
03/08/2025
জামায়াতে ইসলামীর আমির সাহেব দেশেই উনার হার্টের অপারেশন করিয়েছেন।
সকল বড় বড় রাজনৈতিক নেতা নেত্রীরাও যদি দেশেই চিকিৎসা করাতেন।
পাশাপাশি উনাদের পরিবারের লোকজনের চিকিৎসা ও দেশে করাতেন তাহলে নিজেদের জীবনের কথা চিন্তা করে হলেও দেশের চিকিৎসা খাতে বিরাট পরিবর্তন আনা সম্ভব ছিলো।
অথচ একটা কথা অনেক এ মানতে না চাইলেও আমি বলতে চাই আমাদের দেশের চিকিৎসকরা আন্তর্জাতিক মানের কিন্তু তারা HIGH PROFILE কেস গুলো ধরতে ভয় পান নানা রকম রাজনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারে বলে।
কিন্তু এই সংস্কৃতি চাইলেই পরিবর্তন করে দেশের চিকিৎসা খাতে উন্নয়ন করে দেশেই সবাই চিকিৎসা নিলে আমাদের দেশের সাধারণ মানুষ আর বাহিরের দেশে চিকিৎসার জন্য গিয়ে কোটি কোটি ডলার ফেলে আসতো না।
এটা দেশের জন্য ও মঙ্গল হতো পাশাপাশি দেশের চিকিৎসার খাতের জন্য ও ভালো হতো।
দেশের যারা সাধারণ নাগরিক বাহিরের দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার মত অবস্থা নেই তারাও দেশের মেডিকেল সেক্টর নিয়ে খুশি থাকতেন।
আপনাদের শুধু জানানোর জন্য বলি আমার অসংখ্য পরিচিত ডাক্তার আছেন আমি নিজে অসুস্থ হইলে সর্বপ্রথম আমি সরকারি হাসপাতালে যাই।
তারপর বাকি চিন্তা ভাবনা করি পরিস্থিতির আলোকে বিশ্বাস করেন আমি বেসরকারি হাসপাতাল গুলোতেও পা রাখিনা।
আমার প্রথম চয়েসই থাকে সরকারি হাসপাতালে , আমি জানি সেবার মান খুবই নিম্ন মানের তাও যাই।
যাতে সেবা ভালো হয় এজন্যই উপরে এতো এতো কথা লেখা।