Channel MB

Channel MB “মানবতার লক্ষ্যে,আগামীর পথে”

উপদেষ্টা মন্ডলী:-
শাহ-আলম চৌধুরী-(সাংবাদিক,কানাডা)
লিংকন ডি কস্টা-(মানবাদিকার কমী,কানাডা)
সাফায়েত আল আমিন-(কলাম লেখক,আমেরিকা)

আইন উপদেষ্টা:-
এড,জাহিদুল ইসলাম
এড,আবু মামুন

প্রধান সম্পাদক:-
এম এম আর

প্রধান সংবাদ-বিভাগ সম্পাদক:-
সৈয়দ তাহসান
শাহ এমরান মিরন


প্রধান এডমিন সম্পাদক:-
মাহফুজ আহমেদ জাম
রুমা আক্তার চৌধুরী
রুহান আহমেদ
রাকিন আল হাসান
মোছা: মিলি আক্তার লিলি
মাহাদী ইসলাম শুভ
দিপন
শিশির খান

ম শিশি
মুনিম খাঁন
টিপু সুলতান(রকি)
আহমেদ কবি


এডমিন:-
মৌমিতা মৌ-ঢাকা
জান্নাত আরা নিপা-খুলনা
শেফালী রায়-চাঁদপুর
জুলি আক্তার-নড়াইল
দিপা রানী-বরিশাল
তিন্নী বেগম-কুমিল্লা
নাওমী রহমান মৌ-ময়মনসিংহ
লাবনী আক্তার লিমা-সিলেট



যোগাযোগ:-
Mob:-+16742358001
[email protected]

03/08/2025

জামায়াতে ইসলামীর আমির সাহেব দেশেই উনার হার্টের অপারেশন করিয়েছেন।

সকল বড় বড় রাজনৈতিক নেতা নেত্রীরাও যদি দেশেই চিকিৎসা করাতেন।

পাশাপাশি উনাদের পরিবারের লোকজনের চিকিৎসা ও দেশে করাতেন তাহলে নিজেদের জীবনের কথা চিন্তা করে হলেও দেশের চিকিৎসা খাতে বিরাট পরিবর্তন আনা সম্ভব ছিলো।

অথচ একটা কথা অনেক এ মানতে না চাইলেও আমি বলতে চাই আমাদের দেশের চিকিৎসকরা আন্তর্জাতিক মানের কিন্তু তারা HIGH PROFILE কেস গুলো ধরতে ভয় পান নানা রকম রাজনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারে বলে।

কিন্তু এই সংস্কৃতি চাইলেই পরিবর্তন করে দেশের চিকিৎসা খাতে উন্নয়ন করে দেশেই সবাই চিকিৎসা নিলে আমাদের দেশের সাধারণ মানুষ আর বাহিরের দেশে চিকিৎসার জন্য গিয়ে কোটি কোটি ডলার ফেলে আসতো না।

এটা দেশের জন্য ও মঙ্গল হতো পাশাপাশি দেশের চিকিৎসার খাতের জন্য ও ভালো হতো।

দেশের যারা সাধারণ নাগরিক বাহিরের দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার মত অবস্থা নেই তারাও দেশের মেডিকেল সেক্টর নিয়ে খুশি থাকতেন।

আপনাদের শুধু জানানোর জন্য বলি আমার অসংখ্য পরিচিত ডাক্তার আছেন আমি নিজে অসুস্থ হইলে সর্বপ্রথম আমি সরকারি হাসপাতালে যাই।

তারপর বাকি চিন্তা ভাবনা করি পরিস্থিতির আলোকে বিশ্বাস করেন আমি বেসরকারি হাসপাতাল গুলোতেও পা রাখিনা।

আমার প্রথম চয়েসই থাকে সরকারি হাসপাতালে , আমি জানি সেবার মান খুবই নিম্ন মানের তাও যাই।

যাতে সেবা ভালো হয় এজন্যই উপরে এতো এতো কথা লেখা।

03/08/2025

যারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে না
তাদের কপালে দুঃখ আছে
চারদিকে শুধুই ভোগের আয়োজন
ত্যাগের মহিমা কোথায়

30/07/2025

"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাদ বিত্বসম্পদ উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি।

শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে।

কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।

এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।

যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।
জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।

