Amaderkotha

Amaderkotha Nation's first online business news: Stay tuned for instant global updates!

11/07/2025

ট্রাম্প পুরস্কার পেলে অনেকেই তাকে বিতর্কিত বিজয়ী হিসেবে বিবেচনা করতে পারেন, তবে অতীতেও বহুবার এই পুরষ্কার বিতর্কের মুখে পড়েছে

11/07/2025

"মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে
মনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি;
আমি তখন স্বপ্নের ভেতর জিহাদ, জিহাদ বলে জেগে উঠি"

- আল মাহমুদ

নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি।একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল—"আমার জন্ম আ...
11/07/2025

নিজের ইচ্ছায় সে এই পৃথিবীতে আসেনি।
একটা ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছিল—
"আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না। আমার বাবা-মা তাদের জৈবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছেন।"
এ যেন নিজের অস্তিত্ব নিয়েই বাবা-মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো।

অপর পাশে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন তার কর্মজীবী মা-বাবা।
নিরব, মাথা নিচু, একবারও মেয়ের মুখের দিকে তাকানোর সাহস করেননি।
মেয়ের এমন অভিযোগ শুনে আদালতে উপস্থিত সবার হৃদয় কেঁপে উঠলেও, তারা ছিলেন নিঃশব্দ।

মেয়ের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরে তার আইনজীবী বললেন—
"সে চায় আমেরিকায় গিয়ে পড়তে। কিন্তু তার মা-বাবার সেই সক্ষমতা নেই।"

বিচারক কথা বলার সুযোগ দিলেও মা-বাবা কোনো কথা বলেননি।
নিরবে মাথা নিচু করে বেরিয়ে গেলেন।

এই তবে সন্তান জন্ম দেওয়ার প্রতিদান?

কিন্তু এখানেই শেষ নয়।
এই মেয়ে শুধু অভিযোগ করেই থেমে থাকেনি। তার চাহনি, ভাষা, শরীরী ভাষা— সব কিছুতেই ফুটে উঠেছে এক ধরনের ঔদ্ধত্য, এক ধরনের অবমাননাকর মনোভাব।
সে যেন বাবা-মা নয়, একজন অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে!
শুধু ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বললেই কি শিক্ষিত হওয়া যায়?

এই মেয়ের ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দেখে প্রশ্ন জাগে—
এটা কি শিক্ষার ফল, নাকি এক বিকৃত উচ্চবিলাসের বহিঃপ্রকাশ?

এ ধরনের নোংরা মনমানসিকতার মেয়েরা সমাজে, শিক্ষায় এবং পরিবারে বিষ ছড়ায়।
তারা নিজের অর্জনের ব্যর্থতা ঢাকতে গিয়ে আঘাত করে মা-বাবার আত্মমর্যাদায়।

শিক্ষা কি তাকে মানবিকতা শেখায়নি?
সমাজ তাকে নৈতিকতা দিতে ব্যর্থ হলো কেন?
এই মেয়ে যদি এই সমাজের “সুশিক্ষিত” প্রতিনিধি হয়, তবে আমরা কোথায় দাঁড়িয়ে?

__Md Md. Mominur Rahman

যায়গাটা কোথায় অবস্থিত? আপনাদের অনেক পরিচিত
10/07/2025

যায়গাটা কোথায় অবস্থিত? আপনাদের অনেক পরিচিত

কমিউনিটি সংবাদ -আস্সালামুআলাইকুম। বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের বার্ষিক মিলন মেলা আগামী ২০ জুলাই রবিবার Courseulles-...
10/07/2025

