ফেইস দ্য পাবলিক Face The public

22/04/2025

আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে? থাকলে কি সেই আইন কার্যকর হচ্ছে?---------------------------------------------------১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসর ঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ধর্ষন করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো তৎকালীন ক্ষমতাসীন দলের অংগ সংঘটন ছাত্রলীগের সোনার ছেলে "জসিমউদদীন মানিক"! এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি। বরং মিডিয়ায় এসবের আলোচনা দেখে সে দেশ ছেড়ে পালিয়েছিল । এখন সে আমেরিকাতে আছে!

২০২১ সালে জুন মাসে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে বেড়াতে গিয়েছিল স্বামী-স্ত্রী! সেইখানে তাদের পথ রোধ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা! স্বামীকে বেধে রেখে স্বামীর সামনেই সারা রাত R**e করে স্ত্রীকে! পরদিন ঘটনা জানাজানি হলে পুলিশ তাদের গ্রেফতার করে! কিন্তু ক্ষমতার জোরে ১মাসেই সবার জামিণ হয়ে যায়! এখনও সেই মামলা বিচারাধীন!

দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে তার মাথা কয়েক ভাগ করে সিলেটের বদরুল! সে ছাত্রলীগের স্থানীয় ক্যাডার! খাজিদার ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেছে।
বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি হয় নি।

২০১৮ সালে বরিশালের বানারিপাড়ায় মা-মেয়েকে একসাথে ধর্ষন করে মাথা নেড়ি করে দেয় যুবলীগের প্রভাবশালী নেতা তুফান! তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁসি হয় নাই । বর্তমানে তুফান জামিনে মুক্ত আছে ।

সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ভিতরে তনুকে ধর্ষন করার পর হত্যা করা হয়, কে বা কারা জড়িত তা কিন্তু গোয়েন্দা বাহিনী ভালো করেই জানে, কিন্তু তনুর ধর্ষনকারী কেউ গ্রেফতার হয় নি। আজও তার বিচারও হয় নাই । ডক্টর আসিফ মাহাবুব উৎস স্যার বহু চেষ্টা করেও কিছু করতে পারেন নাই ।

৩১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতি মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর প্রহার করা হয়, ১৭ কোটি মানুষ এর নীরব! সাক্ষী! ধর্ষক আওয়ামী লীগের নেতা রুহুল আমীনের ফাঁসির দাবি উঠলেও, ফাঁসি কিন্তু হয় নি। তাকে গ্রেফতারও করা হয়েছে! বর্তমাণে সে জামিণে মুক্ত হয়ে বাদীকে হুমকি দিচ্ছে মামলা তুলে নেয়ার জন্য ।

কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়, ধর্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হবে না।

গত কয়েক বছর আগে দেখলাম গাজীপুরে ৩ বছরের শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষন করে হত্যা করা হয়, সেই ধর্ষকও গ্রেফতার হয়েছে, তবে ফাঁসি কিন্তু হয় নি।

এভাবে আরো কতো ধর্ষণ হচ্ছে মা বোনেরা তার হিসাব রাখে কে? ধর্ষকরা জেলে যায় ঠিকই, কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে।

আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে?

এখনকার পোলাপান যা দুষ্ট
21/04/2025

এখনকার পোলাপান যা দুষ্ট

ভাতের জন্য হ*ত্যা করা হয় যাকে সে যদি ন্যায় বিচার পেতো তাহলে পরেরটা হা*সির জন্য তাকে জীবন দিতে হতো না!এখন প্রশ্ন ন্যায়...
21/04/2025

ভাতের জন্য হ*ত্যা করা হয় যাকে সে যদি ন্যায় বিচার পেতো তাহলে পরেরটা হা*সির জন্য তাকে জীবন দিতে হতো না!এখন প্রশ্ন ন্যায় বিচার বাংলাদেশে কবে প্রতিষ্ঠিত হবে?পাবলিক জানতে চায় বাংলাদেশ কোন দিকে আগুচ্ছে!

ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ছেলে হাসছিল আর সিঙ্গারা খাচ্ছিল।পাশ দিয়ে যাওয়া দুটো মেয়ের মনে হলো, ছেলেটা মেয়ে দুটোকে টিজ ক...
21/04/2025

ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ছেলে হাসছিল আর সিঙ্গারা খাচ্ছিল।

পাশ দিয়ে যাওয়া দুটো মেয়ের মনে হলো, ছেলেটা মেয়ে দুটোকে টিজ করেছে। মেয়েদের খুব ইগোতে লাগল। তারা প্রক্টরের কাছে বিচার দিলো। প্রক্টর ডেকে ছেলেটাকে বকাঝকা করল৷ ছেলেটা মেয়ে দুটোকে স্যরিও বলল।

কিন্তু, মেয়ে দুটোর ক্ষোভ মিটল না। তারা তাদের বয়ফ্রেন্ডকে গিয়ে ছেলেটার ব্যাপারে নালিশ দিলো। ছেলে দুটো ওই এলাকার গুণ্ডাদের খবর দিলো। গুণ্ডার দল এসে, ক্যাম্পাসের মধ্যে একটা ছেলেকে নৃসংসভাবে Ku pi য়ে গেল এবং ছেলেটা মারা গেল।

কী সাবলীলভাবে বলে গেলাম, তাই না? যেন একটা নাটক সিনেমার স্ক্রিপ্ট, একটার পর একটা দৃশ্য সাজানো।

এই যে একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র, একেবারে বিনা কারণে, তুচ্ছতম ঘটনাতে প্রাণ হারাল, তার বাবা মা’র কাছে, তার ভাই আর বোনের কাছে কী জবাব দেবে এই রাষ্ট্র? এই বিশ্ববিদ্যালয় প্রশাসন?

আর, ইন্টেরিম সরকার?

ঘটনার সিসিটিভি ফুটেজ আছে৷ প্রক্টর মেয়ে দুটোকে চেনেও। মেয়ে দুটোকে ধরলে তাদের বয়ফ্রেন্ডদের ধরা যাবে। তাদের বয়ফ্রেন্ডদের ধরলে গুন্ডাদের টানা যাবে। উক্ত ঘটনা অনেকগুলো লোকের সামনেই ঘটল। অথচ, চব্বিশ ঘণ্টা পার হতে চলল, কিন্তু এখনও একটা অপরাধীকেও তারা গ্রেফতার করতে পারল না!!

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনা সরকারে, মিডিয়ায়, টকশোতে, আইনে আর আদালতে জায়গা পাচ্ছে না, আমি আর আপনি, আম জনতার তাহলে কী অবস্থা হবে বুঝুন একবার!

জাস্ট কল্পনা করুন!
কেউ তার বন্ধুদের সাথে হাসাহাসি করছেন,
পাশ দিয়ে যাওয়া তথাকথিত নারীবাদী কিছু মেয়ে ভেবে বসলো, তার দিকে তাকিয়েই উনি হাসছেন!
এই হাসার বিনিময়ে কারো জান গেলো!

রাসূল (সা.) বলেন:

“আমি আমার পরে পুরুষদের জন্য,
নারীদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না।”

(বুখারী: ৫০৯৬, মুসলিম: ২৭৪০)
যেসব নারীবাদী পুরুষ পশ্চিমের কথিত
নারীবাদকে সমর্থন ও প্রমোট করছেন
তাদের জন্যে চোখ খুলে দেওয়ার মত উপাখ্যান...
আমি জানিনা,
এই ছেলেটির মা-কে কি বলে সান্তনা দিবো,
আমি জানিনা,
ঐ মেয়েদের বাবা-মাকে কি বলে তিরস্কার করবো।

পারভেজ হ-ত্যা-র আসামী ( শিক্ষার্থী নামে স-ন্ত্রা-সী ) ২টা মেয়ের জন্য ৪টা মায়ের বুক খালি হলো 🙂

ছাত্রদল নেতা পারভেজ এর খু"নি এবং এই দুই মেয়ের
ছবি সহ দেওয়া হলো! সকলেই সহযোগিতা করবেন,
এই কু"লা"ঙ্গা"র'দের ধ'রে পুলিশের হাতে তুলে দিন!

জীবন কত সস্তা!!!
পারভেজ নামের এই ছেলেটি তার নিজের ক্যাম্পাসে খু*ন হয়েছে আজ।

ক্যাম্পাসের সামনে পারভেজ তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিল সে। সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলেন। তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে।

তাই তারা কাউকে খবর দেয়। খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে। ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু ঐ তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে পারভেজ ক্যাম্পাস থেকে বের হতেই তাঁকে ছুড়িকাঘাত করে।

একটা ছুড়ির আঘাত ঠিক হৃদপিণ্ডের উপর পড়ে। এক ইঞ্চির একটা ক্ষত! মারা যায় পারভেজ। একেবারে তুচ্ছ একটা ঘটনায় খুন হয় ছেলেটা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ত সে।

পারভেজ যখন ইন্টারে পড়ত, ময়মনসিংহের টাউন হলের পাশেই একটা মেসে থাকত সে। রয়েল মিডিয়া কলেজের ছাত্র ছিল। কী হাসিখুশি নির্মল একটা ছেলে। সালাম দিতেই যেন হেসে নুয়ে যেত! এই হাসিই তার জন্য কাল হলো!

এই হত্যা ক্ষমতা প্রদর্শনের হত্যা, দর্প প্রদর্শনের হত্যা। এই জঘন্যতম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন। সে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই কেউ চুপ থাকবেন না। তার বিচারের দাবি তুলুন। আওয়াজ না তুললে বিচার হয় না এদেশে।

19/04/2025

প্রথম আলোর অপসাংবাদিকতা রুখে দেওয়ার আহ্বান বিস্তারিত কমেন্ট:

19/04/2025
কিছু বলে যান পাবলিক। কোন কথা টি সত্য?
14/04/2025

কিছু বলে যান পাবলিক। কোন কথা টি সত্য?

30/03/2025

Face the public

জনগণের স্বার্থ রক্ষা না হলে আবারও মাঠে নামবে বিএনপি এমন হুঁশিয়ারি দিয়েছেন  দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
30/03/2025

জনগণের স্বার্থ রক্ষা না হলে আবারও মাঠে নামবে বিএনপি এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

30/03/2025

আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে,' মিজা ফকরুল

29/03/2025

সাধারণ জনগণ কি শুধুই নির্বাচন চায়? নাকি সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ চাওয়া উচিত! আপনার মতামত কী? বাংলাদেশের নির্বাচন আসলে লা*শের পর লা*শ পড়ে এই সংস্কৃতি কি চেঞ্জ হওয়া উচিত নয়? সবাই শুধু ক্ষমতায় যেতে চায়! সাধারণ মানুষের ফান্ডামেন্টাল রাইটস পূরণ করতে সরকার ব্যর্থ হয় কেন? অন্য, বস্ত্র , শিক্ষা চিকিৎসা, বাসস্থান, ন্যায় বিচার ,ন্যায্য ,সাম্য ।সবাই ১৮ কোটি জনগণকে তাদের বলে দাবি করে?তাহলে আপনি সাধারণ জনগণ আপনি কার!

21/03/2025

ডক্টর ইউনুস সরকারের উপর আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না!ভারত এবং আমেরিকা ইনক্লুসিভ নির্বাচন চায়। কিন্তু দেশের জনগণ কি চায়??

21/03/2025

সেনাপ্রধান ওয়াকার অ্যান্ড রাষ্ট্রপতি চুপ্পোর অপসারণ দ্বিমত পোষণ করা ঐতিহাসিক ভুল ভুল সিদ্ধান্ত নাকি সঠিক সিদ্ধান্ত ছিল বিএনপির !

16/03/2025

ডক্টর ইউনুস সংস্কার না করে নির্বাচন দেবে না! জাতিসংঘ সমর্থন দেবে এই সংস্কারে

Adresse

Stains
93240

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque ফেইস দ্য পাবলিক Face The public publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à ফেইস দ্য পাবলিক Face The public:

Partager