Organic Beauty Tips by Nimrose

Organic Beauty Tips by Nimrose Welcome to Organic Beauty Tips by Nimrose. Make Organic skin and hair care products at home.
(5)

নতুন বছর আসুক নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন হাসি নিয়ে। নতুন বছরে আল্লাহ আমাদেরকে সুস্থতা, হালাল রিজিক ও অন্তরে শান্তি দ...
31/12/2025

নতুন বছর আসুক নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন হাসি নিয়ে। নতুন বছরে আল্লাহ আমাদেরকে সুস্থতা, হালাল রিজিক ও অন্তরে শান্তি দান করুন। বিগত বছরে যা কিছু হারিয়েছি, নতুন বছরে তার চেয়ে উত্তম কিছু দান করুন। সবাই কে নতুন বছরের শুভেচ্ছা।

29/12/2025

আমার মেয়ের page! ❤️ She is a Psychology student in the University of Strasbourg France.
she decided to make videos to talk about many important topics she thinks about. সবাই তাকে সাপোর্ট করবেন please.

09/12/2025

Marché de Noël Lingolsheim

28/11/2025

শীতের ময়েশ্চারাইজিং ডে/নাইট ক্রিম মাত্র ৭ দিনে ত্বককে উজ্জ্বল দাগমুক্ত ও মসৃণ করবে।

24/11/2025

💥DIY Moisturiser.শীতে উজ্জ্বল,বেবি সফ্ট ও দাগমুক্ত ত্বক পেতে এই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।সব ধরনের ত্বকের জন্য ব্যবহার উপযোগী।

15/11/2025

মাথায় দ্বিগুণ চুল বৃদ্ধি ও লম্বা কালো চুল পেতে এই ম্যাজিক তেল ব্যবহার করুন।💥2 weeks challenge.

05/11/2025

১-২ সপ্তাহে চুল ঘন ও লম্বা করবে এবং চুলের সকল সমস্যা দূর করবে এই ওভার নাইট হেয়ার জেল।💥 দ্রুত নতুন চুল গজাবে মাথায়।

ঘর — শুধু থাকার জায়গা নয়, এটা আমার শান্তির ঠিকানা।বাইরের পৃথিবী যতই অস্থির হোক, ঘরের চার দেয়ালের ভেতরেই খুঁজে পাই প্র...
04/11/2025

ঘর — শুধু থাকার জায়গা নয়, এটা আমার শান্তির ঠিকানা।
বাইরের পৃথিবী যতই অস্থির হোক, ঘরের চার দেয়ালের ভেতরেই খুঁজে পাই প্রশান্তির ছোঁয়া।
গোছানো ঘর, স্নিগ্ধ আলো আর পরিচ্ছন্ন পরিবেশ যেন মনের ওপর একরাশ শান্তির পর্দা টেনে দেয়।
একটা পরিষ্কার ঘর মানেই পরিষ্কার মন, আর সুন্দর পরিবেশ মানেই সুন্দর অনুভূতি।
ঘর আমার কাছে শুধু আশ্রয় নয়— এটা আমার ভালো লাগার জায়গা, আমার মানসিক স্বস্তি, আমার সুখের প্রতিচ্ছবি। 🏡💖

🌿 Rosemary (রোজমেরি) গাছ শুধু রান্নায় নয় — চুল ও ত্বকের জন্যও অনেক বেশি উপকারী! 🧴 চুলের জন্য (Hair Benefits):1. চুল পড়া ...
02/11/2025

🌿 Rosemary (রোজমেরি) গাছ শুধু রান্নায় নয় — চুল ও ত্বকের জন্যও অনেক বেশি উপকারী!

🧴 চুলের জন্য (Hair Benefits):

1. চুল পড়া কমায়
→ Rosemary তেল মাথার রক্তসঞ্চালন বাড়ায়, ফলে চুলের গোড়া মজবুত হয়।

2. নতুন চুল গজাতে সাহায্য করে
→ এটি DHT hormone কে নিয়ন্ত্রণ করে, যেটা সাধারণত চুল পড়ার কারণ হয়।

3. স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নত করে
→ Antibacterial ও antifungal গুণ scalp পরিষ্কার রাখে।
→ খুশকি বা চুলকানি কমায়।

4. চুলের চকচকে ভাব বাড়ায়
→ নিয়মিত ব্যবহারে dull hair আবার উজ্জ্বল হয়ে ওঠে।

5. প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে
→ চুল নরম ও সহজে আচড়ানো যায়।

🪶 ব্যবহার পদ্ধতি:

Rosemary oil + carrier oil (যেমন coconut বা castor oil) মিশিয়ে scalp-এ ৫–১০ মিনিট মালিশ করুন, তারপর ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

💧 ত্বকের জন্য (Skin Benefits):

1. Anti-aging গুণে ভরপুর
→ Rosemary antioxidant সমৃদ্ধ, যা free radicals রোধ করে — ফলে বলিরেখা ও ঝুলে পড়া ত্বক কমে।

2. ত্বক টানটান রাখে
→ এটি collagen উৎপাদন বাড়ায়, ত্বককে করে firm ও elastic।

3. Acne ও ব্রণ কমায়
→ Antibacterial গুণে pore পরিষ্কার রাখে ও প্রদাহ কমায়।

4. Oil balance করে
→ ত্বকে অতিরিক্ত তেল জমা রোধ করে, oily skin-এর জন্য খুব উপকারী।

5. ত্বকে রক্তসঞ্চালন বাড়ায়
→ ফলে natural glow আসে।

প্রতিদিন আমার বাসার জানালার সামনে এক বৃদ্ধ ভদ্রলোক বসে থাকেন।তাঁর সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তবু যেন এক অদ্ভু...
31/10/2025

প্রতিদিন আমার বাসার জানালার সামনে এক বৃদ্ধ ভদ্রলোক বসে থাকেন।
তাঁর সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তবু যেন এক অদ্ভুত হৃদয়ের টান আছে।
জানালা দিয়ে তাকালে তিনি হাসিমুখে হাত নাড়েন, যেন বলছেন — “আমি আছি।”
আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, তিনি আমার বাচ্চাদের এতটাই ভালোবাসেন যে,
প্রতিদিন তাঁদের জন্য হাতে করে একটি ললিপপ নিয়ে বসে থাকেন।

রক্তের সম্পর্ক না থাকলেও মমতার বন্ধন কখনো কখনো আরও গভীর হয়।
এই পৃথিবীতে এমন মানুষরা বেঁচে থাকুক,
যাঁদের কারণে এখনো বিশ্বাস করতে ইচ্ছে হয় —
স্নেহ আর ভালোবাসাই আসল আত্মীয়তার বন্ধন।

30/10/2025

বয়সের দাগছোপ,বলিরেখা,কুঁচকানো ভাব দূর করে ত্বককে উজ্জ্বল, ফর্সা ও টানটান করবে এই এন্টি এজিং ফেসপ্যাক।

28/10/2025

১০ দিনের চ্যালেঞ্জ, গোল্ডেন গ্লো সিরাম ত্বককে Flawless, Glowing ও গ্লাসস্কিন করবে।💥রোদে পুড়া, ড্যামেজ ও চোখের ডার্ক সার্কেল দূর করবে।

Adresse

3 Place Jean Charcot
Sarcelles
95200

Téléphone

+33763890148

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Organic Beauty Tips by Nimrose publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Organic Beauty Tips by Nimrose:

Partager