কমিউনিটি সংবাদ -

আস্সালামুআলাইকুম।
বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের বার্ষিক মিলন মেলা আগামী ২০ জুলাই রবিবার Courseulles-sur-Mer France সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও সবাইকে পরিবার ও পরিজন নিয়ে এই আনন্দঘন মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইলো।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ :
মহিউদ্দিন খান ওয়াদুদ - ০৭ ৫৮ ৬৫ ৮৩ ৩৭
মোঃ মোস্তফা কামাল - ০৬ ৫২ ৬৬ ৪১ ২১
মোয়াজ্জেম হোসেন শেখ শামীম - ০৬ ৯৫ ৯৩ ৪২ ৫৫
মারুফ ফয়সাল - ০৭ ৮৩ ০৫ ১৭ ৫২
শফিকুল ইসলাম রাজ্জাক - ০৬ ৫৬ ৭৪ ৩৬ ৭৪
জাহিদুল ইসলাম সুমন - ০৭ ৫৩ ৮৯ ৬৫ ৩০
সৈকত মৃধা - ০৭ ৮৩ ১৫ ০১ ০৯
মোঃ ইমরান শিকদার - ০৬ ৬১ ৪৪ ২৪ ২৩

ব্রেকিং নিউজ
10/07/2025

ব্রেকিং নিউজ

ফলাফল
10/07/2025

ফলাফল

10/07/2025
পাস
10/07/2025

পাস

ফল প্রকাশ
10/07/2025

ফল প্রকাশ

ফ্রান্সে “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” শীর্ষক আলোচনা সভাফ্রান্স থেকে আহমেদ জুনেদ ফারহান :গত  ৭ই জুলাই ২০২৫...
09/07/2025

ফ্রান্সে “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” শীর্ষক আলোচনা সভা

ফ্রান্স থেকে আহমেদ জুনেদ ফারহান :

গত ৭ই জুলাই ২০২৫ ইং রোজ সোমবার বিকেল ৪ ঘটিকায় প‍্যরিসের ক‍্যাথসিমায় বটতলা রেষ্টুরেন্টে ফ্রান্সে অবস্থানরত বিএনপি ও অঙ্গ সংগঠনের নবীন নেত্রীবৃন্দ আয়োজিত “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব শাহ মিলাদুর রহমান জুমার (সাবেক ছাত্রনেতা মৌলভীবাজার জেলা ছাত্রদল), সার্বিক তত্ত্বাবধানে জনাব সৈয়দ তকবির আলী (সাবেক ছাত্রনেতা সিলেট জেলা ছাত্রদল) ও জনাব জাহেদ আহমেদ
(যুগ্ম আহ্বায়ক ফ্রান্স সেচ্ছাসেবক দল ও সাবেক সমাজসেবা সম্পাদক সিলেট জেলা ছাত্রদল)

সার্বিক অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন জনাব আহমদ জুনেদ ফারহান (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কুলাউড়া উপজেলা ছাত্রদল, সাংগঠনিক সম্পাদক বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা) ও জনাব মুরাদ আহমেদ (সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা ছাত্রদল, সাবেক সদস্য মৌলভীবাজার জেলা ছাত্রদল) এবং জনাব আতিক আহমেদ (সাবেক সদস্য সিলেট জেলা ছাত্রদল)।

অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানের প্রথমে জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই গণহত্যায় নিহত সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতার পালন করা হয়। তারপর দলীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম পরিচালনা করা হয়।

সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ বাংলাদেশের সকল তারুণ্যের প্রতি ধানের শীষে ভোট প্রদানের জন্য আহ্বান জানান এবং আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান উপস্থিত থেকে বক্তব্য রাখেন সামাদ খান রাজু (যুগ্ম সাধারণ সম্পাদক বহির্ভূত জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা), আলাল খান (সাবেক যুগ্ম আহ্বায়ক কুলাউড়া উপজেলা ছাত্রদল), ময়নুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক বহির্ভূত জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা), আলাল আহমদ (সাবেক সদস্য সিলেট জেলা ছাত্রদল), নাজমুল ইসলাম (সদস্য স্বেচ্ছাসেবক দল ফ্রান্স), জাহাঙ্গীর আলম (সাবেক সদস্য সচিব ছাত্রদল অর্গানাইজেশন ফ্রান্স), আপন আহমেদ (সাবেক আহ্বায়ক থানা স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার), বুলবুল আহমেদ (সাবেক সহ-সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার), সাইদুল ইসলাম শহীদ (সদস্য স্বেচ্ছাসেবক দল ফ্রান্স), সৈয়দ নাজির আলী
(সহ সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর ছাত্র‍দল)
মাহমুদুর রহমান এবাদুর (সাবেক সহ-সভাপতি কলেজ ছাত্রদল), দুলাল আহমেদ (সাবেক ছাত্রনেতা কুলাউড়া উপজেলা), আব্দুর রহমান রাজু (সাবেক ইউনিয়ন ছাত্রদল নেতা), রুহুল আমিন (সাবেক সদস্য সিলেট মহানগর ছাত্রদল), শফি আহমেদ রুবেল (সাবেক ছাত্রনেতা কুলাউড়া উপজেলা ছাত্রদল), জামিল আহমেদ (সাবেক সদস্য সিলেট জেলা ছাত্রদল), ইউনুস আহমদ (সাবেক সদস্য সিলেট জেলা ছাত্রদল), দুলাল আহমেদ (সাবেক ছাত্রনেতা কুলাউড়া উপজেলা ছাত্রদল), ফখরুল ইসলাম (সাবেক সদস্য সিলেট জেলা ছাত্রদল), মনজুর আহমেদ (সাবেক সভাপতি কুলাউড়া পৌর ছাত্রদল), হাসান উদ্দিন পাপলু (সাবেক যুগ্ম-আহ্বায়ক কুলাউড়া উপজেলা ছাত্রদল), পারভেজ আহমেদ (সাবেক ছাত্রনেতা) প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, শানু আহমদ, ফায়সাল আহমেদ, রোমান আহমেদ, সাইফুল ইসলাম, ফাহিম আহমেদ, মির্জা জাহেদ, সাদিক আহমেদ, সায়েম আহমেদ, আহমেদ মুবিন তফাদার, আবু তাহের, নাজমুল আহমেদ, কাউসার আহমেদ, ইমরান আজিজ, আব্দুর রহমান রাজু, আহবাবুর রহমান প্রিয়ক, রুবেল চৌধুরী, ইমরান আজিজ, মিঠু মিয়া, অলি আহমদ, আলাল আহমদ, মুমিন আহমদ, আরাফাত, সাব্বির আহমদ, সোহানুর আহমদ, মোহাম্মদ এহসানুল হক, নোমান আহমেদ, ছালিক আহমেদ, মতিউর রহমান, আক্তার হোসেন, ইউনুছ মিয়া ও অন্যান্যরা। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে নৈশভোজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

তাজা মাংস! তাজা মাংস! দামেও কম ! —————————————————-আগামী 10/07/2025&11/07/2025🚨🚨🚨🚨ফার্ম থেকে সরাসরি বাছাইকৃত গরুর তাজা ফ...
09/07/2025

তাজা মাংস! তাজা মাংস! দামেও কম !
—————————————————-

আগামী 10/07/2025&11/07/2025🚨🚨🚨🚨

ফার্ম থেকে সরাসরি বাছাইকৃত গরুর তাজা ফ্রেশ মাংসের জন্য যোগাযোগ করুন: 09 81 49 19 30

১৫ কেজি গরুর মাংস মাত্র 110€ইউরোতে ! অর্ডার কনফার্ম করুন এখনই ।
আমরা বিভিন্ন রেস্টুরেন্টেও প্রয়োজন অনুসারে মাংস সরবরাহ করে থাকি।

মেস বা বাসার ক্ষেত্রেও দেওয়ার সময় আমরা আপনার পছন্দসই সাইজে মাংস কেটে দিয়ে থাকি।

👉এছাড়াও আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের চাল ,ডাল ,মাছ ,মাংস এবং দেশীয় মসলা পাওয়া যায়

Phone : WhatsApp ☎️/ call 📞 09 81 49 19 30/
Address : 75 bd de la Villette,75010 Paris
🚇🚊🚆Linge 2 stations..Colonel Fabien

(🙏ফোন করে বুকিং কনফার্ম করে দোকান থেকে মাংস সংগ্রহ করতে পারবেন।)
( কমিউনিটি বিজ্ঞাপন)

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Amaderkotha publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager