BCN TV

BCN TV This page is Bangladeshi Community News TV https://youtube.com/channel/UCz-WYbEHXjlU9MHuZA5bTGQ

বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক লেখক-রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক (ফরাসি-বাংলা) “আশা এবং আমার সংগ্রা...
22/08/2025

বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক লেখক-রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক (ফরাসি-বাংলা) “আশা এবং আমার সংগ্রাম—Espoir et mon Combat” গ্রন্থ সদ্য প্রকাশিত হয়েছে।

বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)'র উদ্যোগে আগামী ৮ সেপ্টেম্বর, সোমবার বিকাল ৬ ঘটিকায় প্যারিসের রিপাবলিক চত্বর সংলগ্ন
Bourse du Travail হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে সবার সানন্দ উপস্থিতি কামনা করেছেন জনাব নয়ন এনকে।

ঠিকানা :
3 Rue du Château d'Eau, 75010 Paris

20/08/2025

সুন্দর ও সফলভাবে সম্পূর্ণ হল জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের ফ্যামিলি পিকনিক।

সুন্দর ও সফলভাবে সম্পূর্ণ হল জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের ফ্যামিলি পিকনিক.গত ১৮ আগষ্ট রোজ সমবার প্যারিসের উপ...
20/08/2025

সুন্দর ও সফলভাবে সম্পূর্ণ হল জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের ফ্যামিলি পিকনিক.

গত ১৮ আগষ্ট রোজ সমবার প্যারিসের উপকণ্ঠে অবস্থিত পার্ক দ্য লা কর্নভে (Parc de la Courneuve) জুরি বাসির প্রাণের সংগঠন জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের সদস্য ও পরিবারদেরকে নিয়ে দিনব্যাপী এক ফ্যামেলি পিকনিক এর আয়োজন করা হয়,
যা পরিণত হয় এক মিলনমেলায় ,মিলনমেলায় প্রায় দেড় শতাধিক জুড়ী উপজেলার বাসিন্দা ও ফরাসি প্রবাসী পরিবার অংশগ্রহণ করে।
২০২২ সালের ৯ অক্টোবর প্যারিসে প্রতিষ্ঠিত জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠার পর থেকেই প্রবাসীদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি নিজ উপজেলার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে।
অনুষ্ঠানটির যৌথ পরিচালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও ওয়াদুদ তানভীর । শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা সেলিম উদ্দিন।
মিলনমেলায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুর রব।
বিশেষ বক্তব্য রাখেন সবেক সফল সাধারণ সম্পাদক রফিক উদ্দিন.
মিলনমেলায় অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ফুটবল, হাঁড়ি ভাঙা, বেলুন ফাটানো, বালিশ খেলা এবং শিশুদের জন্য বিশেষ ক্বেরাত প্রতিযোগিতা।
খেলাধুলার পর মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়, যেখানে বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -
উপদেষ্টা কমর উদ্দিন, মাওলা বশির উদ্দিন, মাসুক খান, আব্দুল গফুর, আব্দুল কাদির, সহ-সভাপতি হাফিজুর রহমান সুমন, আতাব উদ্দীন, সাইন উদ্দীন ও খায়রুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক হাবিুর রহমান, আছাদ খোকন এবং সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ। সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রব চৌধুরী সুমন, জাবেদ আহমেদ, তায়েফ চৌধুরী, আতিকুর রহমান ,সৌরভ সাব্বির, তারেকুল ইসলাম, রাজু আহমেদ, আজিম উদ্দিন, আবু বক্কার, আতিকুর রহমান ও জুবের আহমেদ।
দিনের শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষনা করেন মাওলানা বশির উদ্দিন.

সুন্দর ও সফলভাবে সম্পূর্ণ হল জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের ফ্যামিলি পিকনিক.
18/08/2025

সুন্দর ও সফলভাবে সম্পূর্ণ হল জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের ফ্যামিলি পিকনিক.

ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট প্যারিস ২০২৫ এ  ভিথখী সুপার ষ্টার দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে
17/08/2025

ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট প্যারিস ২০২৫ এ
ভিথখী সুপার ষ্টার দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে

17/08/2025
উদ্বোধন হয়ে গেল বাংলা উৎসব ও আন্তর্জাতিক বই মেলা প্যারিস।
16/08/2025

উদ্বোধন হয়ে গেল বাংলা উৎসব ও আন্তর্জাতিক বই মেলা প্যারিস।

প্যারিস টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট কে সামনে রেখে Vitry Superstars এর নতুন জার্সি উন্মোচন এবং ক্যাপ্টেন ঘোষণা করা হয়ে...
10/08/2025

প্যারিস টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট কে সামনে রেখে Vitry Superstars এর নতুন জার্সি উন্মোচন এবং ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে.

ফ্রান্স দর্পণের দশম তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়েছে.
10/08/2025

ফ্রান্স দর্পণের দশম তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হয়েছে.

তোফা গ্রুপের চেয়ারম্যান তোফায়েল আহমেদ পারভেজকে একজন সফল ব্যবসায়ী ও ফ্রান্স দর্পণ পরিবারের সহযোগী হিসেবে সম্মাননা প্রদ...
10/08/2025

তোফা গ্রুপের চেয়ারম্যান তোফায়েল আহমেদ পারভেজকে একজন সফল ব্যবসায়ী ও ফ্রান্স দর্পণ পরিবারের সহযোগী হিসেবে সম্মাননা প্রদান করা হয়.

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque BCN TV publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à BCN TV:

Souligner

Partager