আজ প্রধান উপদেষ্টা থাকলে💨
12/07/2025

আজ প্রধান উপদেষ্টা থাকলে💨

29/06/2025

যেখানে কানাডার প্রধানমন্ত্রী কে ছেড়ে যায়
সেখানে আমরা কোন আমড়া
কারণ তাদের তৈরি ই হয়েছে ইবলিশ শয়তান ধারা

29/06/2025
26/06/2025

তিন মেয়ে জামাইঃ মাঝে আমি শশুর
- - - - - - -
শুধু 'আমি অস্ট-লিয়ায় থাকি, আমি অষ্ট-লিয়ার লাগরিক' গলা খাঁকড়ে ওটা 'বইল্লে' হবে না চান্দু। সুযোগ থাকলে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ (আপন ভাই বোন ভাতিজা ভাগ্নী ইত্যাদি) ওদেরও নিয়ে আসো। শুধু প্রতিবার দেশে যাবার সময় 'গিফ্ট' নিয়ে দেশে পড়ে থাকা ওদেরকে ভালোবাসার সান্তনা দিলে চলবে না চান্দুঃ ভিক্ষা নয় পুঁজি দাও - যাতে সে কাজ করে খেতে পারে।

আমি এমন অনেককে দেখেছি যারা নিজেরাই স্ত্রী সংসার নিয়ে অস্ট্রেলিয়াতে বহু যুগ ধরে থাকে, কয়েকটি বাড়ির মালিক এবং একাধিক স্ত্রীরও 'মালিক', আমার কাছে ওদেরকে বড্ড স্বার্থপর মনে হয়। ওদের জন্মকে আমি ওদের পিতামাতার 'মহাপাপ' মনে করি। যেকোন অনুষ্ঠানে দেখা হলে ওদের আমি নীরবে এড়িয়ে যাই।

শুধু নিজে একা থাকলে হবে না, সুযোগ থাকলে সবাইকে একে একে টেনে নিয়ে আসো, প্রয়োজনে জন্মদেশকে নির্বংশ করে দাও - যাতে দেশে পড়ে থাকা সর্বহারা আবেগী, দরিদ্র বা অতি দেশপ্রেমিক লোকগুলো সারা রাত জেগে হুজুরের ওয়াজ শোনার পরে গাণিতিক হারে একে একে সন্তান জন্মদিয়ে তোমার ফেলে আসা শুন্যস্থান পূরণ করতে পারে। শুধু নিজে একা অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে অস্ট্রেলিয়ায় বসত করলে হবে না চান্দু। তোমার জানাজায় শরিক হওয়ার জন্যে অন্তত নিজ পরিবারের কিছু লোককে বিদেশে পাশে রেখো।

[ছবিটি বছর কয়ে আগে চট্টগাম শহরে আমার বাবা বাড়িতে তোলা। ওরা তিনজন আমার মেয়ে জামাই। আমার ডান দিক থেকে রাসেল (ভাগ্নি জামাই, বরিশাল, অস্ট্রেলিয়া), জুয়েল (ভাগ্নি জামাই, কুমিল্লা, ইংল্যান্ড), তামজীদ (ভাইঝি জামাই, চট্টগ্রাম, অস্ট্রেলিয়া) আর মাঝে ঘরোয়া পরিবেশে আমি অভাগা শশুর]

17/06/2025
Journalist Syed Faruque Ahmed
17/06/2025

Journalist Syed Faruque Ahmed

২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাব থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন সাংবাদিক মানিক সাহা। ওই দিন বেলা ১টা .....

মৌলভীবাজার সরকারি হাসপাতাল! যেখানে মানুষ প্যারাসিটামল আর গ্যাস্টিকের ঔষধ ছাড়া কিছুই পায়না। সেখানে সরকারি ঔষধ শহরের ড্রেন...
04/06/2025

মৌলভীবাজার সরকারি হাসপাতাল!

যেখানে মানুষ প্যারাসিটামল আর গ্যাস্টিকের ঔষধ ছাড়া কিছুই পায়না। সেখানে সরকারি ঔষধ শহরের ড্রেনে ঘুরছে।

28/04/2025
27/04/2025

Gorib Jamai (গরিব জামাই) | Mosharraf Karim | Tania Brishty | New Eid Natok 2025🎥 Gorib Jamai (গরিব জামাই ) is here to make your Eid celebrations even more s...

Adresse

Paris
Paris
75013

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Channel MB publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Channel MB:

Partager