণ সম্পাদক মামুন হাসান রুবেল,
ইভেন্ট ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রুমন আহমদ, কমিউনিকেশন বিষয়ক সম্পাদক তাসনিয়া আনজুম, ক্রীড়া সম্পাদক শিহাব উদ্দিন, সদস্য সালাউদ্দিন ইরান, জাহেদ আহমেদ ও ইকবাল দেওয়ান রকি প্রমুখ।

First Bangladeshi Dalton Zahir Receives Prestigious Membership in SKAL International Madrid"In a historic achievement fo...
13/10/2025

First Bangladeshi Dalton Zahir Receives Prestigious Membership in SKAL International Madrid"

In a historic achievement for Bangladesh, seasoned tourism and hospitality expert Mohammad Zahirul Islam, widely known as Dalton Zahir, has become the first Bangladeshi member of SKAL International Madrid, marking a significant milestone in the organization’s 90-year history and the 70-year history of its Madrid chapter.
Dalton Zahir was honoured with his membership certificate during a recent colloquium lunch at the Puerta de America hotel, attended by Japan’s Ambassador, Takahiro Nakamae, and Economic Affairs, Transport, and Tourism Advisor Mai Sasaki. SKAL International Madrid is part of a global network of tourism professionals established in 1934, aimed at fostering business relationships, networking, and camaraderie within the industry. Members, including tourism managers and executives, convene to discuss industry challenges, promote sustainable tourism, and create mutually beneficial connections.
Ramon Adillon, President of SKAL Madrid, expressed his enthusiasm, stating, “We warmly welcome Dalton as our first Bangladeshi member. It is also an honour to congratulate him on his recent appointment as President of the International Ecotourism Society Philippines Inc. for Portugal and Head of Europe. His 24 years of experience in the tourism and hospitality sectors will be invaluable.”
In another proud moment for Bangladesh.
Business setup across various global markets. He is the Co-Chairman of the Standing Committee on Civil Aviation and Tourism of the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI), and Director of the Tourism Developers Association of Bangladesh (TDAB).
As the founder and CEO of multiple ventures, including Traveller Key, Europe Key, Traveller Times, Welcome Bangladesh, and World Vacation Club, and CEO of Cosmicwink LDA. Zahir operates a business across various countries. His previous roles include Head of Sales and Marketing at BRAC Services Ltd. (BSL) and positions at leading hospitality establishments such as Rose View Hotel, Grand Sultan Tea Resort and Golf, Ocean Paradise, and Lakeshore Hotel. He has also collaborated with global tech brands like Motorola, Apple, Philips, and Fujifilm.
A passionate advocate for Bangladesh’s tourism potential, Zahir has worked tirelessly to showcase the country’s scenic beauty, rich cultures, and culinary heritage to the global travel community. His visionary approach has been pivotal in promoting sustainable and experience-driven tourism models.

13/10/2025

খিয়াং নয়ন রচিত " আশা এবং আমার সংগ্রাম "বইয়ের মোড়ক উন্মোচন, প্যারিস।

Adresse

Paris
10556

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque ইউরো বাংলা প্রেস ক্লাব-Euro Bangla Press Club publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à ইউরো বাংলা প্রেস ক্লাব-Euro Bangla Press Club:

Partager