
26/09/2025
প্রথমে দেখে কি মনে হচ্ছে, বিল্ডিংটা মাটির নিচে ডুবে যাচ্ছে তাই না⁉️
এটা কোনো জাদু নয়, বরং Montmartre এর সবচেয়ে ভাইরাল Photogenic Illusion. এই রঙিন বিল্ডিংটা দাঁড়িয়ে আছে একটি ঢালু টিলার উপর। আপনি যদি ক্যামেরা একটু কাত করে ধরেন, সাথে সাথেই মনে হবে বাড়িটা আস্তে আস্তে মাটির ভেতরে ডুবে যাচ্ছে। ঠিক যেন কোনো সিনেমার দৃশ্য! 🎬
এই স্থাপত্য তৈরি হয়েছিল ১৯শ শতকে, যখন Montmartre এ প্যারিসের প্রথম দিককার বাসিন্দারা পাহাড়ের ঢালে বাড়ি বানাতে শুরু করেন। সেই থেকে আজ পর্যন্ত, এটি শুধু থাকার জায়গা নয় বরং প্যারিসের সবচেয়ে ভাইরাল অপটিক্যাল ইলিউশন স্পট। 📸
So if you ever come to Montmartre, you have to sit here once…
Your eyes will say the building is sinking, but your heart will know the real magic of Paris!✨🇫🇷